ইউটিউব থেকে আয় করার উপায় গুলো কি কি ; জেনে নিন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২২

ইউটিউব থেকে আয় করার উপায় তো অনেক আছে? কিন্তু আপনি কোনটি বেছে নিবেন? কিভাবেই বা ইউটিউব থেকে ইনকাম করবেন?  আপনি কি জানেন, হাজার হাজার মানুষ প্রতিনিয়ত অসংখ্য টাকা উপার্জন করছে শুধু মাত্র ইউটিউব চ্যানেল থেকে। আপনিও কি চান না তাদের একজন হতে? নিশ্চয়ই চান।

বর্তমান যুগে অনলাইন প্লাটফর্মে ইনকাম অনেক বেশি জনপ্রিয়।  আর ইউটিউব তার মধ্যে আরো বেশি প্রচলিত। কারণ এখানে টাকা উপার্জন ও পরিচয় দুটোই পাওয়া সম্ভব৷ ইউটিউব এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি আপনার কন্টেন্ট এর জোরে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। বদলে যাবে আপনার জীবন। কখনও আবার কয়েক বছর পরিশ্রম করেও কোনো সাফল্য আসে না৷ হাল ছেড়ে দেয় অনেকেই। কিন্তু রাতারাতি সফল না হলেও পরিশ্রম টা সঠিক ভাবে কাজে লাগাতে হবে। তাহলে আপনিও পারবেন সহজেই ইউটিউব থেকে আয় করতে এবং দ্রুত সফল হতে। চলুন তাহলে ইউটিউব থেকে আয় করার উপায় গুলো জেনে আসি৷ আরো থাকছে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ও যাবতীয় সব তথ্য৷

ইউটিউব কি?

এত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইউটিউব। আয় করতে চাচ্ছেন ইউটিউব থেকে।  কিন্তু ইউটিউব সম্পর্কে আপনি কতটুকু জানেন? 

YouTube হল একটি আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং এবং Google-এর মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম৷ এটি 14 ফেব্রুয়ারী, 2005-এ স্টিভ চেন, চ্যাড হার্লি এবং জাভেদ করিম এর দ্বারাই  চালু  হয়েছিল। এটি গুগলের পরেই দ্বিতীয় সর্বাধিক পরিদর্শন করা ওয়েবসাইট।

YouTube হল এমন একটি ভিডিও শেয়ারিং পরিষেবা যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন  ভিডিও দেখতে, লাইক, শেয়ার, কমেন্ট এবং আপলোড করতে পারেন। ইউটিউবে  পিসি, ল্যাপটপ, ট্যাবলেট এবং মোবাইল ফোনের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। আর আপনি ভিডিও  কনটেন্ট পাবলিশ করে এখান থেকে প্রতি ভিউ, লাইক কমেন্ট ও সাবসক্রাইবার এর বিনিময়ে টাকা আয় করতে পারবেন। 

ইউটিউব থেকে আয় করা কতটা লাভজনক? 

ইউটিউব থকে কে কত টাকা ইনকাম করতে পারবে তা তার কনটেন্ট ও ম্যানেজমন্ট এর ওপর নির্ভর করে।  কেউ হয়তা  মাসে এক লাখ টাকা ইনকাম  করেন। অন্য কেউ  আবার হাজার টাকা ইনকাম করেন। ইউটিউবে ইনকাম হয়  আসলে  এর এর ওপরে। আপনার কনটেন্ট এ   যদি  ভিউ বেশি হয় তাহলে আপনার ভিডিওর বিজ্ঞাপন  বেশি  মানুষ দেখবে।  তাহলে আপনার  ইনকাম ও  বেশি হবে।   কম ভিউ এর ক্ষেত্রে  তার ইনকাম  কম হবে।

একজন বিজ্ঞাপনদাতা সাধারণত   প্রতি ভিউ এর জন্য $0.10 থেকে $0.30 এর মত পে করে।  তবে গড় প্রতি ভিউ $0.18। গড়ে একটি YouTube চ্যানেলে প্রতি 1,000 বিজ্ঞাপন দর্শনে $18 পেতে পারেন।  $3 – $5 প্রতি 1000 ভিডিও ভিউ এর সমান। তাহলে দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত ভিউ আনতে পারলে ইউটিউব থেকে আয় করা কতটা সহজ। 

ইউটিউব থেকে আয় করার উপায় 

ইউটিউব থেকে আয় করা সহজ কিন্তু ট্রিকি। ইউটিউব থেকে আয় করার স্ট্রাটিজি জানলে সহজেই আয় করতে পারেন। তবে সবার আগে তো একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। তাহলে জেনে নিন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম- 

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম 

ইউটিউব চ্যানেল ব্যক্তিগত, বিজনেস কিংবা প্রফেশনাল কাজে খোলা যেতে পারে। আপনি কোনটি চান? 

  • একটি ব্যক্তিগত ইউটিউব  চ্যানেল তৈরি 
  • একটি কম্পিউটার বা মোবাইল থেকে  YouTube এ সাইন ইন করুন৷
  • আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন এবং তারপর একটি চ্যানেল তৈরি করুন।
  • এখানে আপনাকে একটি চ্যানেল তৈরি করতে বলা হবে।
  • বিস্তারিত চেক করুন (আপনার Google অ্যাকাউন্টের নাম এবং ফটো সহ) এবং আপনার চ্যানেল তৈরি  করে ফেলুন। 
  • ব্যবসা বা অন্য কাজে  ইউটিউব  চ্যানেল

একাধিক পরিচালক বা মালিক থাকতে পারে এমন একটি চ্যানেল তৈরি করতে এই নির্দেশাবলী অনুসরণ করুন৷

  • আপনি যদি YouTube-এ আপনার Google অ্যাকাউন্টের চেয়ে আলাদা নাম ব্যবহার করতে চান তাহলে আপনি আপনার চ্যানেলকে একটি ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করতে পারেন। 
  • একটি কম্পিউটার বা মোবাইল দিয়ে YouTube এ সাইন ইন করুন৷
  • আপনার চ্যানেল তালিকা যান
  • একটি নতুন চ্যানেল তৈরি করতে বা একটি  ব্র্যান্ড অ্যাকাউন্ট ব্যবহার করতে : create new channel   এ  ক্লিক করে একটি চ্যানেল তৈরি করুন।
  •  যদি এই ব্র্যান্ড অ্যাকাউন্টের আগে থেকেই একটি চ্যানেল থাকে।তাহলে কিন্তু  আপনি একটি নতুন একাউন্ট  করতে পারবেন না। 
  • আপনি লিস্ট  থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট নির্বাচন করলে, আপনাকে সেই চ্যানেলে সুইচ ওভার করা হবে।
  • আপনার নতুন চ্যানেলের নাম দিতে ফর্ম  টি পূরণ করুন। 
  • তারপর, Create এ ক্লিক করুন। এটি একটি নতুন ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবে।

মোট কথা ইউটিউব চ্যানেল তৈরি করা খুবই সহজ একটি প্রসেস। 

বাংলাদেশ থেকে ইউটিউব মনিটািজেশন কিভাবে করবেন? 

বাংলাদেশ থেকেও  ইউটিউব মনিটাইজেশনে করা সম্ভব। নতুন টার্মস আর কন্ডিশনস এর হিসেবে,  আপনার চ্যানেলে ১০০০ subscribers  ও ৪০০০ hours watch time থাকতে হবে।  এই কন্ডিশন  পূরণ করতে পারলেই ইউটিউব আপনার ভিডিওতে এডড শো করাবে। এভাবেই আপনার ইনকাম হবে। 

ইউটিউব থেকে  আয় করার ৫ টি উপায় 

  1. ইউটিউব বিজ্ঞাপন থেকে আয়

ইউটিউব এর অধিকাংশ আয় হয় ভিডিওতে এডড শো করিয়ে। আপনার চ্যানেলে পর্যাপ্ত ভিউ ও সাবস্ক্রাইবার থাকলে আপনার চ্যানেল আয় এর জন্য অনুমোদন পাবে। তখন বিভিন্ন এডড শো করানো হবে আপনার চ্যানেলে। এসব বিজ্ঞাপন ভিউ হলে বিনিময়ে আপনি টাকা পাবেন। তাই যত বেশি ভিউ বাড়াতে পারবেন আপনার তত লাভ হবে। 

  1.  অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় 

ধরুন আপনি আপনার ভিডিওতে কোনো পণ্যের কথা মেনশন করলেন। এবং ওই পন্য ক্রয় করার লিংক পাবলিশ করলেন। এখন কোনো ভিজিটর যদি আপনার কনটেন্ট দেখে ওই পণ্য কেনায় আগ্রহী হয়। কিংবা আপনার দেয়া লিংক থেকে পণ্য ক্রয় করেন। তাহলে সাথে সাথে আপনি একটি কমিশন পেয়ে যাবেন।  আর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এখন দারুণ জনপ্রিয়।  পাশাপাশি বেশ লাভজনক ও বটে।

  1. নিজস্ব ব্যবসা

আপনি চাইলে নিজস্ব ব্যাবসা শুরু করে দিতে পারেন ইউটিউব এই। এজন্য আপনার লাগছে না আলাদা কোনো শপ ভাড়া। চাইলো নিজের বাসায় পন্য রেখেও ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে মানুষকে পন্য সম্পর্কে জানাতে পারেন। উপরন্তু ভিউ এর ওপর টাকা তো পাচ্ছেন ই। দুই দিক থেকেই লাভবান হতে পারছন। 

  1. স্পনসরশিপ 

যাদের চ্যানেলে অনেক বেশি সাবসক্রাইবার আছে বা ভিডিওতে ভিউ বেশি আছো তারা এই পদ্ধতিতে আয় করতে পারেন। ধরুন আপনার চ্যানেলে অনেক ভিজিটর আছে। আপনি তখন কোনো কোম্পানি বা কোনো চ্যানেলের সুবিধা,  সার্ভিস নিয়ে আপনার ভিডিওতে আলোচনা করলেন। এবং তাদের সাথে যোগাযোগ করা ও তাদের সার্ভিস নেয়ার জন্য কনভিন্স করলেন। তখন ওই কোম্পানির ব্যবসা বাড়বে। ফলে আপনাকে বিনিময় স্বরুপ অর্থ দেয়া হবে। অনেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রা এভাবে আয় করে থাকেন। 

  1. ইউটিউবে কোর্স বিক্রি করে আয়

আপনার কি কোনো স্পেশাল বিষয়ে দক্ষতা আছে? তাহলে আপনি ইউটিউবে চালু করতে পারেন সে বিষয়ের ওপর কোর্স। ফ্রী কোর্সও রাখতে পারেন যেখানে ভিউ থেকে টাকা আসবে। আবার পেইড কোর্সের ও ব্যবস্থা রাখতে পারেন। তাছাড়া কিছু ট্রায়াল ভিডিও আপলোড করে এগুলোর প্রমোশন করিয়ে নিতে পারবেন। 

পরিশেষে 

ইন্টারনেট নির্ভর এই যুগে ইউটিউবে থেকে আয় করা নিঃসন্দেহে একটি ভাল চয়েস। কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু কম নয়। এখন আছে অনেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, আবার বাড়ছে শত শত নতুন ইউটিউবার। এত মানুষের ভীরে নিজের পরিচয় টা আলাদা করে তুলে ধরতেই হবে। নয়ত ইউটিউব থেকে ইনকাম করাটা সহজ হবে না। তাই হাল না ছেড়ে আমাদের দেয়া  ইউটিউব থেকে আয় করার উপায় গুলো ফলো করুন। এবং আশা রাখুন দ্রুতই  সফল হবেন।