গুচ্ছ পদ্ধতিতে আবেদন পেমেন্ট প্রক্রিয়া (GST Admission Payment System 2021)

কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করছি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে তোমাদের। সেই ব্যস্ত সময়ের ফাঁকে তোমাদের জন্য নিয়ে এলাম গুচ্ছ পদ্ধতিতে আবেদন পেমেন্ট প্রক্রিয়া। তোমরা অনেকেই হয়ত আবেদনের সঠিক পদ্ধতিটি জানো না। আবার অনেকে আবেদন পদ্ধতি সম্পর্কে জানলেও পেমেন্ট প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ।

তাই আমরা এই আলোচনায় গুচ্ছ পদ্ধতিতে আবেদন পেমেন্ট প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব যেন তোমরা এ সংক্রান্ত সকল তথ্য একই জায়গায় পেয়ে যাও। তোমাদেরকে অনুরোধ করব একটু সময় নিয়ে তোমরা মনোযোগ দিয়ে আজকের পোস্টটি পড়বে যাতে গুচ্ছ পদ্ধতিতে আবেদন পেমেন্ট প্রক্রিয়া নিয়ে তোমাদের কোনো বিভ্রান্তি না থাকে। চলো আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক।

গুচ্ছ পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া ২০২০-২১

তোমরা সবাই হয়ত ইতোমধ্যে জেনে গেছ যে, এ বছরই প্রথমবারের মত দেশের ২০টি সরকারি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে একমত হয়েছে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে কারণ একজন শিক্ষার্থী একটি ভর্তি পরীক্ষা দিয়েই ২০টি বিশ্ববিদ্যালয়ের যে কোনটিতে মেধার ভিত্তিতে নির্বাচিত হতে পারবে।

Application Fee: 500/=

এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী প্রার্থীদেরকে দুটি ধাপে আবেদন করতে হবে। এই ধাপ দুটি হল প্রাথমিক আবেদন এবং চূড়ান্ত আবেদন। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে বাছাই করে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীকে চূড়ান্ত আবেদন করার সুযোগ দেয়া হবে। চূড়ান্ত আবেদনকারী শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

GST Admission Payment System 2021

আবেদনের এই ধাপে শিক্ষার্থীদেরকে গুচ্ছ ভর্তি অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে। তোমরা যারা এখনো প্রাথমিক আবেদনের নিয়ম সম্পর্কে জানো না, তারা এখানে ক্লিক করে প্রাথমিক আবেদনের সম্পূর্ণ নিয়ম সহজেই জেনে নিতে পারো।

আরো একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, আবেদনের প্রাথমিক ধাপে আবেদনকারীদের কোনো ফি দিতে হবে না। কাজেই গুচ্ছ পদ্ধতিতে আবেদন পেমেন্ট প্রক্রিয়া প্রাথমিক আবেদনের জন্য প্রযোজ্য নয়। এ ব্যাপারে আমরা চূড়ান্ত আবেদনের ধাপে বিস্তারিত জানব।

GST Payment System

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীদের মধ্য নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী বাছাই করা হবে। এই বাছাইয়ের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ, মোট নম্বর ও বিষয়ভিত্তিক নম্বর ইত্যাদি বিষয় বিবেচনা করা হবে।

এ্ই তালিকা প্রস্তুত করার পর তা গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেখান থেকে তোমরা এই ফলাফল দেখে নিতে পারো। চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি যোগ্য প্রার্থীদের তালিকা ডাউনলোড করতে পারো।

চূড়ান্ত আবেদন প্রক্রিয়া

যে সকল আবেদনকারী যোগ্য প্রার্থীদের তালিকায় উত্তীর্ণ হবে, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে লগইন করে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চূড়ান্ত আবেদনের নিয়মগুলো যদি তোমরা না জেনে থাকো, তাহলে এখানে ক্লিক করে ধাপে ধাপে জেনে নাও কিভাবে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

কিভাবে পেমেন্ট করতে হয়?

চূড়ান্ত আবেদনের সর্বশেষ ধাপ হল পেমেন্ট প্রক্রিয়া। কারণ সঠিকভাবে আবেদন ফি পেমেন্ট না করতে পারলে আবেদন বাতিল হয়ে যাবে। তাই এখান থেকে জেনে নাও কিভাবে পেমেন্ট করবে।

  • চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হলে একটি আইডেন্টিফিকেশন নম্বর দেয়া হবে।
  • এই নম্বরটি ব্যবহার করে যেকোন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ৫০০/- আবেদন ফি পেমেন্ট করতে হবে।
  • পেমেন্ট হয়ে গেলে লেনদেনের আইডিটি পূরণ করে কনফার্মেশন স্লিপ সংগ্রহ করতে হবে।

শেষ কথা

আশা করি তোমরা জেনে গিয়েছ কিভাবে গুচ্ছ পদ্ধতিতে আবেদন পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তা্ই যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হবার সাথে সাথে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত আবেদন এবং পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবে আশা করি।