অরিজিনাল ভিডমেট অ্যাপ ফ্রিতে ডাউনলোড করুন

ভিডমেট কি?

ভিডমেট একটি থার্ড পার্টি ভিডিও ডাউনলোড অ্যাপ বা সফটওয়্যার। বর্তমানে অরিজিনাল ভিডমেট অ্যাপ দিয়ে এক হাজারের বেশি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায়। তার মধ্যে ইউটিউব এবং ফেসবুক সবথেকে জনপ্রিয়।

 

ভিডমেট অ্যাপের সুবিধা সমুহ

নিচে ভিডমেট অ্যাপের সুবিধা সমুহ দেওয়া হলো:

১. ইউটিউব, ফেসবুক, টুইটার, টিকটক, ডেইলিমোশন সহ এক হাজারের বেশি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

২. বিভিন্ন ধরনের রেজুলেশনে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

৩. ভিডিও সোজাসুজি স্ট্রিমিং করতে পারবেন।

৪. ভিডমেট থেকে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস এবং গেম ডাউনলোড করতে পারবেন।

৫. হোয়াটস অ্যাপ স্ট্যাটাস, লেটেস্ট মুভি, লেটেস্ট গান দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।

৬. অফলাইনে যেকোনো ধরনের ফাইল শেয়ার করতে পারবেন।

৭. যেকোনো ধরনের ফাইলে সিকিউরিটি লক দিতে পারবেন।

৮. ভিডমেট ভিডিও প্লেয়ারের মাধ্যমে ভিডিও দেখতে পারবেন।

৯. ভিডিও ফাইল অডিও ফাইলে পরিণত করতে পারবেন।

১০. গান, মিউজিক, মুভি, ইমেজ, স্ট্যাটাস ভিডমেট অ্যাপের সাহায্যে দেখতে পারবেন।

 

ভিডমেট অ্যাপ কি প্লে স্টোরে পাওয়া যাবে?

আপনি অরিজিনাল ভিডমেট অ্যাপ প্লে স্টোরে কখনোই পাবেন না। ভিডমেট অ্যাপ থেকে যেহেতু ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় তাই ভিডমেট অ্যাপ প্লে স্টোরে আপনি পাবেন না। গুগল প্লে স্টোর কোনো অ্যাপ পাবলিশ করার আগে সেটি রিভিউ করে নেই।

যদি সেই অ্যাপটি গুগলের পলিসি ভঙ্গ করে তাহলে অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবলিশ করে না। তাই আপনি প্লে স্টোরে ভিডমেট অ্যাপের শুধু ক্লোন ভার্সন পাবেন।

সেই ক্লোন অ্যাপ গুলোতে ভিডমেট অ্যাপের কয়েকটি ফিচার পাওয়া যায় তাছাড়া এই ক্লোন অ্যাপ গুলো দিয়ে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন না।

 

ভিডমেট অ্যাপ কি সেফ?

ভিডমেট অ্যাপটি ইউসি ওয়েব তৈরি করেছে যেটি আলিবাবা কোম্পানির সাথে সংযুক্ত। বর্তমানে ভিডমেট ব্যবহারকারীর অনেক ডাটা চুরি করে বলে শোনা গেছে। তাছাড়া গোপনে অ্যাপটি পেইড সাবস্ক্রিপশন নিয়ে নেয়।

এই সম্পর্কে বাজ ফিড নিউজে একটি আর্টিকেল প্রকাশিত হয়। তবে ভিডমেটের মতে তারা এগুলো ফিক্স করে ফেলেছে।

 

মোবাইলে ভিডমেট অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন?

মোবাইল দিয়ে ভিডমেট ডাউনলোড করার উপায় নিচে দেওয়া হলো।

১. প্রথমে এখানে ক্লিক করুন অথবা গুগলে vidmate লিখে সার্চ করুন। সাধারণত প্রথম ওয়েবসাইটটি ভিডমেট অ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট হয়।

২. এরপর “official download” লেখায় ক্লিক করে ডাউনলোড করে নিন।

৩. ডাউনলোড শেষ হয়ে গেলে ফাইল থেকে “Download” ফোল্ডার সিলেক্ট করুন। যদি না পান তাহলে ব্রাউজারের মেনু বারে ক্লিক করুন।

৪. এবার “Downloads” লেখায় ক্লিক করুন।

৫. এখানে আপনি ভিডমেট অ্যাপ পেয়ে যাবেন।

৬. এবার ক্লিক করে ইনস্টল করুন। যদি “unknown source” নিশ্চিত করতে বলে তাহলে সেটি নিশ্চিত করে দিন।

 

পিসিতে অরিজিনাল ভিডমেট অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন?

দুঃখের বিষয় হলো ভিডমেট অ্যাপের অফিসিয়াল পিসি ভার্সন ইন্টারনেটে এখানে রিলিজ হয়নি। তবে আপনি পিসিতে অ্যান্ড্রয়েড ইমুলেটরের মাধ্যমে ভিডমেট অ্যাপ চালাতে পারবেন। এর জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।

১. পিসি থেকে ব্রাউজারে bluestack লিখে সার্চ করুন এবং সফটওয়্যারটি ইনস্টল করে নিন।

২. এবার পিসিতে ভিডমেট অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করে নিন।

৩. Bluestack দিয়ে ভিডমেট অ্যাপটি অপেন করুন। তাহলে আপনি পিসিতেও ভিডমেট অ্যাপ চালাতে পারবেন।

 

ভিডমেট থেকে ভিডিও ডাউনলোড করা কি উচিত?

ভিডমেট অ্যাপে যেহেতু ডাটা চুরি এবং গোপনে পেইড সাবস্ক্রিপশন নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে তাই আপনি চাইলে ইনস্টল না করতে পারেন। আপনি যদি প্রাইভেসি এবং প্রোটেকশন নিয়ে ভাবেন তাহলে ইনস্টল না করায় ভালো।

যদি ভিডমেট ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ইনস্টল করেন তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে বর্তমানে ইউটিউব থেকেও আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন।

তবে সেটি ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাছাড়া আপনি ইউটিউব থেকে সব ভিডিও ডাউনলোড করতে পারবেন না।

আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। আশাকরি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি এই আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন।