আসসালামুআলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আজকের এই পোস্টটি মূলত ফ্রিল্যান্সারদের জন্য। যারা ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা কাজ পাচ্ছেন না, তাদের অনেক সাহায্য করবে আজকের এই পোস্টটি।
দেখুন বাংলাদেশে এখন বর্তমানে ফ্রিল্যান্সারদের সংখ্যা অনেক বেশি। কিন্তু তারা প্রত্যেকেই একটা সমস্যায় সবচেয়ে বেশি পড়ে। আর সেটি হচ্ছে তারা অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কে কাজ পায় না। আসলে মূলত এটার পেছনে যে দক্ষতাগুলো প্রয়োজন সেটা হয়তো তাদের কাছে নেই। ফ্রিল্যান্সারদের গুন ও দক্ষতা এ বিষয়টি নিয়ে তাই আজকের পোস্ট টি সাজানো। আজকে আপনাদের মাঝে আমি বোঝানোর চেষ্টা করবো আপনারা কিভাবে একটি কাজের জন্য আবেদন করতে পারেন এবং আপনাদের যে কাজ দিবে তার সাথে কথা বলতে পারেন।
আমি একটি ডেমো আকারের পোস্ট আপনাদের করে দেখাচ্ছি।
Hello there! I need a website. And I need the similar type of website like daraz.com and I need this website within seven days.
My duration is 2 weeks. And my budget is 500 $.
ধরুন আপনারা এমন একটি পোস্ট পেয়ে গেলেন। এখন আপনারা অনেকেই এই পোস্টটিতে বিট করবেন। কিন্তু আমি বলব এই পোস্টটিতে বিট করার আগে অবশ্যই আপনি ভালভাবে বুঝে নিন আপনি কি daraz.com এর মত একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন কিনা। যদি আপনি মনে করেন আপনি এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে সক্ষম তাহলে আপনি অবশ্যই এই পোস্টটিতে এপ্লাই করবেন।
যেহেতু আপনি একজন ফ্রিল্যান্সার সেহেতু অবশ্যই আপনাকে আপনার সময়ের বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি কি উক্ত সময়ের মধ্যে এই রকম একটি ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন কিনা এ বিষয়ে অবশ্যই আপনার ধারনা থাকতে হবে।
এই রকম পোস্ট আসার পরে আপনি যেভাবে এই পোষ্টের জন্য এপ্লাই করতে পারেন তা সংক্ষেপে একটি ডেমো আমি আপনাদের দেখাচ্ছি। বলতো এগুলো আপনারা হুবহু কপি পেস্ট করবেন না আপনারা চাইলে এর চেয়েও ভালো করে লিখতে পারবেন।
Dear hiring manager,
Thank you for posting this kind of project. I am very happy to see this project. And I am feeling that I am perfect for this project. My skill and experience is fully okay for this project.
Over the last 5 years I have been working as a senior web developer and developed many eCommerce website. So for my experience I can make easily this kind of website like daraz.com
I have the following skills:
HTML, CSS, JavaScript, PHP, jQuery, wordpress theme development and plugin development.
Don’t worry on the other hand I can speak English frequently so it can make our communication very easy.
Thank you.
আপনি এইভাবে একটি পোস্ট করতে পারেন। আমি বলছি না আপনার হুবহু এটি কপি করেন কিন্তু আপনারা চাইলে এটা থেকে ধারণা নিতে পারেন। কিভাবে আপনারা পোস্ট লিখবেন।
মোটামুটি এভাবে আপনারা যদি সম্মানের সাথে গুছিয়ে লিখতে পারেন তাহলে হয়তো বা আপনারা প্রজেক্টটা পেয়ে যেতে পারেন। আবেদন করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় সম্পর্কে ধারণা নেওয়া। ধরুন আপনি এই পোস্টটি করলেন দুপুরে কিন্তু যে এই কাজটি দিয়েছে সে তখন আপনার এই পোস্টটি দেখতে পারছে না হয়তো সে তখন ঘুমাচ্ছিল।
সুতরাং আরো অনেক লোক যেহেতু এই পোষ্টের এপ্লাই করবে সুতরাং আপনার পোস্টটি নিজে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এতে করে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। যখনই বায়ার অনলাইনে আসে আপনি তখনই তাকে মেসেজ পাঠাতে পারেন। এবং তার সাথে বিস্তারিত কথা বলতে পারেন। মনে রাখবেন আপনি কি কি পারেন এটা বায়ার এর সামনে খুব ভালো ভাবে উপস্থাপন করতে হবে।
ভাইয়ের যে সময়টা আপনাকে দেয় সেই সময়ের মধ্যে কাজ শেষ করে ফেলতে চেষ্টা করবেন যদি আরো সময়ের প্রয়োজন হয় অবশ্যই বায়ারের কাছে সময় চেয়ে নেবেন।
এটা সত্য যে যারা ফ্রিল্যান্সিং করে তারা একটু রাত বেশি জাগে কারণ প্রজেক্ট পাওয়ার জন্য
আপনারা অবশ্যই কথা বলার মাঝে মাঝে উনাদের সম্পর্কে অর্থাৎ বায়ার এর বিষয়ে খোঁজখবর নেবেন। উনি কেমন আছেন কি করছেন এ সম্পর্কে আলাপ আলোচনা করবেন এতে করে বাইরের মনে আপনাকে নিয়ে একটি ভাল ধারণা জন্মাতে পারে। এই বিষয়গুলো হলো সাইকোলজিকাল ফ্যাক্ট। দেখুন আপনি ও মানুষ যে আপনাকে কাজ দিচ্ছে সেও মানুষ সুতরাং আপনাদের দুইজনের ভিতর কোন প্রকার পার্থক্য নেই। আপনি যদি বাইরের দিক থেকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন।
আশা করি আপনি কথাটা বুঝছেন। আমি আসলে বলতে চাচ্ছি আপনি যদি বায়ারের জায়গা থেকে চিন্তা করেন, ধরুন আপনি একটি প্রজেক্ট দিচ্ছেন সে ক্ষেত্রে আপনি একটি ফ্রিল্যান্সারের কাছে কি কি আশা করতে পারেন। ঠিক এই জিনিসগুলো একটি ফ্রিল্যান্সারদের কাসে আশার ঘরে।
সুতরাং অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সবসময় বায়ারের সুবিধা অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে।
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি?
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ এক কথায় বলতে গেলে অনেক ভালো। কারণ যত দিন যাচ্ছে আমাদের পৃথিবী এবং ইন্টারনেট জগত তত উন্নত হচ্ছে। এবং মানুষের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। নতুন নতুন কোম্পানি গঠন হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট বাজারে আসছে। এবং যে জিনিস গুলোর সাথে আমাদের আইটি দুনিয়ার খুব ভালো একটি সম্পর্ক রয়েছে। আর কোম্পানিগুলো তাদের পে আউট বা কর্মচারীদের সেলারি যা দিয়ে থাকে তা কমানোর জন্য আউটসোর্স করে ফ্রীলান্সারদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছেন দিনের পর দিন।
এভাবে যত দিন যাচ্ছে তত আরো নতুন নতুন ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে এবং মার্কেটপ্লেসগুলোতে বাজারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই বর্তমানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি আগের মত এই ব্যাপারটি এখন আর সহজ কোনো বিষয় নয়। আপনাকে ভালো দক্ষতা অর্জন করতে হবে। তাই আমি বলবো ফ্রিল্যান্সিং জগতে আসার আগে আপনি নিজের স্কুলগুলোকে ভালোভাবে ডেভলপ করুন। নয়তো অল্পকিছু স্কিল ডেভেলপ করে ফ্রিলান্সিং পেশায় আসতে গেলে আপনি দুই দিনেই ঝরে পড়বে এতে কোন সন্দেহ নেই।
ফ্রিল্যান্সিং করতে গেলে কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা বা বয়স বিষয়টি ম্যাটার করে না। আপনি কত বছর বয়সে আছেন এরচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কতটা জানেন। আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট কিছুই না থাকে। তবে আপনার ফ্রিল্যান্সিং করার জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো নিজের বাবা-মা অথবা ভাই বোনের ডকুমেন্টস ব্যবহার করলে চলবে। কাজ আপনি নিজেই করবেন । শুধু নিবন্ধটা থাকবে অন্য নামে। এতে কোন প্রকার সমস্যা হবে না।
অনেকে প্রশ্ন করেন ভাইয়া ফ্রিল্যান্সিং করতে গেলে ইংরেজি কি বেশি জানা প্রয়োজন? সত্যি কথা বলতে ভাইয়া ফ্রিল্যান্সিং করতে গেলে এত বেশি ইংরেজি জানা প্রয়োজন নেই। আপনি যদি শুধু এইটুকু বোঝেন আসলে বিষয়টা কি লিখেছে তাহলে আপনি এখানে আসতে পারবেন।
কিন্তু আপনি যদি তা না জানেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন না কিন্তু কাজ শেখা শুরু অবশ্যই করতে পারেন। এর পাশাপাশি আপনি ইংরেজি চর্চা মাধ্যমে কাজ শেখা শেষ হতে না হতেই ভালোভাবে ইংরেজিতে পারদর্শী হতে পারবেন। মূলত আপনি যদি ইংলিশ স্পিকিং করতে পারেন তাহলে অনেক বেশি সুবিধা হয়।
আশা করছি আজকের এই পোস্টটি আপনাদের মাঝে ভালো লেগেছে অনেক কিছু জানতে পেরেছেন আপনাদের মাঝে আরো নতুন নতুন অনেক পোস্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।