জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি সার্কুলার 2020-21 বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট লিংক ju-admission.org এ প্রকাশ করা হবে । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি যোগ্যতা ও মানবন্টন, আবেদনের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়টিতে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং এর মোট আসনসংখ্যা ১৮৮৯ টি । তথ্য অনুসারে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ৫৯ হাজার ৯৬২ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন । অর্থ্যাৎ, প্রতিটি আসনের বিপরীতে ১৯১ জন ভর্তি ইচ্ছুক পরীক্ষায় অংশ্রগ্রহন করে । আজকে আমরা জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন , যোগ্যতা, প্রশ্নের মানবন্টন, আসন সংখ্যাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব ।
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী |
---|
আবেদনের শুরু:
আবেদনের শেষ তারিখ: ভর্তির তারিখ শুরু: ৬ থেকে ১৮ জুন এবং ২০ জুন এডমিট কার্ড ডাউনলোডের তারিখ: ভর্তির ওয়েবসাইট লিংক: www.ju-admission.org |
আবেদন ফি
এ, বি, সি, ডি, ই ইউনিট | ৬০০ টাকা |
সি ১, এফ, জি, এইচ, আই ইউনিট | ৪০০ টাকা |
জাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ সমূহ
এ ইউনিট | |
বি ইউনিট | |
সি ইউনিট | |
ডি ও আই ইউনিট | |
এইচ ইউনিট | |
সি ইউনিট | |
সি ১ এবং এফ ইউনিট | |
ই ও জি ইউনিট |
আসন সংখ্যা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ থাকে । নিচের বিস্তারিত আসন সংখ্যার চার্ট দেওয়া হল :
ইউনিটের নাম | ছাত্রদের জন্য | ছাত্রীদের জন্য | মোট আসন |
A ইউনিট | ২৩৫ টি | ১৭৫ টি | ৪১০ টি |
B ইউনিট | ১৬৩ টি | ১৬৩ টি | ৩২৬ টি |
C ইউনিট | * | * | * |
C1 ইউনিট | * | * | * |
D ইউনিট | ১৬০ টি | ১৬০ টি | ৩২০ টি |
E ইউনিট | ১০০ টি | ১০০ টি | ২০০ টি |
F ইউনিট | ৩০ টি | ৩০ টি | ৬০ টি |
G ইউনিট | ২৫ টি | ২৫ টি | ৫০ টি |
H ইউনিট | ২৮ টি | ২৮ টি | ৫৬ টি |
I ইউনিট | ১৫ টি | ১৫ টি | ৩০ টি |
* C ও C1 ইউনিটের আসন সংখ্যার কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি । উল্লেখ্য যে, C ইউনিটে বিভিন্ন বিভাগের জন্য ছাত্র ও ছাত্রীদের আলাদা মেরিট লিষ্ট প্রকাশ করা হয় ।
ইউনিট পরিচিতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি ইউনিট রয়েছে । বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলদা ইউনিট রয়েছে । যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের অবশ্যই উচিত সকল ইউনিট সম্পর্কে ভালভাবে জানা ।
ইউনিটের নাম | অনুষদ/ইন্সটিটিউটের নাম |
A ইউনিট | গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ |
B ইউনিট | সমাজবিজ্ঞান অনুষদ |
C ইউনিট | কলা ও মানবিক অনুষদ |
C1 ইউনিট | কলা ও মানবিক অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) |
D ইউনিট | জীববিজ্ঞান অনুষদ |
E ইউনিট | বিজনেস স্টাডিজ অনুষদ |
F ইউনিট | আইন অনুষদ |
G ইউনিট | ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন ( আইবিএ-জেইউ) |
H ইউনিট | ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) |
I ইউনিট | বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট |
আবেদনের ন্যূনতম যোগ্যতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ টি ইউনিটের জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা । নূন্যতম যোগ্যতা না থাকলে কোন প্রার্থী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না । নিচে সকল ইউনিটের সর্বনিম্ন গ্রেড পয়েন্ট ও বিষয় ভিত্তিক যোগ্যতা আলোচনা করা হল ।
A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ)
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এ ভর্তি পরীক্ষার আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। ভর্তির ক্ষেত্রেও বিষয়ভিত্তিক যোগ্যতা থাকতে হবে ।
বিষয় | জিপিএ | বিশেষ যোগ্যতা |
গণিত | মােট জিপিএ ৭.৫০ | গণিতে A- (মাইনাস) গ্রেড |
পরিসংখ্যান | মােট জিপিএ ৭.৫০ | পরিসংখ্যান/গণিতে B গ্রেড |
রসায়ন | মােট জিপিএ ৮.০০ | রসায়নে A এবং গণিতে B গ্রেড। |
পদার্থবিজ্ঞান | মােট জিপিএ ৮.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড। |
ভূতাত্ত্বিক বিজ্ঞান | মােট জিপিএ ৮.০০ | পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | মােট জিপিএ ৮.৫০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড |
পরিবেশ বিজ্ঞান | মােট জিপিএ ৮.৫০ | গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A (মাইনাস) গ্রেড |
B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)
সমাজবিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে । তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
অর্থনীতি | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মােট জিপিএ ৮.০০ | ইংরেজি ও গণিতে A- (মাইনাস) গ্রেড। |
খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা |
অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ |
বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড। | |
ভূগােল ও পরিবেশ | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলা/ইংরেজিতে B গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা / অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০ | বাংলা/ইংরেজিতে B গ্রেড | |
সরকার ও রাজনীতি | (ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মােট জিপিএ ৮.০০ | বাংলায় A- (মাইনাস) এবং ইংরেজিতে B |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০ ০ গ্রেড | বাংলায় A- (মাইনাস) এবং ইংরেজিতে B | |
নৃবিজ্ঞান | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা:
মােট জিপিএ ৮.০০ |
বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড | |
নগর ও অঞ্চল পরিকল্পনা | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মােট জিপিএ ৮.০০ | গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড | |
লােক প্রশাসন | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মােট জিপিএ ৮.০০ | ইিংরেজিতে A- (মাইনাস) গ্রেড। |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | ইিংরেজিতে A- (মাইনাস) গ্রেড। |
C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)
কলা ও মানবিকী অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
বাংলা | (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৭.০০ | বাংলায় A- (মাইনাস) গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলায় A- (মাইনাস) গ্রেড | |
ইংরেজি
|
(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৭.৫০ | ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা:মােট জিপিএ ৮.০০ | ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড | |
ইতিহাস | (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.৫০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা।/অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড | |
দর্শন
|
(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.০০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষাঅন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০| | বাংলা ও ইংরেজিতে B গ্রেড | |
প্রত্নতত্ত্ব
|
(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.৫০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড | |
আন্তর্জাতিক সম্পর্ক | (িক)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা:মােট জিপিএ ৮.০০ | ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড | |
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ | (ক)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মােট জিপিএ ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ)
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে কিছু বিশেষ যোগ্যতা থাকতে হবে ।
নাটক ও নাট্যতত্ত্ব | (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.০০ | বাংলাসহ অন্য যেকোন একটি বিষয়ে B গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মােট জিপিএ ৬.৫০ | বাংলাসহ অন্য যেকোন একটি বিষয়ে B গ্রেড | |
চারুকলা | উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মােট জিপিএ ৬.০০ | বাংলায় B গ্রেড |
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
জীববিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
উদ্ভিদবিজ্ঞান | মােট জিপিএ ৮.০০ | জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড |
প্রাণিবিদ্যা | মােট জিপিএ ৮.০০ | জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড |
ফার্মেসী | মােট জিপিএ ৮.৫০ | রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে A- (মাইনাস) গ্রেড |
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান | মােট জিপিএ ৮.০০ | রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড |
মাইক্রোবায়ােলজি | মােট জিপিএ ৮.৫০ | রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং | মােট জিপিএ ৮.৫০ | রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A (মাইনাস) গ্রেড |
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স | মােট জিপিএ ৮.০০ | রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) এবং গণিতে ৪ গ্রেড |
E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
বিজনেস স্টাডিজ অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মােট জিপিএ ৭.৫০
(খ) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০ |
ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় নীতি ও প্রয়ােগে B গ্রেড |
মার্কেটিং | ||
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস | ||
ম্যানেজমেন্ট স্টাডিজ |
F ইউনিট (আইন অনুষদ)
আইন অনুষদে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির অবশ্যই নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
আইন ও বিচার
|
উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মােট জিপিএ ৮.০০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
G ইউনিট -ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ-জেইউ)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে এবং ভর্তির জন্য নিম্মোক্ত যোগ্যতা থাকতে হবে।
বিবিএ প্রােগ্রাম | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা:মােট জিপিএ ৮.৫০ | ইংরেজি ও উচ্চতর গণিত/পরিসংখ্যানে A- (মাইনাস) গ্রেড |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ইংরেজি এবং ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখা: মােট জিপিএ ৮.০০ | ইংরেজি এবং হিসাববিজ্ঞান/অর্থনীতি/গণিত/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা/ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্সুরেন্সে A- (মাইনাস) গ্রেড |
H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনােলজি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং ভর্তির জন্য অবশ্যই নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
ইনফরমেশন টেকনােলজি | মােট জিপিএ ৮.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড |
I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এবং ভর্তির জন্য নিম্মোক্ত যোগ্যতা থাকতে হবে।
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৭.০০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সার্কুলার
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য ২০১৯-২০ সালের ভর্তি নোটিশটি যুক্ত করা হল । জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিশ আপডেট করা হবে ।
DBBL মােবাইল ব্যাংকিং রকেট-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া নিম্নরূপ
i) ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং রকেট একাউন্টের মুল মেনুতে প্রবেশের জন্য *2#
ডায়াল করতে হবে।
ii) Payment সিলেক্ট করতে হবে।
iii) অতঃপর Bill Pay সিলেক্ট করতে হবে।
iv) Biller ID হিসেবে 43 টাইপ করতে হবে।
v) SMS-এর মাধ্যমে প্রাপ্ত Bill Numbe টি টাইপ করতে হবে।
vi) Amount হিসেবে সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত আবেদন ফি টাইপ করতে হবে।
vii) এবার DBBL মােবাইল ব্যাংকিং PIN টাইপ করতে হবে।
vii) পেমেন্ট প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর বা এজেন্টের মােবাইলে ফিরতি SMS-এর মাধ্যমে একটি Transaction ID ( id) আসবে। ঐ Transaction ID এবং Bill Number টি সযত্নে সংরক্ষণ করতে হবে যা প্রবেশপত্র ডাউনলােডের জন্য দরকার
হবে।
• একাধিক ইউনিটে আবেদন করতে হলে উপরােক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।
বি:দ্র: আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই ভর্তি বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ে নিন । আপনার কোন ভুলের জন্য কর্তৃপক্ষ দায়ী নয় ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলোড
প্রবেশপত্রের জন্য সদ্য তােলা এককপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি (৩০০ x ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলােবাইটের বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x ৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলােবাইটের বেশি নয়) স্ক্যান করে ২টি আলাদা jpg ফাইল তৈরী করে রাখতে হবে। প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলােড করতে হবে।
i) ju-admission.org ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড মেনুতে ক্লিক করে সাব-মেনু থেকে সঠিক | অপশনটি বাছাই করতে হবে।
i) প্রদর্শিত স্ক্রীনে আবেদনকারীর Bill Number এবং DBBL Transaction ID (Txnid) ইনপুট করে Log In
করতে হবে।
iii) এবার আবেদনকারীর স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলােড করতে হবে। অতঃপর Wint বাটনে ক্লিক করে প্রাপ্ত Admit Card টি সংরক্ষণ করতে হবে।
একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরােক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য Admit Card সংগ্রহ করতে হবে