গুগল অ্যাসিস্ট্যান্ট কি? কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিং করবেন

বর্তমান সময়ে যদি কে না চায় নিজের একজন সহকারী পেতে, তা যদি হয় আবার ফ্রিতে তাহলে তো বড় সুযোগ। কিন্তু এটাকে খুব সহজ করে দিয়েছে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আর এই অ্যাসিস্ট্যান্ট কে আপনি রাখতে পারবেন কোন রকম বেতন ছাড়াই আর তাকে দিয়ে যতই ইচ্ছে ততই কাজ করাতে পারবেন।

স্মার্টফোনের যত সব প্রয়োজনীয় কাজ আছে সব ধরনের কাজ তার মাধ্যমে করতে পারবেন। তাকে যদি আপনি বলেন গান ছাড়তে তাহলে সেই সহকারি আপনাকে গান ছেড়ে দেবে। তাকে যদি বলেন আপনাকে বিভিন্ন কাজ করতে স্মার্টফোনের তাহলে সে খুব সহজে করে দেবে।

এছাড়াও চাইলে আপনি তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলে আলাপচারিতা করতে পারেন। এই সহকারীকে দিয়ে স্মার্টফোনের সব কাজ যার পুরোটাই করতে পারবেন আপনি একদম বিনামূল্যে। কি শুনে অবাক হচ্ছেন তাইনা আর শুনে অবাক হলেও এটাই সত্যি যে,গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাহায্যে আপনি বিভিন্ন ধরনের কাজ খুব সহজেই সম্পাদন করতে পারবেন।

তাকে দিয়ে যেকোনো কাজ ভয়েসের মাধ্যমে করতে পারবেন। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি আমাদের অন্যান্য চরম শিখরে আমাদের জীবনকে আরও সহজ করে দিয়েছে। এই অনলাইনে বিভিন্ন প্রযুক্তির কারণে আমরা বিভিন্ন ধরনের সেবা জীবন উপভোগ করতে হচ্ছি। ঠিক তেমনি খুব সহজলভ্য হওয়ায় আমাদের যেকোন কাজ খুব সহজে করতে পারছি।

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। তো আজকে আমরা এমন একটি ব্যাপার নিয়ে বা এমন একটি বিষয় নিয়ে কথা বলব। যে বিষয়টি সম্পর্কে আপনি জানলে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অনেক সময় বাঁচাতে পারবেন। সেই সাথে একজন সহকারি পাবেন, আর সে সহকারি টা ও কোন রকমের বেতন ছাড়াই ফ্রিতে পাবেন।

আর এই সহকারি মাধ্যমে অনেক কাজ খুব সহজেই করতে পারবেন। তাছাড়া সবচেয়ে বড় আরেকটি বিষয় হলো যে এর মাধ্যমে আপনি শুধুমাত্র ভয়েস বলেই যে কোন কাজ করাতে পারবেন। তাকে শুধু আপনি অর্ডার দিবেন আর সে আপনার অর্ডার গুলো গ্রহণ করে সেই অর্ডার অনুযায়ী কাজ করবে।

সে আপনার পুরো স্মার্টফোনের দায়িত্ব নিয়ে নেবে স্মার্ট ফোনের ভেতরে যে কোন কাজ অথবা যে কোন কিছুর প্রয়োজনে তাকে পাবেন সবসময় আপনার পাশে। হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি “গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট” সম্পর্কে। গুগল সম্পর্কে জানেন না এমন মানুষ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু গুগলের আরো একটি ফ্রী সেবা হলো গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট।

এটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমরা জানতে চলেছি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে।

 

গুগল অ্যাসিস্ট্যান্ট কি?

গুগল অ্যাসিস্ট্যান্ট এর কাজ সম্পর্কে জানলে আপনার মাথা হয়তো ঘুরে যেতে পারে। গুগল অ্যাসিস্ট্যান্ট এমন একটি অপারেটিং সিস্টেম যেটার সাহায্যে আপনি ভয়েস এর সাহায্যে বা ভয়েসের মাধ্যমে স্মার্টফোনের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। গুগোল অ্যাসিস্ট্যান্ট শব্দের বাংলা অর্থ হলো গুগল সহায়ক বা গুগল সহকারী।

এতে হয়তো আপনি বুঝে গেছেন যে গুগল অ্যাসিস্ট্যান্ট কি! গুগোল অ্যাসিস্ট্যান্ট আপনি ভাইরাসের মাধ্যমে তাকে কিছু জিজ্ঞাসা করতে পারবেন। আর সেই প্রশ্ন অনুযায়ী গুগল অ্যাসিস্ট্যান্ট আপনার বিভিন্য কথা যথাযথভাবে পালন করবে।

গুগল অ্যাসিস্ট্যান্ট সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর ভিত্তিতে কাজ সম্পাদন করে থাকে। গুগলের এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা গুগল সহকারী সুবিধাটি শুধু মোবাইল ফোনে অথবা স্মার্টফোনের বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য তৈরি করা হয়েছে।

আপনি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাথে ভয়েস কমান্ড করার মাধ্যমে যে কোন ধরনের কথা বলতে পারবেন। আর এর মাধ্যমে আপনি যদি গুগল অ্যাসিস্ট্যান্ট কে যে কোন ধরনের প্রশ্ন করেন, তাহলে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবে।

গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিসে বর্তমানে দুইটি কমান্ড সাপোর্ট করে। একটি হলো ভয়েস (Voice) কমান্ড এবং অন্যটি হলো টেক্সট (Text) কমান্ড। গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট টেক্সট কমান্ডের চেয়ে সবচেয়ে ভয়েস কমান্ড অনুযায়ী কাজ করার জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয়।

সহজ ভাষায় বলতে গেলে গুগল অ্যাসিস্ট্যান্ট এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট যার মাধ্যমে আপনি ভয়েস কমান্ড করার মাধ্যমে বিভিন্ন প্রশ্ন উত্তর পাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ভার্চুয়াল ব্যক্তিগত সহকারীর ইন্টেলিজেন্ট ক্ষমতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার প্রতিটা প্রশ্নের উত্তর এমন ভাবে দিবে যা আপনি কখনো কল্পনাই করতে পারেননি

বর্তমানে প্রজন্ম কে অন্যান্য এক সেবা এবং সার্ভিস দিচ্ছে এই গুগল ভয়েস কমান্ড অ্যাসিস্ট্যান্ট।

গুগল কর্পারেশন ২০১৬ সালের ১৮ ই মে তাদের গুগল ডেভলপারস সম্মেলনের সময় প্রথমবারের মতো গুগোল অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করেন। তবে অনেকে এটাকে গুগল এখন (Google Now) এর উন্নত সংস্করণ বলে থাকে। যদিও “গুগল এখন (Google Now)” এর চেয়ে বেশি ফিচার এবং সার্ভিস গুলো গুগল অ্যাসিস্ট্যান্ট এ রয়েছে। যা “গুগল এখন” (Google Now) তে কখনোই ছিল না।

গুগল অ্যাসিস্ট্যান্ট কি কি কাজে ব্যবহার করবেন?

গুগল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে তত বেশি তথ্যগুলো জানা হলো। তো চলুন এবার জেনে নেওয়া যাক গুগল অ্যাসিস্ট্যান্ট আমাদের কি কি কাজে লাগতে পারে অথবা আমাদের কি কি কাজ করে দিতে পারবে। গুগোল অ্যাসিস্ট্যান্ট অফ ভার্চুয়াল সহকারি সম্পর্কে এসব বিষয় গুলো নিয়ে আলোচনা করব।

যেহেতু গুগোল অ্যাসিস্ট্যান্ট এর ব্যবহার নানান ধরনের রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে গুগল ভয়েস কমান্ড অ্যাসিস্ট্যান্ট সেটিং করা যায়। আপনার সাথে যেহেতু একটি স্মার্টফোন রয়েছে। আর এই স্মার্টফোনটি কে বানিয়ে ফেলতে পারবেন নিজের একজনের ব্যক্তিগত বিষয় ভার্চুয়াল সরকারি।

যার সাহায্যে বিভিন্ন তথ্য শুধুমাত্র ভয়েস কমান্ডের মাধ্যমে জেনে নিতে পারবেন। এক্ষেত্রে গুগোল ভয়েস কমান্ড আপনাকে খুবই সাহায্য করতে পারবে। যে যে ক্ষেত্রে গুগল ভয়েস কমান্ড বা ভার্চুয়াল সহকারি অ্যাসিস্ট্যান্ট এর ব্যবহার করতে পারবেন তার মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করে দেওয়া হল;

 

Most Work

সকালবেলা ঘুম থেকে উঠেছেন এখন হয়তো জানতে চাচ্ছেন যে আজকের আবহাওয়ার খবর। শুধুমাত্র গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট কে বলবেন হে গুগল আজকের আবহাওয়ার কি খবর। তাহলে খুব সহজেই বলে দেবে আজকের আবহাওয়ার আপডেট।

এছাড়াও আপনি বিভিন্ন ধরনের ক্যালেন্ডারের তারিখ জানতে পারবেন। শুধু বলবেন আজকে কি বার বা আজকে কত তারিখ ভার্চুয়াল এসিস্ট্যান্ট আপনাকে সব বলে দেবে।

এছাড়াও আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করতে চান তাহলে গুগল কে শুধু বললেই হবে।
সহকারী আপনাকে সোস্যাল মিডিয়ায় ঢুকিয়ে দেবে। আর সবচেয়ে মজার একটি বিষয় আপনি কখনো অডিও গান বা ভিডিও গান দেখতে চান তাহলে আপনার ভার্চুয়াল সরকারি বলার সাথে সাথে ভিডিও গান প্লে করে দিবে।

Typing

আপনি যদি বিভিন্ন ধরনের টাইপিং এর কাজ করে থাকেন, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় টাইপিং করতে করতে একসময় হাত ব্যথা করে। আর তখন মনে চায় যে একটু বিশ্রাম নেই। কিন্তু বিশ্রাম যেহেতু নিবেন ই সেই সাথে আপনার কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে। এখন আপনার হাতে সমস্যা আবার আপনাকে কাজটা ও কমপ্লিট করতে হবে।

ঠিক তখন আপনি চাইলেই গুগোল ভয়েস কমান্ড সার্ভিসটি নিয়ে টাইপিং করতে পারেন। আপনার এ সমস্যা থেকে গুগোল ভয়েস কমান্ড খুব সহজেই রক্ষা করতে পারবে।

আর এ কারণে প্রথমে আপনাকে ওকে গুগল বলে গুগল ভয়েস কমান্ড সিস্টেমটি চালু করতে হবে। এরপরে আপনার ভয়েস অনুযায়ী গুগল ভয়েস কমান্ড বিভিন্ন লেখা কমপ্লিট করে দিবে। এতে করে দেখবেন আপনার কষ্ট করে লেখার প্রয়োজন পড়বে না। আর আপনার লেখাগুলো গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট লিখে দিতে পারবে।

News

বর্তমান যুগে এমন একটি সময় অবস্থান করেছি যে, যেখানে ছোট বড় সবাই এখন খবর পড়তে খুবই ভালোবাসে হোক সেটা বিনোদন কিংবা আন্তর্জাতিক অথবা রাজনীতিক খবর। আপনার যখন কষ্ট করে বিভিন্ন newspaper গুলো পড়তে হবে তখন আপনি চাইলে নিজে না পড়ে।

গুগল ভয়েস কমান্ডের সাহায্যে খুব সহজেই পড়াতে পারবেন। গুগল অ্যাসিস্টান্ট চালু করে বিশ্বের যেকোনো খবর অনায়াসে আপনার সহকারী কে দিয়ে পড়িয়ে নিতে পারবেন।

কেননা গুগল অ্যাসিস্ট্যান্ট বিশ্বের সব খবর খুব সহজেই পড়তে পারে। এতে করে আপনার গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা সহকারি খবর পড়বে আর আপনি শুনবেন। এজন্য আপনাকে গুগল ভয়েস কমান্ডে গিয়ে বলতে হবে হেই গুগল রিড দি টুডে নিউজ। তাহলে দেখবেন গুগল অ্যাসিস্টেন আপনাকে সমস্ত খবর পরিয়ে শোনাবে।

Google Assistant Customize Download

আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট খুব সহজেই সেটিংসে গিয়ে কাস্টমস করে নিতে পারবেন। কেননা বর্তমান সময়ের সব স্মার্ট এন্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট এই সেবাটি উপলভ্য থাকে। তবে আপনার ফোনে যদি গুগল অ্যাসিস্ট্যান্ট না থাকে তাহলে জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে গুগল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

গুগল অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে গুগল লিখে সার্চ দিলেই আপনার সামনে প্রথম যেই অ্যাপসটি আসবে ওই অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। এরপরে নিচেদেওয়া নিয়ম অনুযায়ী খুব সহজেই সেটিংস থেকে কাস্টমাইজ করে আপনার গুগল এসিস্টেন্ট ভার্সেস সহকারি এনাবল করতে পারবেন

তবে আপনার ফোনে যদি গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপস না থাকে তার কয়েকটি কারণ হতে পারে। প্রথম কারণটি হতে পারে আপনার ফোন অ্যান্ড্রয়েড ভার্সন ৫ থাকতে হবে। সেইসাথে থাকতে হবে ২ জিবি রেম এবং ১৬ রম অথবা তার উপরে। আর অবশ্যই আপনার ফোনের স্ক্রিন থাকতে হবে 780p রেজুলেশনের।

এছাড়াও আরও থাকতে হবে আপনার গুগল প্লে সার্ভিস। এগুলো থাকলে খুব সহজেই আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করতে পারবেন।

গুগল অ্যাসিস্ট্যান্ট কিভাবে ঠিক করবেন

গুগল অ্যাসিস্ট্যান্ট বা ভার্চুয়াল সহকারি সম্পর্কে অনেক কিছু জানা হলো। এখন এখন হয়তো আপনি আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটি চালু করতে চাচ্ছেন। কেননা গুগোল অ্যাসিস্ট্যান্ট এর সুযোগ সুবিধা গুলো সেগুলো সম্পর্কে তো প্রচুর ধারণা পাওয়া গেল। এখন তো আপনি জানেন এই যে কিভাবে ভয়েস কমান্ডের সাহায্যে খুব সহজে যে কোন কাজ তাড়াতাড়ি করা যায়।

বিভিন্ন ধরনের খবর পড়া, টেক্সট লেখা, আবহাওয়া পড়া, ইউটিউবে ভিডিও খোঁজা, গুগল এ সার্চ, মিউজিক খোঁজা ইত্যাদি আরো অনেক ধরনের বিষয় রয়েছে। সেগুলো খুব সহজে গুগল এসিস্টেন্ট ব্যবহার করে জানা যায়। আপনি শুধু আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট কে বলবেন যে এইটা আমাকে দেখাও, এটা সম্পর্কে আমাকে তথ্য জানাও অথবা এইটা সম্পর্কে আমাকে কিছু বলো আর তখনই আপনাকে গুগল এসিস্টেন্ট সব বলে দিবে।

যেহেতু আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট বা ভার্চুয়াল সহকারি সম্পর্কে অনেক কিছু জেনেছে। এখন হয়তো চাচ্ছেন আপনার ফোনে এই সার্ভিসটি চালু করার জন্য। চিন্তার কোন কারণ নেই! আমরা নিচে খুব সহজেই জানিয়ে দিয়েছি যে কিভাবে আপনার ফোনে গুগল এসিস্টেন্ট ভার্চুয়াল সহকারি ফিচারটি চালু করবেন বা ঠিক করবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচারটি চালু করবেন।

গুগোল অ্যাসিস্ট্যান্ট আপনার ফোনে চালু করার জন্য সবার প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনে গুগল অ্যাপ টি ওপেন করতে হবে। গুগল অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে ডান পাশে দেখবেন আরো (More) অপশন নামে একটি অপশন। আরো (More) অপশন এ ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার সামনে একটি সেটিংস এসেছে।

সেই সেটিংয়ে দেখবেন গুগল অ্যাসিস্ট্যান্ট অপশন নামে একটি অপশন। এরপর সে সিস্টেমে চলে যেতে হবে অ্যাসিস্ট্যান্ট ট্যাবে। চলে যাওয়ার পর নিচের দিকে দেখবেন অ্যাসিস্ট্যান্ট ডিভাইস নামের একটি অপশন। সেই অপশন নামের অপশনটিতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট নামে একটি অপশন। আর এখন এই গুগল অ্যাসিস্ট্যান্ট অপশনটি এনাবল করে দিবেন।

অনেক সময় এই অপশনটি ডিজেবল করা থাকে। এখন দেখুন আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটি চালু হয়ে গেছে। এখন তো চালু হয়ে গেছে এজন্য আপনাকে একটা টেস্ট করতে হবে। সেজন্য নিচের দিকে দেখবেন ভয়েস ম্যাচ এর নিচে হেই গুগল অপশন। এটা এবার এনাবল করে দিন। এখন আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট সেবাটি চালু হয়ে গেছে

তবে এবার আপনাকে আরেক বার টেস্ট করতে হবে যে আসলেই কি গুগল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটি চালু হয়েছে কিনা। এজন্য প্রথমে চলে যান আপনার স্মার্টফোনের হোমস্ক্রিনে। হোমস্ক্রিনে গিয়ে সেখানে ওকে গুগল অথবা হেই গুগল বলে কিছু ভয়েস কমান্ড করুন। এছাড়া আপনি চাইলে বলতে পারেন হেই গুগল “প্লে মিউজিক” অথবা বলতে পারেন হেই গুগল ওপেন ক্রোম ব্রাউজার ইত্যাদি বলতে পারেন।

এখন তো আপনার স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটি চালু হয়ে গিয়েছে। এভাবে আপনার স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট সেবাটি চালু করতে পারবেন। এরপরে যে কোনো কাজ বা যে কোন কিছু ভয়েস কমান্ডের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট কে জিজ্ঞেস করলেই সে আপনাকে উত্তর দিয়ে দিবে। প্রথম প্রথম এটা আপনার কাছে অনেকটা মজার এবং ইন্টারেস্টিং লাগবে।

যখন আপনি প্রথম প্রথম ট্রাই করবেন তখন জানতে পারবেন এবং বুঝতে পারবেন, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস টা আসলেই অনেক ভালো একটি সার্ভিস। কেননা প্রথম প্রথম আমার কাছে অনেকটাই ইন্টারেস্টিং এবং খুবই মজার লেগেছে। যদি আলসে হয়ে থাকেন তাহলে আপনার জন্য গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটি খুবই ভালো কাজ করবে।

উপরের নিয়ম অনুযায়ী গুগোল অ্যাসিস্ট্যান্ট চালু করতে পারলে আপনি আপনার ব্যক্তিগত জীবনের বিভিন্ন গাইডলাইন হিসেবে একজন ভার্চুয়াল সহকারি পেয়ে যাবেন। যার মাধ্যমে কথা বলা, আড্ডা দেওয়া, গান শোনা সহ নিজের কাজ ইচ্ছামত সম্পাদন করতে পারবেন। আর কেননা গুগল অ্যাসিস্ট্যান্ট তৈরি করা হয়েছে সাধারণত সহজেই ভয়েসের মাধ্যমে কাজ করার জন্য।

অনেক সময় দেখা যায় আপনি কোন কারণে মোবাইল ফোন টিপে টিপে কিছু বের করতে পারছেন না। তখন আপনি গুগল ভয়েস গুগল অ্যাসিস্ট্যান্ট কে বললে সে অটোমেটিক আপনার কাজটি করে দিবে। এভাবে আপনারা খুব সহজেই গুগোল অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন।

শেষ কথা

আজকের মত গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমাদের আর্টিকেল এ পর্যন্তই ছিল। দেখা হবে আবার নতুন কোন আর্টিকেল এর নতুন কোন বিষয় নিয়ে। আর আপনার কোন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা যদি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে কোন কিছু না জেনে থাকে। তাহলে তাদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করতে পারেন।

এতে তারা গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাহায্যে বিভিন্ন ধরনের কাজ খুব সহজেই সম্পাদন করতে পারবে। আর হ্যাঁ নতুন কোন বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উক্ত বিষয়টি আমাদের জানাতে পারেন। আমরা খুব শীঘ্রই আপনার বিষয়টি নিয়ে নতুন লেখা প্রকাশ করব।

ধন্যবাদ।

Updated: April 9, 2022 — 3:23 pm