আপনি কি নতুন একটি স্মার্টফোন ক্রয় করতে চাচ্ছেন? তাহলে অবশ্যই আপনি হয়তো জানতে চাচ্ছেন যে স্মার্ট টিভি কেনার আগে কি কি বিষয় গুলো যাচাই করা অত্যন্ত জরুরি!
আজকের এই আর্টিকেলে আমরা আপনাকে জানাবো যে একটি নতুন স্মার্ট টিভি কেনার আগে আপনাকে যেসব বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। একটি নতুন স্মার্ট টিভি কেনার আগে যেসব জিনিস গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন সেইসব বিষয়গুলো নিয়েই আলোচনা করবো।
একটি স্মার্ট টিভি কেনার আগে যে সব তথ্য গুলো আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ, সেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে আলোচনা করা হলো। আজ কাল কার এই ডিজিটাল যুগে কম বেশি আমাদের সবার ঘরেই কোন না কোন টিভি আছে
হয়ত আপনাদের মধ্যে অনেকেই চাচ্ছেন যে পুরনো মডেল এর টিভি বদলে নতুন মডেলের স্মার্ট টিভি কেনার কথা। যেহেতু আপনি স্মার্ট টিভি কিনতে যাচ্ছেন অবশ্যই ভালো একটি স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন। তাছাড়া বর্তমানে মার্কেটে টিভি কেনার জন্য গেলে বিভিন্ন মডেলের নানান কোম্পানির স্মার্ট টিভি দেখা যায়।
যেহেতু প্রত্যেকটি স্মার্ট টিভি কোম্পানির আলাদা আলাদা মডেল আলাদা আলাদা ফিচার এবং আলাদা আলাদা সুবিধা রয়েছে। তাই হয়তো আপনি ঘাবড়ে যান যে কোন টিভি কিনলে আপনার সবচেয়ে ভালো হবে। এইসব বিভিন্ন টিভির বিভিন্ন মডেল দেখে আপনি বুঝতেই পারেন না যে কোন টিভি টি আপনার জন্য কেনা সবচেয়ে ভালো হবে।
আপনি ঘাবড়ে যান যে কোন টিভি টি কেনা আপনার জন্য সঠিক আর কোন টিভি টা কেনা আপনার জন্য ভুল। এছাড়াও আপনি একেকটা টিভির একেকটা মডেল, একেকটা ফিউচার, একটা সিস্টেম, একটা সুবিধা দেখে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভোগেন যে আপনি কোন টিভি টি কিনতে চাচ্ছেন।
তাই এসব বিষয়গুলো নিয়ে ভাবার কোন প্রয়োজন নেই। তবে আপনাকে নতুন একটি স্মার্ট টিভি কেনার আগে অনেকগুলো সাধারণ বিষয় এর উপর জ্ঞান রাখা প্রয়োজন আছে। এইসব সাধারণ বিষয় গুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে আপনি স্মার্ট টিভি কিনে জিততে পারবেন না। অথবা সঠিক স্মার্ট টিভি টি ক্রয় করা থেকে বঞ্চিত থাকবেন।
আর হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন যে, আপনি যে কোন দোকানে গিয়ে স্মার্ট টিভি ক্রয় করেন না কেন, প্রত্যেকটা দোকানে ই আপনার কাছ থেকে বেশি লাভ করার চেষ্টা করে থাকবে। তাই আপনি যদি স্মার্ট টিভি ক্রয় করার আগে টিভি সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন তাহলে হয়ত আপনার কাছ থেকে বেশি দাম রাখতে পারবে না।
আর এতে করে স্মার্ট টিভি ক্রয় করে আপনি নিজেই লাভবান হতে পারবেন। এজন্য একটি স্মার্ট টিভি ক্রয় করার আগেই সঠিকভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেকোনো স্মার্ট টিভি কেনার জন্য অবশ্যই নিচের দেওয়া প্রত্যেকটা জিনিস বা বিষয় ভালো করে চেক করতে পারেন।
ব্র্যান্ডের টিভি
বাজারে কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির স্মার্ট টিভি রয়েছে। এর মধ্যে অনেকগুলো স্মার্ট টিভি রয়েছে যেগুলো চায়নার তৈরি। আর এই চায়নিজ বাজে স্মার্ট টিভি গুলোর দাম বলতে গেলে খুবই কম এবং মানে একদমই বাজে। আর এই কারনেই স্মার্ট টিভি ক্রয় করার আগে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোন স্মার্ট টিভি ক্রয় করার।
ভালো ব্রান্ডের স্মার্ট টিভি মানেই হলো সব ধরনের কাস্টমারের কাছেই ভালো স্মার্ট টিভি। কেননা ভালো ব্র্যান্ড সেই গুলো যেগুলো কাস্টমারেরা ভালো রিভিউ দেওয়ার পাশাপাশি বেশি বেশি ক্রয় করে। এছাড়াও একটি ব্র্যান্ড জনপ্রিয় হয় তার নিজস্ব ফিচার সার্ভিস এবং কোয়ালিটি এর উপর নির্ভর করে তাই সবচেয়ে জনপ্রিয় যেকোনো একটি ব্র্যান্ডের স্মার্ট টিভি কেনা ই আপনার জন্য সবচেয়ে সেরা।
বাজারে অনেক ধরনের জনপ্রিয় ব্র্যান্ড এ স্মার্ট টিভি রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্যামসাং, এলজি, সনি। এছাড়া আমাদের মেড ইন বাংলাদেশ ক্ষ্যাত কয়েকটি সেরা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ওয়ালটন, মার্সেল, মিনিস্টার এবং যমুনা এর স্মার্ট টিভি।
অন্যান্য বিদেশের জনপ্রিয় ব্র্যান্ড এর সাথে তাল মিলিয়ে চলছে আমাদের দেশেও কয়েকটি ব্রান্ড রয়েছে। আপনি যদি স্মার্ট টিভি কিনেন তাহলে আমাদের দেশীয় ব্র্যান্ডের কয়েকটি স্মার্ট টিভি দেখতে পারেন। এদের অনেক কোয়ালিটি ও ভালো সেই সাথে তাদের সার্ভিস ও অনেক ভালো পাবেন।
তবে প্রত্যেকটা স্মার্ট টিভির মধ্যে দাম অনুযায়ী আলাদা আলাদা মডেল থাকে। আর আপনি যে মডেলের স্মার্ট টিভি কিনতে চাচ্ছেন সেই মডেলটি গুগলে সার্চ করে অথবা ইউটিউবে বিভিন্ন রিভিউ দেখার মাধ্যমে নির্বাচন করতে পারবেন। কোনটার মান ও মডেল দাম অনুযায়ী ভাল আর কোনটা খারাপ।
তবে বর্তমানে এলইডি স্মার্ট টিভির সাথে নতুন আরেক ধরনের টিভি বাজারে আসতে চলেছে। যদি ইতিমধ্যে অনেকগুলো টিভি বাজারে লঞ্চ করা হয়েছে। সেটা হল QHD স্মার্ট টিভি।
টিভির ডিসপ্লে
যখন নতুন কোন টিভি কিনতে যাবেন তখন অবশ্যই তার ডিসপ্লে কোয়ালিটি কেমন সেটাও দেখে কিনবেন।
কেননা একটি স্মার্ট টিভির ডিসপ্লে হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ যার মাধ্যমে টিভি দেখে তৃপ্তি বোঝা যায়।
এজন্য যেকোনো টিভি কেনার আগে অবশ্যই দেখে নিবেন টিভি ডিসপ্লে কোয়ালিটি কতটা ভালো। প্রত্যেকটা টিভিতে থাকে আলাদা আলাদা কোয়ালিটির ডিসপ্লে। বর্তমানে কোয়ালিটির মধ্যে উল্লেখযোগ্য হলো
LED, OLED ও QLED. একটি ডিসপ্লের উপরে নির্ভর করে যে টিভি তে বা টিভির কোয়ালিটি ভিডিও গুলো কেমন দেখাবে উজ্জল দেখাবে নাকি সুন্দর সাবলীল দেখাবে।
যেখানে স্মার্ট টিভি কেনার আগে অবশ্যই যাচাই করে নিবেন যে, উক্ত স্মার্ট টিভির ডিসপ্লে কি রকমের।
মাথায় রাখতে হবে যদি Q-LED হয় হয় তাহলে সবচেয়ে ভালো হয়। যদিও বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত ডিসপ্লে হলো LED স্মার্ট টিভি।
সাউন্ড কোয়ালিটি
আলাদা আলাদা স্মার্ট টিভি কোম্পানি তাদের স্মার্ট টিভিতে সাউন্ড কোয়ালিটি গুলো সব সময় বিভিন্ন ধরনের দিয়ে থাকে। প্রত্যেকে একটি করে রাখা হয় কেননা ছবি দেখানোর পাশাপাশি সাউন্ড একই সাথে টিভি থেকে বের হয়ে অন্য রকম দেখায়।
স্মার্ট টিভি কেনার আগে অবশ্যই সাউন্ড কোয়ালিটি দেখে কিনবেন। সব সময় টিভির সাউন্ড কোয়ালিটি কারণে টিভিতে যেকোনো কিছু দেখতে ভালো লাগে না। আপনি যেহেতু ভালো একটি স্মার্ট টিভি ক্রয় করতে চাচ্ছেন সে জন্য আপনার স্মার্ট টিভি এর সাউন্ড কোয়ালিটির গুরুত্ব রয়েছে।
অনেক সময় কতগুলো স্মার্ট টিভির সামনে স্পিকার থাকে আর কতগুলো স্মার্ট টিভিতে পেছনে স্পিকার থাকে। সব সময় সামনের স্পিকার থাকায় স্মার্ট টিভি ক্রয় করার গুরুত্ব দিবেন। কেননা যেসব স্মার্ট টিভি গুলোতে পিছনের স্পিকার বক্স লাগানো থাকে সেখান থেকে টিভিতে ভালো সাউন্ড কোয়ালিটি আসে না।
সাউন্ড ক্লিয়ার না থাকায় তখন টিভি দেখতে একদম বোরিং লাগে। আবার অনেক গুলো স্মার্ট টিভিতে স্পিকার নিচে দেওয়া থাকে। ওই সব টিভির স্পিকার গুলো খুবই উপকারী এবং ভালো। আর হ্যাঁ স্মার্ট টিভির স্পিকার দেখার পাশাপাশি দেখবেন স্পিকার টি কত ওয়াটের। কেননা স্পিকারের যত ওয়াট থাকবে আপনি ততই ভালো পরিমাণে সাউন্ড কোয়ালিটি পাবেন।
স্মার্ট টিভি গুলোতে সবসময় ১০ ওয়াট থেকে ৩০ ওয়াট এর স্পিকার লাগানো থাকে। সব সময় সাউন্ড স্পিকার ২০ ওয়াট থেকে ৩০ ওয়াট থাকলে সেই স্মার্ট টিভি কেনার চেষ্টা করবেন। কেননা এই সব স্পিকার গুলো থেকে অনেক হাই কোয়ালিটির সাউন্ড পাওয়া যায়।
ডিসপ্লে ভিউ এঙ্গেল
বর্তমানে বাজারে দুই ধরনের ডিসপ্লের View Angle এর স্মার্ট টিভি পাওয়া যায়। একটি হলো সোজা স্মার্ট টিভি এবং অন্যটি হলো কিছুটা বাকানো View Angle স্মার্ট টিভি। ডিসপ্লে ভেঙ্গে যদিও স্মার্ট টিভির একটি জনপ্রিয় ফিচার। তবে এই ফিচারটি স্মার্ট টিভির পিকচার ব্রাইটনেস ইমেজ স্পষ্ট ভাবে দেখানোর জন্য দেওয়া হয়।
এই ফিচারটির মাধ্যমে টিভিতে যেই ইমেজ বা পিকচার গুলো দেখা যায় সেগুলো স্পষ্টভাবে দেখানোর জন্য ব্যবহার করা হয়। এই ফিচারটির মাধ্যমে আপনি যেকোন কোনা থেকে বাজে কোন সাইট থেকে আপনার স্মার্ট টিভিতে ইমেজ সরাসরি দেখা যাবে।
আর এই ফিচারটি কিন্তু আপনি কম দামে কোন স্মার্ট টিভিতে পাবেন না শুধুমাত্র ব্র্যান্ডের ভালো কোম্পানির স্মার্ট টিভি গুলোতে ই ভিউ অ্যাঙ্গেল ডিসপ্লে গুলো দেওয়া থাকে। ভাল কোন এলইডি স্মার্ট টিভি কিনে তাহলে অবশ্যই দেখে নিবেন যে এটার ডিসপ্লে কেমন সেটা যাচাই করার জন্য অবশ্যই গুগল সার্চ করতে ভুলবেন না।
ফিচার ও সুবিধা
নতুন একটি টিভি কেনার আগে অবশ্যই সেই টিপ এর ফিচারগুলো কি কি রয়েছে সেগুলো ভালোভাবে যাচাই করে নিবেন। কেননা মাঝে মাঝে আপনার টিভির দাম নির্ভর করে এই ফিচারগুলো উপরে। বিভিন্ন ফিচার এর কারণে স্মার্ট টিভি গুলোর দাম বিভিন্ন রকমের হয়ে থাকে
তবে আপনি কোন রকমের ফিচারের টিভি নিতে যাচ্ছেন সেটা তো আপনার অবশ্যই আগে জানতে হবে। তারপরে না হয় তো আপনি ফিচারের জন্য এক্সট্রা বেশি টাকা পে করবেন। এই জন্যে আপনি চাইলে গুগলের মাধ্যমে বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পারেন।
তবে আপনি চাইলে ম্যানুয়েল ভাবেও স্মার্ট টিভিতে থাকা বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পারেন। প্রথমে আপনি স্মার্ট এভাবে চেক করে দেখবেন যে এইচডিএমআই (HDMI) পোর্ট রয়েছে কিনা। যদিও থাকে তাহলে দেখবেন এইচডিএমআই (HDMI) পোর্ট কয়টি রয়েছে।
এইচডিএমআই পোর্ট সম্পর্কে তো অবশ্যই জেনে থাকবেন। যেটার মাধ্যমে মাল্টিপল স্ক্রিন কানেক্ট করা যায়। এছাড়াও আপনি চাইলে স্মার্ট টিভিটি আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত করে মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও দেখতে পারেন যে আপনার টিভিতে এক্সটার্নাল মেমোরি সিস্টেম রয়েছে কিনা।
তাছাড়া বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে ফিচারটি থাকে সেটা হল অনলাইন স্ট্রিমিং বা এন্ড্রয়েড টিভি। বর্তমানে এন্ড্রয়েড টিভি নামে একটি নতুন ফিচার চালু হয়েছে যেটার মাধ্যমে খুব সহজেই স্মার্ট টিভি টা কে অ্যান্ড্রয়েড সিস্টেমে ব্যবহার করা যায়। এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে সব কিছু সব ধরণের ফিচার থাকে।
অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে সাহায্যে আপনি ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব নেটফ্লিক্স ইত্যাদি উপভোগ করতে পারবেন। সেই সাথে আপনি বিভিন্ন ধরনের আরও এক্সট্রা ফিচার পাবেন। এছাড়া বর্তমানে আরও একটি নতুন ফিচার বের হয়েছে সেটা হল গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা ভয়েস টিভি।
যেই ভয়েস টিভি মাধ্যমে আপনি ভয়েস এর সাহায্যে টিভি অন অফ এবং চ্যানেল বদলাতে পারবেন। এছাড়া এই স্মার্ট টিভিকে আরো অন্যান্য অনেক ধরনের ফিচার রয়েছে যেগুলোর সাহায্যে বিভিন্ন জিনিস উপভোগ করা যায়। এই ভয়েস টিভিটি সাহায্যে আপনি ভয়েসে যা বললেন টিভিতে সে অনুযায়ী কাজ করে থাকে।
আর টিভিটি বর্তমানে যদিও দামটা একটু বেশি। কিন্তু আপনি যদি স্মার্ট টিভি কিনতে চান তাহলে আমি আপনাকে সাজেষ্ট করব এন্ড্রয়েড স্মার্ট টিভি অথবা ভয়েস টিভি টা ক্রয় করে দেখা করার জন্য। আমার কাছে সবচেয়ে এই দুটো টিভি ই ভালো লেগেছে। যদিও আপনি যেটা ক্রয় করতে চাইতেছেন সেটা ই ক্রয় করতে পারেন এটা আপনার ইচ্ছা।
কেননা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বা ভয়েস টিভি দুটোতে ই রয়েছে অনেক ধরনের ফিচার। এসব ফিচার গুলোর কারনে আপনি উচ্চমাত্রার ভিডিও দেখতে পারবেন। যা দেখে আপনার মনের মত হবে। সেই সাথে আমি বলবো যে কোন কিছুই উপভোগ করার মত স্মার্ট টিভি হলো এই দুটো স্মার্ট টিভি।
প্রকৃত তথ্য জানতে গুগল
যখন আপনি ভালো স্মার্ট টিভি ক্রয় করার জন্য স্মার্ট টিভি দোকানে ঢুকবেন, তখন দোকানদার আপনাকে বিভিন্ন ধরনের স্মার্ট টিভির ক্রয় করার কথা বলবে। তারা আপনাকে আপনার সামনে টিভির ফিচার ও সুবিধা সম্পর্কে বিভিন্ন তথ্য ভুলিয়ে ভালিয়ে বলবে।
তখন আপনি তাদের কথায় কান দেয়ার পাশাপাশি আপনার হাতে থাকা স্মার্টফোন নিয়ে গুগলের মাধ্যমে উক্ত টিভি সম্পর্কে বিভিন্ন পজেটিভ রিভিও গুলো দেখতে পারেন। যদি স্মার্ট টিভি সম্পর্কে রিভিউ গুলো পজিটিভ হয় তাহলে আপনি টিভি টা ক্রয় করতে পারেন।
আর যদি দেখেনটিভি গুলো নিয়ে বিভিন্ন রিভিউ গুলো খুবই বাজে, তাহলে অবশ্যই সেই সব টিভি কেনা থেকে বিরত থাকবেন। এছাড়াও আপনাকে দোকানদারেরা বিভিন্ন টিভির বিভিন্ন ফিচার এবং সুবিধা বানিয়ে বানিয়ে বলতে পারে।
আর এই সমস্যা থেকে বাঁচার একমাত্র উপায় হল, স্মার্টফোন দিয়ে গুগল থেকে উক্ত টিভি সম্পর্কে আসল এবং মূল তথ্য গুলো জেনে নেওয়া। স্মার্ট টিভি সম্পর্কে সার্চ দিলে গুগলের মাধ্যমে সহজেই উক্ত টিভি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন।
আর যখন দোকানদার আপনাকে স্মার্ট টিভির প্রাইস বলবে তখন আপনি গুগলে সার্চ করে প্রকৃত মূল্য টা জেনে নেবেন। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন ধরনের ই-কমার্স সাইটে গিয়ে টিভির মূল্য জানতে পারবেন।
অথবা আপনি চাইলে যেই মডেলের টিভি টি ক্রয় করতে চাইছেন উক্ত মডেলের টিভি কোম্পানীর ওয়েবসাইটে গিয়ে আসল দাম টি জানতে পারবেন। কেননা অনেক সময় ভিন্ন দোকানদাররা কাস্টমারকে ঠকিয়ে দেয়। তারা বিভিন্ন সময়ে একটি স্মার্ট টিভির দাম ১,৪৭৫/- টাকা হলে ১,৭৩৫০/- টাকা দাম রাখে।
আর আপনার যদি তখন প্রকৃত মূল্য জানা থাকে, তাহলে আপনি দোকানদার কে বলতে পারবেন যে, স্মার্ট টিভিতে এত টাকা হলে আপনি আমার কাছ থেকে বেশি টাকা কি জন্য চাচ্ছেন। তখন কিন্তু আপনি কম দামে স্মার্ট টিভি টা ক্রয় করতে পারবেন।
শেষ কথা
ঘরে বসে বিনোদন উপভোগ করার একমাত্র মাধ্যম হল টিভি। আর আপনি যদি নতুন একটি স্মার্ট টিভি ক্রয় করার কথা ভেবে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে উপরের বিষয়গুলো সম্পর্কে আগেই অবগত থাকতে হবে। নয়তো আপনি বিভিন্নভাবে স্মার্ট টিভি ক্রয় করে ঠকতে পারেন বা স্মার্ট টিভি ক্রয় করে লাভবান হতে পারবেন না।
অবশ্যই যেকোনো টিভি কেনার আগে উক্ত টিভি সম্পর্কে ভালো ধারণা নিয়ে নিবেন। যদি কোনো ভাবে ভালো ধারণা না নিতে পারেন তাহলে অবশ্যই আপনার হাতে থাকে স্মার্টফোনটি সাহায্যে উক্ত টিভি সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য গুলো জানতে পারবেন।
যার সাহায্যে আপনি সঠিক টিভি টা ক্রয় করার মাধ্যমে লাভবান হতে পারবেন। নয়তো টিভি দোকানদার আপনার কাছে বেশি টাকায় যেকোনো চাইনিজ মডেলের স্মার্ট টিভি বিক্রয় করে দিতে পারে। কেন না ওইসব টিভি গুলোতে দোকানদারের লাভ বেশি পরিমাণে হয়ে থাকে। যে সব ব্রান্ডের টিভিগুলোতে ক্ষেত্রে দোকানদার বেশি টাকা লাভ করতে পারে না।
আজকের এই আর্টিকেলে আমরা নতুন একটি স্মার্ট ক্রয় করার আগে যে সব বিষয় গুলো আপনার জানা উচিত বা প্রয়োজন সেই সব বিষয় গুলো নিয়ে আপনাদের কে জানানোর চেষ্টা করেছি। এরপরও যদি নতুন স্মার্ট বিক্রয় করা সম্পর্কে নতুন কিছু বা নতুন কোন তথ্য জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ আপনার কোন বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন যদি নতুন স্মার্ট টিভি ক্রয় করার কথা ভাবে, তাহলে অবশ্যই আমাদের এই আর্টিকেল টি তার সাথে শেয়ার করতে পারেন। এতে করে হয়তো আপনার বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন নতুন স্মার্ট ক্রয় করার আগে টিভি সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য গুলো জানতে পারবে।
যার কারণে তারা সঠিক টিভি টি ক্রয় করার মাধ্যমে লাভবান হতে পারবে। আর হ্যাঁ আপনি যদি নতুন কোনো বিষয় নিয়ে আর্টিকেল চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে উত্তর বিষয়টি জানাতে পারেন। আমরা খুব শীঘ্রই আপনার বিষয়টি নিয়ে নতুন কোনো আর্টিকেল প্রকাশ করার চেষ্টা করবো। আজকের মত এ পর্যন্তই ছিল। তো দেখা হবে আবার নতুন কোন আর্টিকেলে নতুন কোন বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ।