অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে?

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই! আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের মধ্যে অনেকের মাথায় হয়তো অপটিক্যাল ফাইবার কি অথবা অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে এসব বিষয়গুলো ঘুরপাক খেতে থাকে।

আর এই অপটিক্যাল ফাইবার ইন্টারনেটের সাথে কিভাবে জড়িত হলো এসব বিষয়গুলো সম্পর্কে জানতে চান। তো আজকে আমরা এসব বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।

অপটিক্যাল ফাইবার কাকে বলে ?

অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের পাতলা তার যেটা কাচ এবং প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে। আর এই তার ও কাচ বা প্লাস্টিক ধারা তৈরিকৃত জিনিসটা হল মূলত ফাইবার।

এই ফাইবারের প্রত্যেকটা তার আমাদের মাথার চুল যতটা ছোট ও সরু তার চেয়ে ও বেশি চিকন এই ফাইবার। আর আপনি চাইলে এই অপটিক্যাল ফাইবারের তার গুলোকে এক ধরনের প্রযুক্তি বলতে পারেন।

 

অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে?

অপটিক্যাল ফাইবার ছোট্ট এবং সরু তারের মাধ্যমে বিভিন্ন তথ্য সংক্রমণ করানো হয় বা ডেটা ট্রান্সমিশন করে থাকে। আর এই তারের মাধ্যমে তথ্য সংক্রমণ বা ডাটা ট্রান্সমিশন আদান প্রদান করার জন্য আলোর সাহায্য বা আলো ব্যবহার করা হয়ে থাকে।

আর ওই ছোট্ট চিকন সরু তারের মাধ্যমে আলোর সাহায্যে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে বিদ্যুৎ এর চেয়ে খুব দ্রুত বিভিন্ন তথ্য ছোট্ট সরু বা চিকন ফাইবার তারের মাধ্যমে আদান প্রদান করা যায়।

সহজ ভাষায় বলতে গেলে অপটিক্যাল ফাইবারে বিদ্যুৎ বিহীন অথবা আলোর সাহায্যে বিভিন্ন তথ্য সঞ্চার করা হয়ে থাকে। আর এই ছোট্ট সুর চিকন অপটিক্যাল ফাইবারের তার গুলো দিয়ে খুব দ্রুত বিভিন্ন তথ্য চলাচল বা আদান প্রদান করতে পারে।

আমরা বাজারে যেসব সাধারণ তার দেখে থাকি তার চেয়ে হাজার গুনে সবচেয়ে উন্নত তারগুলো হলো অপটিক্যাল ফাইবারের তার। আর এই অপটিক্যাল ফাইবার তারের দাম আকাশচুম্বী বলা যায়।

বলা হয়ে থাকে যে এই ছোট্ট অপটিক্যাল ফাইবার তারের মধ্যে দিয়ে, প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটারের ও বেশি গতিতে বিভিন্ন তথ্য আদান প্রদান করা যায়।

আর আপনি জানলে অবাক হবেন যে প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটারের বেশি গতিতে বিভিন্ন তথ্য আদান প্রদান করা যাচ্ছে শুধুমাত্র আলোর সাহায্যে।

 

অপটিক্যাল ফাইবার প্রকারভেদ

তো চলুন এবার জেনে নেওয়া যাক অপটিক্যাল ফাইবার এর প্রকারভেদ সম্পর্কে। আসলে অপটিক্যাল ফাইবার বা অপটিক্যাল ফাইবার এর প্রকারভেদ বিভিন্ন সময়ে আদালত বিষয়গুলোর উপর নির্ভর করে থাকে।

এই ধরেন যেমন আলোর প্রচার এর পদ্ধতি, ব্যবহার হওয়া (materials) ও প্রতিসারঙ্ক (Refractive) ইত্যাদি। তাহলে চলুন এবার এইসব বিভিন্ন বিষয়গুলোর উপর অপটিক্যাল ফাইবার এর প্রকারভেদ গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

প্রতিসারঙ্ক (Refractive) নিয়ে আমরা প্রথমে কথা বলতে পারি। এই প্রতিসরাঙ্ক এর উপর নির্ভর করে অপটিক্যাল ফাইবার দুই ধরনের হতে পারে। একটি গ্রাডেড ইনডেক্স ফাইবার এবং স্টেপ ইনডেক্স ফাইবার।

ব্যবহার (Materials) এর উপর নির্ভর করে অপটিক্যাল ফাইবারের প্রকারভেদ হলো দুইটি। একটি হলো প্লাস্টিক অপটিক্যাল ফাইবার এবং অন্যটি হলো গ্লাস ফাইবার এর।

আলোর প্রচার (Light Transmission) পদ্ধতির ওপর নির্ভর করে অপটিক্যাল ফাইবার হলো দুইটি একটি হলো সিঙ্গেল মোড ফাইবার এবং অন্যটি হলো মাল্টিমোড ফাইবার।

অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে?

এখন হয়তো আপনি ভাবছেন যে অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে। অথবা আপনার মাথায় এ প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে যে অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে থাকে।

তবে হ্যাঁ চিন্তার কোন কারণ নেই আমাদের কাছে আপনার এই প্রশ্নের উত্তর রয়েছে এজন্য আপনাকে কিছু নিয়ম নীতি সম্পর্কে জানতে হবে। আপনারা হয়তো “টোটাল ইন্টার্নাল রিফ্লেকশন” নীতি সম্পর্কে জেনে থাকবেন।

আর এই অপটিক্যাল ফাইবার পুরোপুরি এই নীতির উপর নির্ভরশীল বা এই নীতির উপর কাজ করে থাকে। এই নীতির মাধ্যমে আলোকরশ্মি গুলোকে ব্যবহার করার মাধ্যমে প্রচুর পরিমাণে ডাটা আদান প্রদান করা হয়ে থাকে।

আর এভাবে পুরো অপটিক্যাল ফাইবার ক্যাবল এর ভেতরে আলো একটি স্থান থেকে অন্য একটি স্থান পর্যন্ত ভ্রমণ করতে থাকে।

আর হ্যাঁ একটা বিষয় মনে রাখবেন যে, ফাইবার তারের ভিতরে আরও যে ভ্রমণ করে সেটা কিন্তু সমান্তরাল বা সমতল ভাবে একই স্থান থেকে অন্য স্থানে যায় না।

সেটা কিছুটা ভেতরে বার বার বাউন্স করতে করতে এগিয়ে যেতে থাকে। কেননা ফাইবারের সব তার গুলোর আকারের এক সমান থাকে না। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন অপটিক্যাল ফাইবারের তার দিয়ে বিভিন্ন তথ্য গুলো পাঠানো হয়, তার অপর প্রান্তে একটি ট্রান্সমিটার লাগানো থাকে।

আর এই ট্রান্সমিটারে ফাইবার তারের মধ্য দিয়ে বিভিন্ন তথ্য সমূহ কে আলোর মাধ্যমে আদান প্রদান করে থাকে। এই ট্রান্সমিটার এগুলো মূলত ফাইবারে থাকা তারের সাহায্যে বিভিন্ন তথ্য আলোর মাধ্যমে একবার পাঠায় এবং অন্যবার গ্রহণ করে থাকে।

আর এভাবে ট্রান্সমিটার গুলো ইলেকট্রিক্স পালস এর ডাটা গুলো সমাধান করার সাথে সাথে সে ডাটা গুলো আবার লাইট পালসের রূপে অপটিক্যাল ফাইবার তার এর মাধ্যমে প্রেরণ করে থাকে। এরপরেও তো লাইট পাল্স গুলো রিসিভার গ্রহণ করে বাইনারি ভ্যালু তে রুপান্তর করে দেয়।

বাইনারিতে রূপান্তর করার পর আমাদের কম্পিউটার (যেহেতু কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বুঝতে পারে না) বিভিন্ন ডাটা এবং ইনফরমেশন গুলো বুঝতে পারে এবং আমাদেরকে সঠিক তথ্য প্রদান করে থাকে। আপনি হয়তো জানেন না যে, এই অপটিক্যাল ফাইবার আবিষ্কারের কারণে আমাদের মানব জাতির কতটা পরিমাণে প্রযুক্তিগত ভাবে লাভ হয়েছে।

অপটিক্যাল ফাইবারের কারণে আজকে আমরা পেয়েছি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ যার সাহায্যে যেকোনো তথ্য হাতের মুঠোয়। যখনই আমরা কোন বিষয় সম্পর্কে জানতে চাই আর উক্ত বিষয়টি খুব সহজেই এখন জানতে পারি।

শেষ কথা

অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে আমরা ঘরে বসে যে কোন তথ্য খুব সহজেই জানতে পারি যা আমাদের অন্যান্য এক পর্যায়ে নিয়ে গেছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার তারের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য আমাদের কম্পিউটারের মাধ্যমে দেখতে পারি।

এই অপটিক্যাল ফাইবার পুরো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যার সাহায্যে বিভিন্ন তথ্য আমরা খুব সহজে অনলাইনের মাধ্যমে জানতে পারি। আজকের মূল বিষয় ছিলো অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে।

তো আমরা যথাসাধ্য চেষ্টা করে অপটিক্যাল ফাইবার সম্পর্কে বিভিন্ন বিষয় বা তথ্য গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে এই বিষয়টি সম্পর্কে আগে জানতেন না তারা তো অবশ্যই আজকের আর্টিকেল থেকে জেনে নিতে পারলেন।

এরপরে ও অপটিক্যাল ফাইবার সম্পর্কে যদি কোন কিছু বুঝতে অসুবিধা বা সমস্যা হয়, তাহলে আমাদের কে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আপনার কোন বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন যদি অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে এই বিষয় সম্পর্কে না জানে তাহলে তাদের সাথে আমাদের এই আর্টিকেল টি শেয়ার করতে পারেন।

এতে করে আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন “অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে না অপটিক্যাল ফাইবার কি?” এসব বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে বা অবগত থাকবে।

“অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে” নিয়ে আজকের মত এ পর্যন্তই ছিল আমাদের আর্টিকেল। দেখা হবে আবার নতুন কোন আর্টিকেলে নতুন কোন বিষয় নিয়ে। আর আপনি যদি নতুন কোন বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের কে উক্ত বিষয়টি সম্পর্কে জানাতে পারেন।

আমরা খুব শীঘ্রই আপনার বিষয়টি নিয়ে নতুন আর্টিকেল লেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

 

Updated: April 5, 2022 — 10:57 pm