রবিতে এমবি দেখবেন কিভাবে

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রবি সিমে এমবি দেখে কিভাবে এই বিষয়টি নিয়ে। অনেকে রবি সিমে কিভাবে এমবি দেখতে হয় জানেন না।

কেননা আগে যেসব কোড ডায়ালের মাধ্যেম ইন্টারনেট দেখা যেত এখন নতুন পদ্ধতিতে রবি সিমের এমবি ও তার মেয়াদ কত দিন দেখা যায়। আপনি কি পুরো আর্টিকেলটি পড়েন তারা খুব সহজেই রবি সিমে কিভাবে এমবি দেখবেন এ বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন।

তো চলুন তাহলে জেনে নিই রবি সিমে যেভাবে এমবি দেখবেন।

বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক হল রবি। রবিতে রয়েছে ৪.৫ জি নেটওয়ার্ক ও সেইসাথে রবি হল ৫ কোটি ৩০ লাখ গ্রাহক সংখ্যার ও বেশি মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর।

সবচেয়ে মজার একটি বিষয় হলো যে দেশে যে পরিমাণ ইন্টারনেট মোবাইল ফোন সিম এর মাধ্যমে ব্যবহার করা হয় তার ৭৪% রবি সিম দিয়ে ব্যবহার করা হয়।

 

রবিতে এমবি দেখে কিভাবে?

রবিতে প্রধানত দুই ভাবে এমবি দেখা যায় একটি হলো কোডের মাধ্যমে অন্যটি হলো রবি অ্যাপস এর মাধ্যমে

রবি অ্যাপস এর মাধ্যমে যদি আপনি রবি সিমের এমবি দেখতে চান তাহলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে রবি অ্যাপস টি ডাউনলোড করতে হবে।

এরপর ডাউনলোড করে ইন্সটল করবেন। তারপরে রেজিস্ট্রেশন অথবা লগইন করে মাই রবি অ্যাপসে প্রবেশ করবেন। তাহলেই খুব সহজেই আপনার সিমে কত এমবি আছে সেটা দেখতে পারবেন।

আর যদি আপনি ডায়াল করার মাধ্যমে রবি সিমের এমবি দেখেন তাহলে আপনি দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন।

এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি যেকোন ফোন থেকে ডায়াল এর মাধ্যমে রবিতে এমবি দেখে নিতে পারবেন।

আগে আপনার রবি সিমে এমবি দেখার জন্য *৮৪৪৪*৮৮# ডায়াল করে এমবি দেখা যেত।

এখনো আপনি পুরনো পদ্ধতিতে রবি সিমে এমবি দেখার জন্য এই কোডটি ডায়াল করতে পারেন। *৮৪৪৪*৮৮# ডায়ালের মাধ্যমে আপনার সিমে কত এমবি আছে সেটা দেখতে পারবেন।

কিন্তু বর্তমানে রবি সিম কোম্পানির নতুন একটি ডায়াল কোড বের করেছে যে কোন এমবি দেখার জন্য।

রবি সিমে এমবি দেখার জন্য নতুন ডায়াল কোড হলো *৩#।

এছাড়াও আপনি চাইলে *১২১# ডায়াল করেও আপনার রবি সিমে কত এমবি আছে সেটা দেখতে পারবেন।

এজন্য প্রথমে আপনাকে *১২১# ডায়াল করতে হবে।এর পরে আপনাকে তিন নম্বর 3) Internet And Combo অপশনটি লিখে সেন্ড করতে হবে।

আবার তিন নম্বর 3) Internet And Combo অপশনটা লিখে সেন্ড করার পর আপনাকে পঞ্চম 5) “ইন্টারনেট ব্যালেন্স চেক এন্ড ম্যানেজ” অপশনটি লিখে সেন্ড করলেই আপনি যে ইন্টারনেট প্যাকেজ টি দেখতে চাচ্ছেন সেই প্যাকেজটি এবং আপনার ফোনে কত এমবি আছে এবং তার মেয়াদ কতদিন আছে সব ডিটেলস দেখতে পারবেন।

খুবই সিম্পল একটি ডায়াল কোড হল *৩# এর মাধ্যমে আপনার ফোনে যে কয় জিবি ডাটা প্যাক চালু আছে সবগুলো একসাথে দেখতে পারবেন।

*৩# ডায়াল করার পরে আপনার সিমে যতগুলো ইন্টারনেট প্যাকেজ রয়েছে সবগুলো ইন্টারনেট প্যাকেজ দেখা যাবে। এর পরে আপনি যেকোনো একটি প্যাকেজ সিলেক্ট করার জন্য প্যাকেজের আগে ( ১), ২), ৩), ৪), এইরকম দেখতে পাবেন।

আপনি যেই প্যাকেজের মেয়াদ এবং কত এমবি আছে সেটা দেখতে চাইলে উক্ত প্যাকেজের আগের লেখা ১ লিখে সেন্ড Send করবেন। তাহলে আপনার ১ এ যেই প্যাকেজটি ছিলো সেটাতে কত এমবি আছে, কত দিন মেয়াদ সব পরিস্কার ভাবে দেখতে পারবেন।

 

 

রবি সিমে কয়েকটি সেরা ইন্টারনেট অফার

আপনি যদি রবি সিম ব্যবহার করেন তাহলে আপনার জন্য কয়েকটি সেরা ইন্টারনেট প্যাকেজ নিয়ে আলোচনা করেছি। সেই সাথে কোন প্যাকেজের কত দিন মেয়াদ এবং কত টাকা দাম সেটাও বলে দেওয়ার চেষ্টা করেছি। তো চলুন জেনে নেওয়া যাক রবি সিমের ইন্টারনেট অফার সম্পর্কে।

 

৭৯৯ টাকায় ৬০ জিবি + ১২০০ মিনিট

আপনার যদি প্রচুর পরিমাণে মিনিটের প্রয়োজন হয় আর সেই সাথে যদি প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ইন্টারনেটের তাহলে আপনি নিতে পারেন রবির ৭৯৯ টাকায় ৬০ জিবি ইন্টারনেট ও ১,২০০ মিনিট এর এই প্যাকেজটি।

আর ৩০ দিন মেয়াদের এই প্যাকেজটির মূল্য ৭৯৯ টাকা। সেই সাথে এই প্যাকেজটিতে আপনার জন্য থাকছে ১২০০ মিনিট যেকোনো অপারেটরে কল ও ৬০ জিবি ইন্টারনেট।

 

৪৪৯ টাকায় ৪০ জিবি

আপনার যদি একটি একটু বেশি পরিমাণে ইন্টারনেটের প্রয়োজন হয় তাহলে আপনি ৩০ দিনের জন্য ৪০ জিবি ইন্টারনেট এর এই প্যাকটি ক্রয় করতে পারেন।

এই প্যাকটি দিয়ে খুব সহজে আপনি ফেসবুক ইউটিউব এর ভিডিও আরামসে এক মাস দেখতে পারবেন। ৩০ দিন মেয়াদে ৪০ জিবি ইন্টারনেটের দাম পড়বে ৪৪৯ টাকা

 

৬৯৯ টাকায় ৩৫ জিবি + ৭০০ মিনিট

আপনার যদি অনেকগুলো ইন্টারনেট এর সাথে মিনিটের প্রয়োজন পড়ে তাহলে আপনার জন্য সেরা একটি প্যাক হতে পারে রবির ৩৫ জিবি ইন্টারনেট ও ৭০০ মিনিট এর মেয়াদ ৩০ দিন এর এই প্যাকেজ।

৩০ দিন মেয়াদের জন্য ৩৫ জিবি ইন্টারনেট ও ৭০০ মিনিটের এই প্যাকেজটি দাম পড়বে ৬৯৯ টাকা।

এটি দিয়ে আপনি ফোনে কথা বলা থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং খুব সুন্দর ভাবে করতে পারবেন।

 

৩৯৯ টাকায় ২৫ জিবি

এক মাসে ভেজা ছাদে বৃষ্টির জিপি এমবির প্রয়োজন পড়ে তারা চাইলে ৩৯৯ টাকা দিয়ে ২৫ জিবি ৩০ দিনের জন্য ক্রয় করতে পারে। যারা প্রচুর পরিমাণে ফেসবুক, ইমু, হোয়াইটস অ্যাপস ব্যবহার করেন তাদের জন্য মূলত একটি সবচেয়ে সেরা একটি ইন্টারনেট প্যাক।

 

 

৩০৯ টাকায় ৪০ জিবি 

১৫ দিন মেয়াদের জন্য ৪০ জিবি ইন্টারনেট এর এই প্যাকেজটি খুবই সুন্দর একটি ইন্টারনেট প্যাকেজ।

মাত্র ৩০৯ টাকা দিয়ে ৩০ দিনের জন্য ৪০জিবি ইন্টারনেট এর এই প্যাকটি ক্রয় করতে পারবেন।

আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করে থাকেন। আর যদি ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে আপনার জন্য ১৫ দিনের জন্য এই প্যাকটি সেরা একটি ইন্টারনেট প্যাকেজ হতে পারে।

 

১৪৮ টাকায় ১৬ জিবি

যাদের সাত দিনের জন্য অনেকগুলো এমবির প্রয়োজন হয় তারা চাইলে ১৪৮ টাকায় ১৬জিবি এই প্যাকটি ক্রয় করতে পারেন।

এই প্যাকটি ক্রয় করার মাধ্যমে মাত্র সাত দিনের ভিতরে ১৬ জিবি এমবি ১৪৮ টাকায় পেয়ে যাবেন। এই ইন্টারনেট প্যাকটি মূলত তাদের জন্য যাদের বিভিন্ন ধরনের মুভি ডাউনলোড করার প্রয়োজন পড়ে। যাদের প্রতিদিন ১ জিবি থেকে ২ জিবি এমবি খরচ হয় তারা চাইলে এই সাপ্তাহিক ইন্টারনেট প্যাক টি পারে।

 

শেষ কথা

তো আজকের এই আর্টিকেলে রবি সিমে কিভাবে এমবি দেখবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এরপরেও যদি কেউ রবি সিমে এমবি দেখতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আরও একবার আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে রবি সিমে এমবি দেখবেন।

 

আপনার কোন বন্ধুবান্ধব যদি রবি সিমে এমবি কিভাবে দেখে সেটা না জানে তাহলে তার সাথে রবি সিমে কিভাবে এমবি দেখে আমাদের এই আর্টিকেলটি শেয়ার করতে পারেন।

আমাদের এই আর্টিকেটি শেয়ার করার মাধ্যমে হয়তো আপনার বন্ধু জানতে পারবে যে কিভাবে রবি সিমে এমবি দেখে।

আপনি যদি কোন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের সেই বিষয়টি জানিয়ে দিতে পারেন।

আমরা শীঘ্রই আপনার উক্ত বিষয়টি নিয়ে একটি নতুন আর্টিকেল প্রকাশ করব। যেখানে আপনি আপনার বিষয়টি সম্পর্কে বিভিন্ন তথ্য ও ধারণা পাবেন।

আজকের মত রবি সিমে কিভাবে এমবি দেখবেন এই আর্টিকেলটি এখানেই শেষ করছি।

দেখা হবে নতুন কোন আর্টিকেলে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।