নতুন ল্যাপটপ কেনার পর করণীয়

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন। তো আজকে আমরা আলোচনা করব নতুন ল্যাপটপ কেনার পর করণীয় কি কি এসব বিষয়গুলো নিয়ে। চলুন জেনে নেওয়া যাক নতুন ল্যাপটপ কেনার পর করণীয় কি কি।

আপনি হয়তো নতুন একটি ল্যাপটপ ক্রয় করেছেন কিন্তু এখন জানেন না কিন্তু ল্যাপটপ কেনার পর করণীয় কি। আপনি হয়ত এখন জানেন না এখন কিভাবে কি করতে হবে তাই। আপনাকে জানতে হবে যে ল্যাপটপ কেনার পর কি কি করতে হবে। 

আজকের আর্টিকেলে আমরা নতুন ল্যাপটপ ক্রয় করার পর কি কি করতে হবে সেসব বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করবো। নতুন একটি ল্যাপটপ ক্রয় করার পর সেই ল্যাপটপের অনেক কাজ রয়েছে। যেগুলো না করলে আপনার ল্যাপটপের জন্য সমস্যা দেখা দিতে পারে

আপনি যে কাজের জন্য ল্যাপটপ টা কিনেছেন সেই কাজের জন্য হয়তো ল্যাপটপ টি বেশি দিন ব্যবহার করতে পারবেন না। কেননা আপনি যদি সঠিক ভাবে আপনার ল্যাপটপের নিরাপত্তার জন্য কাজ গুলো ঠিক ভাবে না করেন তাহলে পরবর্তী সময়ে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

একটি নতুন ল্যাপটপ ক্রয় করার পর অনেক কাজেই বাকি থাকে। যারা নতুন ল্যাপটপ ক্রয় করে তারা হয়তো জানে না যে নতুন ল্যাপটপ কেনার পর করণীয় কী! 

 

ইউন্ডোজ আপডেট – Windows Update

নতুন ল্যাপটপ কেনার পর করণীয় সেই বিষয়টি সবার আগে আসে সেটা হল উইন্ডোজ আপডেট করা। আপনি যদি নতুন একটি ল্যাপটপ কিনে থাকেন তাহলে প্রথমে আপনার ল্যাপটপে থাকা উইন্ডোজটি আপডেট করে নিন। উইন্ডোজ আপডেট করার কারণে আপনার ল্যাপটপ টা কিন্তু আগের তুলনায় খুব দ্রুত কাজ করবে। 

 

সেই সাথে আপনি যদি আপনার ল্যাপটপের উইন্ডোজ আপডেট করেন তাহলে আপনার ল্যাপটপে কোন সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যাবে। আপনার ক্রয় করা হল ল্যাপটপে যদি কোন ত্রুটি অথবা কোনো দুর্বলতা থাকে, 

তাহলে অটোমেটিক ভাবে উইন্ডোজ আপডেট করার ফলে সে সমস্যাটি ঠিক হয়ে যাবে।

আপনার ল্যাপটপের উইন্ডোজ আপডেট করার ফলে আপনি যখন উক্ত ল্যাপটপ দিয়ে অনলাইন বা ইন্টারনেটের বিভিন্ন কাজ করবেন বা সম্পাদন করবেন তখন আপনার ল্যাপটপ টি হ্যাক হয়ে যাওয়ার হাত থেকে বাঁচবে। সেই সাথে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ভাইরাসে আক্রান্ত হবে না। 

তাছাড়া আপনার নতুন ল্যাপটপটিতে যদি উইন্ডোজ আপডেট না দেন অথবা উইন্ডোজ আপডেট না দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। তাহলে আপনার ল্যাপটপে থাক আপনার গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য হ্যাকারের হাতে চলে যেতে পারে। আপনার এই সব তথ্য ব্যবহার করে হ্যাকার বিভিন্ন ধরনের অনৈতিক কাজ সম্পাদন করতে পারে।

এই উইন্ডোজ আপডেট করার ফলে মাইক্রোসফট উইন্ডোজ কোম্পানি অটোমেটিক ভাবে আপনার ল্যাপটপের বিভিন্ন জিনিস আপডেট করে দিবে। তাই নতুন ল্যাপটপ ক্রয় করার পর অবশ্যই সবার আগে যেই কাজটি করবেন সেটা হল আপনার ল্যাপটপের উইন্ডোজ আপডেট করে ফেলবেন। 

এতে করে আপনার ল্যাপটপের নিরাপত্তা যেমন ভাবে ঠিক থাকবে। তেমনি আপনার ল্যাপটপটি খুবই ফাস্ট হবে। এছাড়াও আপনি অনেকদিন পর্যন্ত আপনার ল্যাপটপ ব্যবহার করতে পারবেন কোন রকম সমস্যা ছাড়া। তাই সব সময় মাথায় রাখবেন নতুন ল্যাপটপ ক্রয় করার সাথে সাথে ল্যাপটপে থাকা উইন্ডোজ আপডেট করে নিবেন।

 

অপ্রয়োজনীয় সফটওয়্যার – Remove bloatware 

আপনি যখন নতুন একটি ল্যাপটপ কিনবেন সেই ল্যাপটপে আগে থেকে অনেক গুলো সফটওয়্যার ইনস্টল করা থাকবে। যেগুলোর মধ্যে অনেক গুলো সফটওয়্যার আপনার প্রয়োজন পড়বে না বা আপনার কাজে কোনো দরকার হবে না। 

ওইসব সফটওয়্যার গুলো কে মূলত ব্লোয়াটওয়্যার বলা হয়ে থাকে। এই ব্লোয়াটওয়্যার ডিলেট করে দেবেন এতে করে আপনার ল্যাপটপ টি খুবই ফাস্ট কাজ করবে। এই অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো ডিলিট করার জন্য প্রথমে চলে যাবেন ল্যাপটপে থাকা সেটিংসে। ল্যাপটপের সেটিংসে গিয়ে দেখবেন অ্যাপস নামে একটি সেটিংস রয়েছে। 

 

এরপরে ওই অ্যাপস নামে সেটিংস টাতে ক্লিক করবেন। অ্যাপস নামের সেটিংসে ক্লিক করার পরে আপনার সামনে কতগুলো অ্যাপস আসবে। আপনি এখন এর মধ্যে থেকে যে সব অ্যাপ গুলো ব্যবহার করবেন না বা যেসব অ্যাপস গুলো আপনার কোন কাজে প্রয়োজন নেই, সেসব অ্যাপস গুলো ডিলিট করে দিবেন।

 

এভাবে খুব সহজে আপনি ও অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো ডিলিট করে আপনার নতুন ল্যাপটপ টা কে আরো  কার্যকরী এবং দ্রুত কাজ করার জন্য গড়ে তুলতে পারবেন।

 

এন্টিভাইরাস ইনস্টল – Install Antivirus 

নতুন ল্যাপটপ কেনার পর করণীয় বিষয় গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হল নতুন ল্যাপটপে নতুন একটি এন্টিভাইরাস ইন্সটল করা। আপনি নতুন একটি ল্যাপটপ কিনেছেন। আর হয়তো ভাবছেন যে আমার ল্যাপটপে তো আগে থেকেই এন্টিভাইরাস ইন্সটল করা হয়েছে।

 

এখন আবার ইন্সটল কেন করতে হবে? হ্যাঁ অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনি আপনার ল্যাপটপের নিরাপত্তা ঠিক রাখতে চান। তাহলে অবশ্যই আপনাকে আরো নতুন এন্টিভাইরাস ইন্সটল করতে হবে। যদি ও আপনার ল্যাপটপ সিস্টেমের সাথে একটি এন্টিভাইরাস দিয়ে দেওয়া হয়েছে

 

এই নতুন এন্টিভাইরাস ইন্সটল করার কারণে আপনার ল্যাপটপটি আগের থেকে অনেকটাই সিকিউরিটি ফুল থাকবে। যে কারণে আপনার ল্যাপটপ থেকে যেকোন ফাইল অথবা তথ্য হ্যাকারের কাছে চলে যাবে না। এন্টিভাইরাস ইন্সটল করার কারণে আগের তুলনায় অনেকটাই আপনার ল্যাপটপ নিরাপদ থাকবে।

 

সফটওয়্যার ইনস্টল – Software Install

নতুন ল্যাপটপ ক্রয় করার পর সেই ল্যাপট ক্রয় করার পর অনেক কিছুই থাকে না যা আপনাকে পরবর্তী সময়ে ডাউনলোড করে অথবা কপি পেস্ট করে নিতে হবে।

নতুন ল্যাপটপ ক্রয় করার পর আপনার প্রয়োজনীয় যেসব সফটওয়্যার এর দরকার হবে সে সব সফটওয়্যার গুলো ইন্সটল করে নিবেন। ইন্টারনেট ব্রাউজার গুলোর মধ্যে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স ইত্যাদি ব্যবহার করতে পারেন।

 

এছাড়াও ভিডিও গান দেখার জন্য বিভিন্ন ভিডিও প্লেয়ার অডিও গান শোনার জন্য বিভিন্ন অডিও প্লেয়ার। এরকম আরো অনেক ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলো আপনার প্রয়োজন হবে সেই সব সফটওয়ারগুলো ইনস্টল করে নিতে পারেন। 

 

শেষ কথা

আজকের মূল বিষয় ছিলো একটি নতুন ল্যাপটপ কেনার পর করণীয় কি কি! আমাদের সবারই উচিত নতুন ল্যাপটপ ক্রয় করার পর উপরের সবগুলো বিষয় ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সম্পাদন করা। এতে করে আমাদের সবার ই ল্যাপটপ ভালো থাকবে। 

আর যারা যারা নতুন ল্যাপটপ কেনার পর করণীয় কি এইসব বিষয় গুলি সম্পর্কে আগে জানতেন না তারা তো অবশ্যই আজকের আর্টিকেল থেকে জেনে নিতে পারলেন।

এরপরে ও নতুন ল্যাপটপ কেনার পর করণীয় সম্পর্কে যদি কোন কিছু বুঝতে অসুবিধা বা সমস্যা হয়, তাহলে আমাদের কে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আপনার কোন বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন যদি নতুন ল্যাপটপ ক্রয় করতে চায় তাহলে তার সাথে আমাদের এই আর্টিকেল টি শেয়ার করতে পারেন।

এতে করে আপনার বন্ধু-ল বান্ধব অথবা আত্মীয় স্বজন নতুন ল্যাপটপ ক্রয় করার পরে তাদের করণীয় কি কি এসব বিষয়গুলো সম্পর্কে অবগত থাকবে। যাতে করে তারা পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে না।

 

“নতুন ল্যাপটপ কেনার পর করণীয়” নিয়ে আজকের মত এ পর্যন্তই ছিল আমাদের আর্টিকেল। দেখা হবে আবার নতুন কোন আর্টিকেলে নতুন কোন বিষয় নিয়ে। আর নতুন কোন বিষয় সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের কে উক্ত বিষয়টি সম্পর্কে জানাতে পারেন। 

আমরা খুব শীঘ্রই আপনার বিষয়টি নিয়ে নতুন আর্টিকেল লেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Updated: April 5, 2022 — 3:52 pm