কালি লিনাক্স কি? হ্যাকিং জগতে কেন এটি জনপ্রিয়?

কালি লিনাক্স। নামটা শুনলেই আমাদের মনে পড়ে যায় হ্যাকিংয়ের কথা। এই নামটার সাথে হ্যাকিংয়ের অনেক বড় একটি সম্পর্ক রয়েছে। বর্তমান সময়ে এটি আরও অনেক জনপ্রিয় হয়েছে ইন্টারনেট জগতের কারণে।

কালি লিনাক্স কি এবং কেন এটি বর্তমানে হ্যাকিং জগৎ এতটাই জনপ্রিয় এ নিয়ে বিস্তারিত কথা বলতে আমি আছি আজকে আপনাদের সাথে রাকিবুল হাসান।

কালি লিনাক্স কি?

খুব সহজ এবং সুন্দর ভাষায় কালি লিনাক্স হলো একটি অপারেটিং সিস্টেম। কম্পিউটার পরিচালনার জন্য এটি একটি অপারেটিং সিস্টেম মাত্র। কিন্তু এটি‌ হ্যাকাররা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। তার জন্য কালি লিনাক্স বর্তমানে এত জনপ্রিয় হয়ে উঠেছে।

এছাড়া কালি লিনাক্স এখন এন্ড্রয়েড ফোনের ব্যবহার করা যাচ্ছে। কেননা এটি একটি লিনাক্স অপারেটিং সিস্টেম। সর্বপ্রথম যখন কম্পিউটার তৈরি করা হয় তখন লিনাক্স অপারেটিং সিস্টেম ছিল অনেক জনপ্রিয়। এবং এই অপারেটিং সিস্টেম অনেক সহজ ছিল। কম্পিউটারের কনফিগারেশন যেহেতু কম ছিল পূর্বে সেহেতু সে অনুযায়ী অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছিল।

বর্তমানে উচ্চ কনফিগারেশনের কম্পিউটারের অপারেটিং সিস্টেম খুব সহজেই রান করানো যায়। এবং বর্তমান সময়ে আমাদের অ্যান্ড্রয়েড ফোন এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে ।খুব সহজে কালি লিনাক্স এর ভেতরে চালানো যায়। এবং অনেক হ্যাকিং পারফর্ম করা যায়। শুধুমাত্র কালি লিনাক্স নয় এছাড়াও আরও অনেক লিনাক্স অপারেটিং সিস্টেম রয়েছে।

যেগুলো হ্যাকারদের কাছে অনেক জনপ্রিয়। তারই মধ্যে প্যারট ওএস আরেকটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম।

হ্যাকারদের কাছে কেন এটি জনপ্রিয়?

বিভিন্ন হ্যাকিং কোন সংগঠন করার জন্য বিভিন্ন প্রকার টুল এর প্রয়োজন হয়ে থাকে। সেইসব টুল হ্যাকাররা অনেক জায়গা থেকে অনেক ভাবে ব্যবহার করে থাকে। অধিকাংশই হ্যাকাররা তাদের নিজস্ব বানানো সফটওয়্যার ব্যবহার করে। কিন্তু অনেক কাজের জন্য তারা কিছু সফটওয়্যার পূর্বে থেকে তৈরিকৃত ব্যবহার করে।

মূলত কালি লিনাক্স এর মধ্যে সব রকমের ফুল দেওয়া থাকে। অর্থাৎ আছে আপনাকে কষ্ট করে কোন সফটওয়্যার বানাতে হয় না। কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে হ্যাকিংয়ের জন্য যেসব প্রয়োজনীয় টুলস দরকার সেগুলো খুব সহজেই পাওয়া যায়। মূলত এই কারণেই হ্যাকারদের কাছে এই জিনিসটা এত বেশি প্রিয়।

এছাড়াও আরেকটি জনপ্রিয় বিষয় হল এর ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস বলতে আমি বুঝাতে চাচ্ছি ব্যবহারকারী চোখে যা দেখতে পারি সেটাই। অর্থাৎ আপনার সামনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেরকম লিনাক্স অপারেটিং সিস্টেম ঠিক সেইরকম সুন্দর হতে হবে। এবং কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করলে হ্যাকিং করার মত একটা অনুভূতি পাওয়া যায়।

যেটা অনেকটা উৎসাহ প্রদান করে হ্যাকিং করার জন্য। এছাড়াও এই অপারেটিং সিস্টেমটি খুব সহজলভ্য। অর্থাৎ এটি একটি ওপেনসোর্স সফটওয়্যার। কোন প্রকার টাকা পয়সা এর জন্য দিতে হয় না। কিন্তু আপনি অবশ্যই জানেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালানোর জন্য অবশ্যই আপনাকে উইন্ডোজ কিনে নিতে হবে। এছাড়া আপনি চাইলেও উইন্ডোজ ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিন্তু সেটি বেশি একটি ভালো হবে না।

অর্থাৎ আপনি ভাইরাস থেকে নিরাপদ থাকবেন না। আপনাকে সম্পূর্ণভাবে ভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনাকে উইন্ডোজ এর আপডেট ভার্সন ব্যবহার করতে হবে। কিন্তু কালি লিনাক্স এর মধ্যে এমন কোন সমস্যা নেই। আমি চাইলে খুব সহজেই আপনার কালি লিনাক্স অপারেটিং সিস্টেম এর ভিতরে থাকা সফটওয়্যার গুলো আপডেট করে নিতে পারবেন।

এছাড়াও এই সফটওয়্যার গুলো বা অপারেটিং সিস্টেমটি কিনে ব্যবহার করার কোন প্রয়োজন নেই। এটা সম্পূর্ণভাবে ফ্রিতে আপনার ব্যবহার করতে পারবেন। অনেকে এই কারণেও লিনাক্স অপারেটিং সিস্টেম বেশি ভালোবাসে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের থেকে।

এছাড়াও লিনাক্স অপারেটিং সিস্টেমের আরেকটি বড় সুবিধা হল কম্পিউটারের মাদারবোর্ড এর উপর কোন প্রকার চাপ কাজ করানো। এতে করে আপনি ভারি ভারি কম্পিউটার গেম গুলো রান করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের অপারেটিং সিস্টেম এত বেশি জায়গা এবং রেম খেয়ে ফেলে যাতে করে আমাদের অনন্য সফটওয়্যার গুলো ভালো করে চলতে পারে না।

এই দিক থেকে আমি বলবো কালি লিনাক্স বেস্ট একটি অপারেটিং সিস্টেম।

 

Updated: April 17, 2022 — 5:14 pm