বিনোদন এর জন্য টিভির বিকল্প অনেক কিছু থাকলে ও টিভির কথা ভোলার নয়। টিভিতে আমাদের প্রিয় যেকোনো অনুষ্ঠান দেখতে সবাই পছন্দ করি। অনেকে বিভিন্ন জায়গায় থাকার কারণে টিভিতে চলাকালীন যেকোনো অনুষ্ঠান দেখতে পারেন না। তাই তাদের জন্য মোবাইল ফোনে টিভি দেখার একটি ব্যবস্থা থাকলে সবচেয়ে ভালো হয়।
কেননা আমরা সবাই কমবেশি টিভিতে চলাকালীন প্রিয় শো গুলো মিস করতে চাই না। যেমন আমার কথাই বলা যাক যেকোনো খেলা দেখতে টিভির সামনে বসলাম আর তখনই কারেন্ট চলে গেলো। তখন কিন্তু অনেক আফসোস করি খেলাটা দেখার জন্য।
তখন আমার বিকল্প পদ্ধতি হলো বিভিন্ন এন্ড্রয়েড অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আমি বিভিন্ন খেলা উপভোগ করে থাকি। অনেকে হয়ত জানতে চাচ্ছেন যে আমি কি কি অ্যাপস ব্যবহার করি। যদি জানতে আগ্রহী হন তাহলে পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ করবো।
কেননা আজকের এই পোস্টে আমরা জানবো মোবাইলে টিভি দেখার সেরা কয়েকটি অ্যাপস সম্পর্কে। তো দেরি না করে শুরু করা যাক।
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
মোবাইল ফোনে টিভি দেখার জন্য আজকে আমরা যে সব অ্যাপস গুলো নিয়ে কথা বলবো সেইসব অ্যাপস দিয়ে আপনি খুব সহজেই লাইভ টিভি চ্যানেলের যত অনুষ্ঠান হয় সব উপভোগ করতে পারবেন। আর সেটা পারবেন যে কোন জায়গায় যে কোন সময় যদি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকে।
আজকাল আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্টারনেটে সার্চ দিয়ে মোবাইলে টিভি দেখার অ্যাপস খুঁজে থাকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে, এসব অ্যাপস গুলো বেশির ভাগই ক্র্যাক এবং ভুয়া অ্যাপস।
এই সব ভুয়া অ্যাপস গুলো যদি আপনার ফোনে ইন্সটল করেন তাহলে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারের হাতে চলে যেতে পারে। হ্যাকারের আপনার ব্যক্তিগত বিভিন্ন তথ্য ও ডাটা চুরি করে তাদের অবৈধ কাজে ব্যবহার করতে পারে। এতে করে পরবর্তীতে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন।
তবে চিন্তার কোন কারণ নেই আমাদের আজকের এই ব্লগে আপনাকে আমরা কয়েকটি নিরাপদ অ্যাপ সম্পর্কে জানাবো। যে সব অ্যাপস গুলোর মাধ্যমে আপনি যেকোন টিভি চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
তো আজকে আমরা সেরা কত গুলো অ্যাপস সম্পর্কে জানব যে সব অ্যাপস গুলো দিয়ে আপনি বাংলাদেশের যে কোন লাইভ টিভি চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এসব অ্যাপস গুলো বেশির ভাগই অফিশিয়াল অ্যাপ। এছাড়া এসব অ্যাপসে আপনার নিরাপত্তা খুবই কঠোর এই নিয়ে আপনাকে দুইবার ভাবতে হবে না। কেননা প্রতিটা অ্যাপস ই মূলত বাংলাদেশে ডেভলপ করা। সেরা কয়েকটি লাইভ টিভি ও অনুষ্ঠান দেখার জন্য হলো;
১. জাগোবিডি – Jagobd
২. বায়স্কোপ – Bioscope
৩. রেবিটহোল বিডি – Rabbithole bd
৪. বঙ্গো – Bongo
৫. এয়ারটেল টিভি প্লাস – Airtel TV+
তো চলুন এই পাঁচ টি অ্যাপ এর বিস্তারিত জেনে নেওয়া যাক।
১. Jagobd – Bangla TV(Official)
জাগো নিউজ এর অফিসিয়াল এন্টারটেইনমেন্ট ভিডিও স্ট্রিমীং অ্যাপস হলো জাগোবিডি বাংলা টিভি।
জাগো নিউজে যেমন বিভিন্ন খবরাখবর সম্পর্কে জানতে পারবেন। তেমনী জাগো বাংলা টিভি অ্যাপস এর মাধ্যমে কোন টাকার বিনিময় ছাড়াই ফ্রী তে বিভিন্ন লাইভ টিভি ও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
যদি আপনার ফোনে থাকে ইন্টারনেট কানেকশন তাহলে যেখানে ইচ্ছে সেখানেই বিনামূল্যে লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন।
বাংলাদেশী লাইভ টিভি চ্যানেল, বাংলা খবর সহ বিনোদন জগতের নানান ধরনের অনুষ্ঠান দেখতে পাবেন জাগো বিডি বাংলা টিভি।
জাগো বিডি টিভির কয়েকটি সেরা ফিচার হলো;
১. বিনামূল্যে স্ট্রিমিং
২. সাবসক্রিপশন করার ঝামেলা নেই
৩. উচ্চমানের ভিডিও কোয়ালিটি
৪.সাইন আপ করতে হবে না
৫. নতুন চ্যানেল অটো আপডেট
এছাড়াও আরো অনেক ধরনের সুযোগ সুবিধা তো রয়েছেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাতে কোন হ্যাকিং এর ঝুঁকি নেই। খুব নিরাপদে এই অ্যাপস ব্যবহার করে লাইভ টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন।
২. Bioscope LIVE টিভি
গ্রামীন ফোন কোম্পানি বাইস্কোপ লাইভ টিভি চ্যানেল অ্যাপস লঞ্চ করে। শুরুতে গ্রামীনফোন ব্যবহারকারীদের শুধুমাত্র বায়স্কোপ ব্যবহার করতে পারলেও এখন সব সিমের গ্রাহকেরা বায়স্কোপ লাইভ টিভি অ্যাপসটি ব্যবহার করতে পারে।
যেহেতু গ্রামীন ফোন কোম্পানি বাইস্কোপ লাইভ টিভি অ্যাপসটি ডেভলপ করেছে, তাই এই অ্যাপসটি ব্যবহার করা একদম নিরাপদ।
বায়স্কোপ লাইভ টিভি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশি টিভি দেখা ছাড়াও আন্তর্জাতিক অনেক টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন। বায়স্কোপে শুধুমাত্র লাইভ টিভি চ্যানেল ই দেখতে পারবেন তা নয়। এই অ্যাপসের মাধ্যমে আপনি বিভিন্ন নতুন নতুন বাংলা নাটক, গান, ছবি ও টেলিফিল্ম ও দেখতে পারবেন।
জিপির বায়স্কোপ অ্যাপসের কয়েকটি সেরা ফিচার হলো;
১. জনপ্রিয় বাংলা ছবি
২. বিদেশি ভাষার ছবি, নাটক বাংলায়
৩. দেশীয় লাইভ টিভি চ্যানেল
৪. আন্তর্জাতিক টিভি চ্যানেল
৫. মিউজিক ভিডিও
৬. আনলিমিটেড বাংলা নাটক
৭. জনপ্রিয় অনুষ্ঠান
৮. ফ্রী ও পেইড সাবসক্রীপশন
এরকম আরো নানান ধরনের ফিচারে ভরপুর হলো গ্রামীনফোনের অফিসিয়াল লাইভ টিভি চ্যানেল অ্যাপস বায়োস্কোপ। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনমেন্ট লাইভ টিভি অ্যাপস হলো জিপির বায়স্কোপ। এখানে আপনি হাজার হাজার বাংলা নাটক, মিউজিক ভিডিও, টেলিফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়া ছবি ফ্রিতে এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখতে পারবেন। এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানে ফ্রিতে দেখার সুযোগ করে দিয়েছে জিপির বাইস্কোপ।
৩. রেবিটহোল বিডি – Rabbithole bd
আমাদের দেশেীয় খেলাধুলার দেখার জন্য লাইভ টিভি অ্যাপস এর অফিশিয়াল অ্যাপস হলো রেবিটহোল বিডি। বাংলাদেশের যেকোনো খেলা ছাড়াও রেবিটহোল বিডি তে আন্তর্জাতিক বিভিন্ন খেলা লাইভ দেখা যায়।
যদিও আগে rabbitholebd অ্যাপসে যেকেল খেলা লাইভ বিনামূল্যে দেখা যেত। কিন্তু বর্তমানে সাবস্ক্রিপশন এর মাধ্যমে লাইভ টিভি চ্যানেলে খেলা দেখা যায়।
যারা আইপিএল, বিপিএল, বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন খেলা দেখতে চান তাদের জন্য এই rabbitholebd এর অ্যাপস সবচেয়ে সেরা।
সবচেয়ে মজার বিষয় হল যে, আপনি যদি সাবস্ক্রিপশন এর মাধ্যমে রেবিটহোল বিডি অ্যাপস এ ঢুকে তাহলে আপনি কোন ধরনের এডস ছাড়াই খেলা উপভোগ করতে পারবেন।
যেটা আমরা সচরাচর কখনোই দেখতে পাইনা।
আমরা যদি কোন খেলা দেখি না কেন সেখানে প্রচুর পরিমাণে এডস দেয় যে কারণে খেলা দেখার মজা হারিয়ে ফেলি। কিন্তু এদিকে সবচেয়ে ভালো একটি উপায় rabbithole অ্যাপস এ কোন ধরনের এডস ছাড়াই যেকোনো খেলার লাইভ দেখা যায়।
এখন অনেকে হয়তো বলবেন যে শুধুমাত্র খেলা দেখার জন্য rabbithole অ্যাপস আমরা কেন ব্যবহার করবো?
আসলে আমরা যখন খেলা দেখি তখন কিন্তু অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন খেলা চলাকালীন সময়ে কারেন্ট চলে যায়।
তখন কিন্তু আমরা আর খেলা দেখার কোনো ভালো মাধ্যম খুঁজে পাইনা। তখন আমরা ফেসবুকে বা ইউটিউবে খেলা দেখতে যাই। কিন্তু সেখানে বিভিন্ন এডস এবং লো কোয়ালিটির থার্ড পার্টির লাইভ দেখে খেলা উপভোগ করা যায় না।
এজন্য তারা চাইলেই অল্প টাকায় একটি সাবস্ক্রিপশন প্যাক কিনে খুব সহজেই বাংলাদেশের যেকোনো খেলা উপভোগ করতে পারবেন।
সাবস্ক্রিপশন ছাড়াই যদি আপনি লাইভ ফ্রী খেলা দেখতে চান তাহলে “আমার ইলেভেন” নামে একটি ওয়েবসাইটে খেলা চলাকালীন সময়ে বিনামূল্যে আপনার টিম বানিয়ে জিতলেই, আপনি ছয় মাসের জন্য rabbithole সাবস্ক্রিপশন একদম ফ্রিতে পেয়ে যাবেন।
৪. বঙ্গো – Bongo
বঙ্গো হলো এমন একটি লাইভ টিভি অ্যাপস যেখানে একের ভিতরে সব পাওয়া যায়। বঙ্গো তে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বড় টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন। সেই সাথে বিভিন্ন খেলার হাইলাইটস সহ আনলিমিটেড নতুন বাংলা ছবির সমাহার তো রয়েছেই।
এছাড়াও পাবেন নিত্যনতুন জনপ্রিয় বাংলা নাটক ও টেলিফিল্ম। বঙ্গো তে আপনি ল্যাপটপ, কম্পিউটার, পিসি, ট্যাবলেট সহ সব কিছুতে স্ক্রিমিং করতে পারবেন। আর বঙ্গো তে থাকা চ্যানেলের স্ট্রিমিং এর কোয়ালিটি খুবই ভালো। একবার যেকোনো চ্যানেল অপেন করলে আর বেরুতেই মন চাইবে না।
৫. এয়ারটেল টিভি প্লাস – Airtel tv+
এয়ারটেল সিম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য তৈরী করে এয়ারটেল টিভি প্লাস। তবে রবি কোম্পানি এয়ারটেল বাংলাদেশ কে অধিগ্রহণ করার কারনে রবি সিম ব্যবহার করে যারা তারাও এয়ারটেল টিভি প্লাস অ্যাপস ব্যবহার করতে পারবে।
এয়ারটেল টিভি প্লাস এ বিশ্বের বিভিন্ন দেশের এডওয়ার্ড উইনার টিভি প্রোগ্রাম সহ ছবি, লাইভ টিভি চ্যানেল, ওয়েব সিরিজ, নাটক সহ অসংখ্য টিভি শো রয়েছে। এসব সিরিজ বা শো গুলো দেখতে হলে আপনাকে টাকা দিয়ে সাবসক্রিপশন প্যাক ক্রয় করতে হবে।
তবে সাবস্ক্রিপশন প্যাকেজ ক্রয় করার আগে আপনাকে এয়ারটেল অথবা রবি সিম দিয়ে এয়ারটেল টিভি অ্যাপস এ রেজিস্ট্রেশন করতে হবে। সাবস্ক্রিপশন ছাড়া আপনি তেমন প্রিমিয়াম কোন প্রোগ্রাম দেখতে পারবেন না।
তবে ভয়ের কিছু নেই বেশি টাকা খরচ করতে হবে না। যেহেতু বিশ্বের বিভিন্ন দেশের আলাদা আলাদা ভাষার নাটক, সিনেমা, টিভি অনুষ্ঠান দেখতে পাবেন। যা অন্য কোথাও বা কোম অ্যাপসে তেমন একটা পাবেন না। তাই যে পরিমাণ টাকা দিয়ে সাবসক্রিপশন প্যাক ক্রয় করবেন তাতে আপনার তেমন লস হবে না।
শেষকথা
আজকের এই আর্টিকেলে মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ সম্পর্কে নানা তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
তারপরে যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তো কমেন্ট বক্সে রয়েছে যেকোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন।
আবার হাজির হবো নতুন কোন আর্টিকেল নিয়ে ততক্ষণে সবাই আমাদের অন্যান্য আর্টিকেল গুলো উপভোগ করতে পারেন।