সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি?সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি কি শিখতে হবে?

বর্তমান  সময়ের সময়ের সাথে তাল মিলিয়ে লোকাল মার্কেটিং যেরকম ভাবে জনপ্রিয়তা পাচ্ছে তার চেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কেননা বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে ঝুকে পড়ছে  দিনে দিনে। তাই মার্কেটে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং শুরু করে দিয়েছেন আরও অনেক আগে থেকেই। বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর চাহিদা মার্কেটপ্লেসে অনেক বেশি।

 

এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (social media platform) ব্যবহার করে আমরা দেশ বিদেশের চেনা অচেনা বিভিন্ন মানুষের সাথে ছবি, ভিডিও, স্ট্যাটাস এবং কথার মাধ্যমে মনের ভাব শেয়ার করি। কিন্ত বর্তমানে এই সোশ্যাল মিডিয়া গুলো অনলাইন মার্কেটিং (online marketing) এর জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ব্যবসার প্রডাক্ট, ব্রান্ড, সার্ভিস গুলো প্রোমোশন করার জন্য এই মাধ্যম গুলো অনেক বেশি পরিমানে ব্যবহার করা হচ্ছে।

 

অনলাইন মার্কেট হলো এমন একটি মার্কেটিং যার মাধ্যমে অনলাইন ইন্টারনেটে থাকা সকল সক্রিয় মানুষের কাছে পণ্য, বিসনেস, সার্ভিস প্রচার বা মার্কেটিং করে তাদেরকে জানািয়ে দিতে পারি। বর্তমানে ইন্টারনেটে সক্রিয় থাকা মানুষের মধ্যে অনেক বেশি পরিমানে মানুষরা এই social media platform গুলো ব্যবহার করে।

 

  • ফেসবুক মার্কেটিং কি? কিভাবে Facebook Marketing করবেন?
  • টুইটার মার্কেটিং কি? এবং কিভাবে Twitter marketing করবেন?
  • কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করব? (Instagram marketing bangla)

 

ইউটুবঃ 

বর্তমান সময়ের অত্যান্ত গুরুত্বপূর্ণ মার্কেটিং মাধ্যম হল  ইউটুব মার্কেটিং। বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ সবথেকে বেশী কার্যকারী মাধ্যম হল ইউটুব মার্কেটিং। ইন্টারনেট এর সহজলভ্যতা যত বেশী বৃদ্ধি পাচ্ছে তার সাথে ইউটুব মার্কেটিং এর কার্যকারিতা তত বৃদ্ধি পেতে থাকবে। আপনি খুব সহজে একটি ভিডিও ভাইরাল করার মাধ্যমে আপনি আপনার কোম্পানির বা ওয়েবসাইটের প্রচারও বাড়াতে পারবেন। ২০১৭ সালের হিসাব অনুসারে ইউটুব ব্যবহারকারীর সংখ্যা ১,৩০০,০০০,০০০। প্রতিদিন প্রায় ৫ বিলিয়ন ইউটুব ভিডিও দেখা হয়। প্রতিদিন ৩০ মিলিয়ন ভিজিটর আসে। এই এত ট্রাফিক এর কারনেই ইউটুব এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় মাধ্যম।

 

ইন্সটাগ্রামঃ

বর্তমান সময়ের অন্যতম আরেকটি জনপ্রিয় ফোটো শেয়ারিং এর মাধ্যমের নাম ইন্সটাগ্রাম। বর্তমানে ৬০০  মিলিয়ন ইনিস্টাগ্রামের একটিভ ইউজার আছে।  প্রতিদিনের হিসাব অনুযায়ী ৪০০ মিলিয়ন একটিভ ইউজার আছে।  ১৫০ মিলিয়ন ইউজার তাদের স্টোরি প্রতিদিন ইন্সটাগ্রামে শেয়ার করে থাকে।  টোটাল ইন্টারনেট ইউজারের ২০% মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করে। এত কিছুর পরেও আপনি কিভাবে ইন্সটাগ্রাম মার্কেটিং না করে বসে থাকবেন। আপনি ইন্সটাগ্রাম মার্কেটিং না করলে এই ২০% ইন্টারনেট ব্যবহারকারী আপনার এই বিজ্ঞাপনটি সম্পর্কে জানতেই পারবে না।

 

Social media marketing জরুলি কেন?

 

মনে রাখবেন বর্তমানে যেকোনো ব্যবসাতে প্রতিযোগিতা রয়েছে। মানে একই ব্যবসা অনেকে করছে। এজন্য আপনি নিজের ব্যবসার জন্য একটু আলদা কিছু করতে পারেন। আর এ কারণে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার কাজে আসবে। আপনি এর মাধ্যমে অনলাইনে সক্রিয় থাকা মানুষের কাছে নিজের ব্যবসাকে প্রমোশন করতে পারবেন।

 

ইন্টারনেটে আপনার মার্কেটিং করার ফলে আপনার ব্যান্ড ও বিসনেস সম্পর্কে অনেকে জেনে যাবে। এতে ধীরে ধীরে আপনার ব্যবসা সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য আপনার ব্যবসা ছোট হোক বা বড় হোক ডিজিটাল মার্কেটিং এই প্রক্রিয়া আপনার অনেক সাহায্য করবে।

 

তাহালে বন্ধুরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এবং কেন এই প্রক্রিয়া ব্যবহার করে ইন্টারনেটে প্রচার করা জরুলি সেটা অবশ্যই বুঝতে পারছেন।

 

সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন বা বিপণনের সুবিধা

 

কম খরচে পেইড বিজ্ঞাপন (paid advertisement)

অনেক কম খরচে এই মাধ্যমটি ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন এবং এই সম্পর্ন প্রক্রিয়া আপনি নিজে নিজে করতে পারবেন ফ্রিতে। এর জন্য আপনাকে ব্যবসা বা ব্যান্ড এর নামে পেইজ (page) তৈরি করে ব্যবসার আপডেট গুলো পাবলিশ করবেন এবং পেইড বিজ্ঞাপনের (advertisement)মাধ্যমে সেটা মানুষের দেখাতে পারবেন।

 

আপনি যখন কোথাও থেকে জিনিস কিনবেন তখন অবশ্যই জিনিসটা কোন কোম্পানি সেটা দেখে কিনেন, কি ঠিক বলছি তো? মানে ভালো মানের ব্যান্ড হলে সেটা আপনি সহজে কিনবেন। এজন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার ব্যান্ডকে পরিচিত ও জনপ্রিয়তা অর্জন করতে হবে। যাতে দেশ বিদেশের মানুষরা সহজে আপনার কোম্পানিকে চিনতে পারে। তাহালে গ্রহকরা সহজে পণ্য কিনবে।

 সহজে ক্রেতা বা গ্রহক পাবেন

আমি উপরে বলেছি নিদিষ্ট জায়গা, সময়, টার্গেট করে বিজ্ঞাপন চালালে বিসনেস এর প্রডাক্ট বা সার্ভসের জন্য সহজে গ্রহক পেয়ে যাবেন। হাজার হাজার কোম্পানি তাদের প্রডাক্ট এভাবে বিক্রি করছে।

 

সোশ্যাল মিডিয়া কোথায় থেকে শিখব?

 

আপনি যদি মিডিয়া মার্কেটিং শিখতে চান সেক্ষেত্রে আপনি চাইলে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে এবং অনলাইন থেকে বিভিন্ন রিচার্জ করে সেখান থেকে শিখতে পারবেন।

 

এছাড়াও আপনি চাইলে আপনার নিকটস্থ কোন ট্রেনিং সেন্টারে গিয়ে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারবেন। এজন্য আপনাকে প্রতি কোর্সের বিপরীতে 5 হাজার টাকা থেকে শুরু করে 30 হাজার টাকা পর্যন্ত খরচ লাগতে পারে।

 

সোশ্যাল মিডিয়া থেকে কী কী অর্জনের লক্ষ্য থাকবে

সামাজিক মাধ্যম থেকে প্রথম লক্ষ থাকবে প্রতিষ্ঠানের পণ্য এবং প্র্রতিষ্ঠান সম্পর্কে পরিচিতি বাড়িয়ে নেওয়া। অন্যদিকে নিজের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের প্রচার করা এবং সেই সাইটে ভিজিট করতে উৎসাহ যোগানো। পণ্যের ভালোদিকগুলো ক্রেতার কাছে তুলে ধরা। ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি করা। ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হলে তারাই আপনার পণ্যের প্রচার করবে। আপনার ব্যবসা দ্রুত সম্প্রসারণ হবে। পণ্য সম্পর্কে কোন অভিযোগ থাকলে যেন তারা সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে সেই দিকে বিশেষ নজর দিতে হবে। অনেক সামাজিক মাধ্যমে প্রচার করে পণ্য বিক্রি করে পরে আর খোঁজ রাখে না। বিক্রির পরে আর সেবা দিতে চায় না। এতে করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক সময় প্রশ্নের মুখোমুখি হচ্ছে। সামাজিক মাধ্যমে ব্যবসায় আপনার অনেক সুযোগ রয়েছে সেই সুযোগগুলো নষ্ট করবেন না। যদি লম্বা সময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করতে না চান তবে এই প্লাটফর্মে না আসাই ভালো। এতে করে যারা প্রকৃতই ব্যবসা করবে তাদের মার্কেট নষ্ট হবে।

আজকে আমরা কি শিখলাম

আমি আশাকরি social media marketing কি বা সামাজিক মিডিয়া মার্কেটিং কি এবং কিভাবে করবেন সেটা বুঝে গেছেন। আমার লেখা social media marketing বাংলা আর্টিকেলটি ভালো লাগলে নিচে কমেন্ট করুন এবং ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শোয়ার করুন।

Updated: April 29, 2022 — 5:21 pm