হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো, মোবাইল সার্ভিসিং করতে দেওয়ার আগে আপনাদের করনীয় কি কি এইসব বিষয় নিয়ে, তো চলুন জেনে নেয়া যাক।
তার আগে জেনে নিন কেন আমরা মোবাইল সার্ভিসিং করতে দেই সেই বিষয় নিয়ে।
আমাদের অনেকেরই মোবাইল ফোন অনেক দিন ব্যবহার করতে করতে হটাৎ যেকোনো একটি সমস্যা দেখা দেয়। হয়তো কারো ডিসপ্লে ফেটে যায় বা অন্য কোন সমস্যা হয়। তো অনেকের ফোন দুর্ঘটনাজনিত কারণে ক্ষতি হলে মোবাইল সার্ভিসিং করানোর প্রয়োজন পড়ে।
আর তখন আমরা দুইটি পদ্ধতিতে মোবাইল সার্ভিসিং করিয়ে থাকি। একটি হলো কাস্টমার সেন্টারে এবং দ্বিতীয়টি হলো মোবাইল রিপেয়ারিং এর দোকানে গিয়ে মোবাইল সার্ভিসিং করি।
আমরা যদি নতুন কোন ফোন কিনি আর সেই ফোনে যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে উক্ত ফোনটি নিয়ে সরাসরি যেখান থেকে ক্রয় করেছি সেই কোম্পানির কাস্টমার কেয়ারে নিয়ে যাই এবং তারা ফোনটি ঠিক করে দেয়। এভাবেই কাস্টমার কেয়ারে মোবাইল সার্ভিসিং করা হয়ে থাকে।
এছাড়াও আমরা কাস্টমার কেয়ারে মোবাইল ফোন সার্ভিসিং করা ছাড়াও সাধারণত মেকানিকের দোকানে গিয়ে মোবাইল সার্ভিসিং করে থাকি। এসব মেকাররা আমাদের ফোনের ডিসপ্লের সমস্যা, ব্যাটারি অথবা ফোনের যেকোন সমস্যা ঠিক করে দেয়।
কিন্তু ফোন রিপেয়ারিং করতে দেয়ার আগে আমাদের কিছু কাজ রয়েছে যা করা খুব প্রয়োজন। কারন আমাদের ফোনে বিভিন্ন ব্যক্তিগত ছবি ও ভিডিও, একাউন্ট, পাসওয়ার্ড, মেমোরি ও সিম কার্ড সহ অনেক কিছু থাকে। তখন এসব তথ্য গুলো যথাযথ ভাবে না সামলালে হারিয়ে যেতে পারে। এতে আমাদের বিভিন্ন তথ্য নষ্ট হয়ে যেতে পারে অথবা আমাদের যে কোন মূল্যবান কিছু ফোন থেকে হারিয়ে যেতে পারে।
১. মোবাইল ফোন রিপেয়ারিং মেকার
আমাদের মধ্যে অনেকে নতুন মোবাইল ফোন কেনার কিছুদিন পরেই ওয়ারেন্টি থাকা অবস্থায় নষ্ট হয়ে যায়। তখন চাইলে ওয়ারেন্টি কার্ড দেখিয়ে উক্ত ফোনের কাস্টমার কেয়ারে গিয়ে মোবাইল সার্ভিসিং করে আনতে পারবেন।
আবার অনেকের মোবাইল ফোন এমন সময় নষ্ট হয় বা সমস্যা দেখা দেয় যখন তাদের মোবাইল ফোনের ওয়ারেন্টি কার্ড এর মেয়াদ শেষ হয়ে যায়। তখন মোবাইল ফোনে নানা সমস্যার কারণে মোবাইল ফোন রিপেয়ারিং এর দোকানে ঠিক করতে নিয়ে যাওয়া হয়।
তখন আপনারা সবসময় চেষ্টা করবেন যে অভিজ্ঞ কোন মেকার দিয়ে আপনার মোবাইল রিপেয়ারিং করানোর।
এতে করে আপনার ফোনের যেকোনো দূর্ঘটনা হওয়ার ঝুঁকি কম থাকে। এমন অনেক নতুন রিপেয়ারিং এর দোকান আছে যেসব মেকারেরা কিছু না বুঝে এলোমেলো করে মোবাইল ফোম রিপায়ারিং করে আপনার ফোনের বিভিন্ন ক্ষতি করে ফেলতে পারে। পরবর্তীতে আর আপনার ফোনটি আগের মত অবস্থায় ফিরিয়ো আনা যাবে না।
এই অবস্থায় সব সময় চেষ্টা করবেন সঠিক এবং পরিপক্ক কোন রিপেয়ারিং মেকারের সাহায্যে আপনার মোবাইল ফোম সার্ভিসিং করাতে। আর যদি ওয়ারেন্টি কার্ড থাকে তাহলে আপনি কাস্টমার কেয়ারে নিয়ে গেলে তো কোনো সমস্যাই নেই। কেননা তারা অবশ্যই অভিজ্ঞ মেকার দিয়ে আপনার যে কোন নষ্ট মোবাইল ফোন এর সার্ভিসিং করে থাকে।
২. মেমোরী ও সিম কার্ড খুলে নেওয়া
মোবাইল ফোন সার্ভিসিং করতে দেওয়ার আগে যে ফোনটি সার্ভিসিং করবেন ওই ফোনের ভেতরে থাকা আপনার মেমোরি ও সিম কার্ড খুলে রেখে দিবেন।
কেননা এই সব মেমোরিতে হয়তো আপনার ব্যক্তিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল থাকত পারে। আর আপনি যদি মেমোরি কার্ড খুলে না রেখে মোবাইল সার্ভিসিং করতে দেন তাহলে অনেক সময় দেখা যায় মোবাইল ফোন এর সিম কার্ডটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়।
তখন কিন্তু আর আপনি চাইলেও মেমোরি কার্ড ঠিক করতে পারবে না। যেকোনো ছোট একটি ভুলের কারনে আপনার সব অডিও, ভিডিও, কন্ট্রাক, ছবি হারিয়ে যেতে পারে। এই কারণেই মূলত সব সময় মোবাইল ফোন সার্ভিসিং করতে দেয়ার আগে মেমোরি সিম কার্ড খুলে রেখে দিবেন। এতে করে আপনার সব তথ্য নিরাপদ থাকবে।
৩. ফোন মেমোরি ব্যাকআপ আর ফরম্যাট
যেকোনো কারণে আপনার ফোনটি নষ্ট হয়ে গেলে এবং রিপেয়ারিং করতে দিলে ফোন মেমোরির ব্যাকআপ আর ফরমেট করার জিনিসটা মাথায় রাখবেন। কেননা আপনি যদি মনের অজান্তেই আপনার ফোন মেমোরি ও ব্যাকআপ না রেখে কোন মেকানিকের কাছে ফোন রিপেয়ারিং করতে দেন, আর সে যদি আপনার ফোনে থাকা সমস্ত ডাটা ডিলিট করে দেয় তাহলে কিন্তু আর কখনো ফিরিয়ে আনা সম্ভব নয়।
এ কারণে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার মাধ্যমে আপনার ফোন মেমোরির ব্যাকআপ নিয়ে রাখবেন। আর যদি আপনার ফোন মেমোরি তে বিভিন্ন ফাইল বা ডাটা থেকে থাকে, তাহলে এক্সটার্নাল মেমোরির মাধ্যমে ফোন থেকে সমস্ত প্রয়োজনীয় ডাটা মুভ করে বা ট্রান্সফার করে রেখে দেওয়ার চেষ্টা করবেন।
অবশ্যই নিজের কাছে রাখবেন কেননা অনেক সময় অনেক অসাধু মেকার আপনার ফোনে বিভিন্ন গোপন তথ্য পেয়ে যেকোনো সমস্যার সৃষ্টি করতে পারে। তাই সব সময় সাবধানতা অবলম্বন করে এসব সমস্যার সমাধান করবেন। তবে দেখবেন আপনার ফোনের ডাটা নিরাপদ থাকবে।
৪. সোস্যাল মিডিয়া থেকে লগআউট
আমাদের ফোনে সবারই কম-বেশি বিভিন্ন অ্যাকাউন্টের বা আইডি থাকে। যেমন ফেসবুক একাউন্ট, ইনস্টাগ্রাম একাউন্ট, ইউটিউব একাউন্ট এর মত অনেক ধরনের একাউন্ট আমাদের ফোনে থাকে।
যখন ফোনটি মোবাইল ফোন সার্ভিসিং করতে দেওয়া হয় তখন অনেকেই এসব সোস্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো থেকে লগ আউট করে না।
তার কারণে অসাধু মেকারের কাছে আপনাদের সোস্যাল মিডিয়া একাউন্ট গুলো থাকার কারনে তারা সেই একাউন্ট ব্যবহার করার সম্ভাবনা থেকে শুরু করে আপনাদের আইডি গুলো নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় সেগুলো আর ফিরিয়ে আনা যায় না। এইজন্য মোবাইল ফোন সার্ভিসিং করতে দেওয়ার আগে এই বিষয়ে সতর্ক থাকা অতি জরুরী।
এ কারণে সব সময় মোবাইল ফোন সার্ভিসিং করতে দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনে যেসব সোস্যাল মিডিয়া আইডি বা একাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট থেকে লগআউট করে দেবেন। যাতে পরবর্তীতে আপনি চাইলে আবার লগইন করতে পারেন। এতে করে আপনার সোস্যাল মিডিয়া একাউন্ট গুলো সুরক্ষিত থাকতে।
৫. নিজে দাঁড়িয়ে থেকে মোবাইল রিপেয়ার
অনেকেই মোবাইল ফোন সার্ভিসিং করতে দেওয়ার পর মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে ফেলে চলে যায়। পরবর্তীতে যেই সমস্যাগুলো হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার মোবাইলের বিভিন্ন কিছু হারিয়ে যেতে পারে।
এইজন্যই সব সময় চেষ্টা করবেন যতটা সম্ভব মোবাইল ফোন রিপেয়ারিং এর দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে সঠিক ভাবে আপনার ফোনটি মেরামত করা হচ্ছে কি-না।
কেননা এমন অনেক মেকার আছে যারা আপনার অনুপস্থিতিতে আপনার ফোনের যেকোনো কিছু সরিয়ে ফেলতে পারে। যেমন আপনার ফোনের অরিজিনাল পার্টস গুলো খুলে অন্যত্র বিক্রি করে দিতে পারে আর আপনাকে ডুবলিকেট কোন পার্টস লাগিয়ে দিতে পারে। এ কারণে সব সময় মোবাইল ফোন সার্ভিসিং করতে দিয়ে সেখানে উপস্থিত থেকে মোবাইল ফোন সার্ভিসিং করিয়ে আনবেন।
শেষকথা
আমাদের সবার মোবাইল ফোনই কোনো না কোনো কারনে সমস্যা হলে আমরা সার্ভিসিং করানোর জন্য মোবাইল ফোন রিপেয়ার এর মাধ্যমে সমস্যা ঠিক করি। যেটা যদি অভিজ্ঞ কোন মেকার করে তাহলে ফোন নিরাপদ থাকে। আবার ফোনে থাকা বিভিন্ন একাউন্ট বা আইডি মোবাইল ফোন রিপেয়ার করতে দেওয়ার আগে নিরাপদে লগআউট করে দেওয়া দরকার।
তো আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে, মোবাইল ফোন রিপেয়ারিং করার দেওয়ার আগে আপনাকে যা যা করতে হবে সেই সব বিষয়।
তো এখন অনেকেই হয়ত ভাবছেন যে মোবাইল ফোন সার্ভিসিং করতে দিতে এত কিছু ভাবার কি আছে।
আরে ভাই হ্যাঁ এখানে অনেক কিছুই ভাবার আছে এমন অনেকেই মেকার আছে যাদের সাথে সাবধানতা অবলম্বন না করলে আপনার ফোনে থাকা বিভিন্ন একাউন্ট আইডি এগুলো হ্যাক হয়ে যেতে পারে। এতে করে আপনার সব কিছু হ্যাকারের কাছে চলে যাবে। আর আপনি খুব বিপদে পড়বেন।
আবার অনেকে মোবাইল ফোন সার্ভিস করতে দিয়ে চলে আসে। এমন করে অনেক সময় অসাধু মেকারের আপনার ফোনের অরিজিনাল পার্টস গুলো রেখে ডুবলিকেট পার্টস দিয়ে দিতে পারে। এছাড়াও যদি আপনার মূল্যবান ফোনটি কোন অসাধু লোকের কাছে যায় তাহলে আপনার বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই আমাদের এই পোস্টে দেখানো হয়েছে কিভাবে সর্তকতা অবলম্বন করার মাধ্যমে আপনি আপনার ফোনটি রিপেয়ারিং করবেন।
তো পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে জানি দিতে পারেন। দেখা হবে আবার নতুন কোন আর্টিকেলে, নতুন কোন বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।