ড্যাফোডিল ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, খরচ, সাবজেক্ট ২০২৫

ড্যাফোডিল ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, খরচ কত টাকা, কি কি সাবজেক্ট রয়েছে, ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে, ভর্তি বিজ্ঞপ্তি এবং কোথায় অবস্থিত এইগুলো বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব।

বাংলাদেশের একটি বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠার দানকারী প্রতিষ্ঠানগুলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো অনেকেই এই ইউনিভার্সিটি তে ভর্তি হতে চান তাই আজকের এই পোস্টটির নিচের অংশগুলো পড়ে জেনে নিন আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো।

ড্যাফোডিল ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা

অনেকের ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান কিন্তু এখানে ভর্তি হওয়ার জন্য ভর্তি যোগ্যতা কি তা জানা নেই তবে অবশ্যই এখানে ভর্তি হতে গেলে ভর্তি যোগ্যতা প্রয়োজন হবে। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনেকগুলো কোর্স রয়েছে তবে বেশিরভাগ কোর্স এর আবেদনযোগ্যতা প্রায় একই।

ড্যাফোডিল ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার জন্য শুধুমাত্র ফার্মেসি প্রোগ্রাম ব্যতীত অন্য প্রোগ্রামের জন্য ভর্তি যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ২.৫ করে থাকতে হবে।

আর যদি ফার্মেসি কোর্সে আবেদন করতে চান তাহলে এসএসসিতে সর্বনিম্ন জিপিএ ৪.০ থাকতে হবে এবং এইচএসসিতে সর্বনিম্ন ৪.০ থাকতে হবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটো মিলে কমপক্ষে ৮ পয়েন্ট থাকতে হবে।

আরো পড়ুন: আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি যোগ্যতা, ভর্তি ফি, কোথায় অবস্থিত

এশারাও বিভিন্ন কোর্সের আবেদন করার জন্য আরো কিছু যোগ্যতা প্রয়োজন হতে পারে সেগুলো জানার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি যে করছে আবেদন করতে চাচ্ছেন সেটার আবেদন যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিন।

ADMISSION ELIGIBILITY

ডেফোডিল ইউনিভার্সিটি খরচ ২০২৫

ডেফোডিল ইউনিভার্সিটি খরচ কত টাকা অনেকে জানতে চেয়ে থাকেন এখানে মূলত খরচের পরিমাণ বেশি হয়ে থাকে। বিভিন্ন কোর্স বা প্রোগ্রামের খরচ আলাদা আলাদা হয়ে থাকে। প্রোগ্রাম অনুযায়ী ডেফোডিল ইউনিভার্সিটি খরচ কত টাকা তা নিচে দেওয়া হলো:

Program Name Average Semester Fees Total Tuition Fees Total Program Fees
B.Sc. in Computer Science & Engineering 85,000 Tk 782250 Tk 1,020,450 Tk
B.Sc. in Computing & Information System 60,000 Tk 506900 Tk 755,600 Tk
B. Sc. in Multimedia and Creative Technology 60,000 Tk 508950 Tk 744,150 Tk
Bachelor of Business Administration (BBA) 65,000 Tk 574675 Tk 789,575 Tk
Bachelor of Tourism & Hospitality Management (BTHM) 56,000 Tk 459600 Tk 698,600 Tk
Bachelor of Entrepreneurship (BE) 60,000 Tk 474600 733,950 Tk
Financial Technology (FinTech) 62,000 Tk 541800 Tk 761,000 Tk
B.Sc. in Information & Communication Engineering (ICE) 85000 Tk 475000 Tk 703,000 Tk
M.Sc. in Electronics and Telecommunication Engineering (ETE) 65000 Tk 60000 Tk 150375 Tk
B.Sc. in Civil Engineering (CE) 70,000 Tk 587725 Tk 833,850 Tk
Bachelor of Architecture (B. Arch.) 90,000 Tk 647300 Tk 924,600 Tk
BSS in Journalism, Media and Communication (JMC) 52,000 Tk 420000 Tk 654,000 Tk
MSS in Journalism, Media and Communication (JMC) 60000 Tk 74000 Tk 121,250 Tk
Master of Teaching in Digital Education 70000 Tk 100200 Tk 155250 Tk
B.Sc. in Information Technology & Management (ITM) 60,000 Tk 497400 Tk 757,200 Tk
B.Sc. in Computing and Information System (CIS) 60,000 Tk 506900 Tk 755,600 Tk
B. Sc. in Software Engineering (SWE) 78,000 Tk 709500 Tk 952,500 Tk
M. Sc. in Software Engineering (SWE) 60,000 Tk 90,000 Tk 147,375 Tk
Bachelor of Pharmacy (B. Pharm) 135,000 Tk 806700 Tk 1,082,500 Tk

এই কোর্সগুলো ৪ বছরের হয়ে থাকে। তাহলে আশা করছি এখান থেকে আপনারা ধারণা পেয়ে গেছেন ডেফোডিল ইউনিভার্সিটিতে পড়ার জন্য কেমন খরচ হতে পারে। এখানে যে খরচ উল্লেখ করা হলো এর থেকে বেশিও লাগতে পারে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগে

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে স্নাতক প্রোগ্রাম বা কোর্সের জন্য সর্বনিম্ন এসএসসিতে জিপিএ ২.৫ লাগে এবং এইচএসসিতে জিপিএ ২.৫ লাগে। এবং এমবিএ এর জন্য সর্বনিম্ন ৬ পয়েন্ট থেকে ৮ পয়েন্ট পর্যন্ত লাগে।

তবে এখানে পয়েন্টের পাশাপাশি আরও বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো যাচাই-বাছাই করার মাধ্যমে যদি পারফেক্ট হয় তাহলে ভর্তি নেওয়া হয়ে থাকে। পয়েন্ট বেশি থাকলে ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া যায় আবার ভর্তি পরীক্ষা দিয়েও ভর্তি হওয়া যায়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি প্রতিবছর দুইবার করে দেওয়া হয়ে থাকে। তবে বর্তমানে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়নি ২০২৫ সালের সর্বশেষ মে মাসে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যেটা ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

পরবর্তীতে হয়তো আবারো ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন যারা ভর্তি হতে চান তারা যোগ্যতা অনুযায়ী ভর্তি হতে পারবেন।

আরো পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি জানার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন। ভর্তির বিজ্ঞপ্তি দেখার জন্য তাদের ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট আছে

অনেকে জানতে চেয়ে থাকেন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট আছে? এই ইউনিভার্সিটিতে অনেকগুলো কোর্সের অনেকগুলো সাবজেক্ট রয়েছে। সেগুলো সাবজেক্টের নাম নিজের অংশে দেওয়া হলো দেখে নিন।

Serial No Subject Name
1 Computer Science and Engineering
2 Software Engineering
3 Multimedia & Creative Technology
4 Information Technology & Management
5 Business Administration
6 Tourism & Hospitality Management
7 Management
8 Innovation & Entrepreneurship
9 Marketing
10 Finance & Banking
11 Journalism, Media and Communication
12 Accounting
13 Information Science and Library Management
14 Development Studies
15 Law
16 English
17 Information and Communication Engineering
18 Civil Engineering
19 Electrical and Electronic Engineering
20 Textile Engineering
21 Architecture
22 Genetic Engineering and Biotechnology
23 Agricultural Science
24 Nutrition and Food Engineering
25 Pharmacy
26 Physical Education & Sports Science
27 ICT Education
28 Environmental Science and Disaster Management

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এ সকল সাবজেক্ট রয়েছে। তবে এই সাবজেক্টগুলো ছয়টি আলাদা আলাদা কোর্সের মধ্যে রয়েছে। আপনারা সেই কোর্স অনুযায়ী সাবজেক্ট গুলো ভর্তি হওয়ার জন্য এপ্লাই করতে পারবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোথায় অবস্থিত

প্রিয় বন্ধুরা অনেকেই প্রশ্ন করে থাকেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোথায় অবস্থিত তো আপনাদের জন্য জানানো যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ঠিকানা হলোঃ

ড্যাফোডিল স্মার্ট সিটি, বিলুরিয়া, সাভার, ১৩৪১ ঢাকা বাংলাদেশ। হয়তো অনেকে এই ঠিকানা চেনেন না তাদের জন্য বলছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কত একর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কত একর এটি জানতে চেয়েও অনেকে গুগলে সার্চ করে থাকেন।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মোট ৩৬০ একর জমির অবস্থিত। এবং এই ইউনিভার্সিটিতে আনুমানিক শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় ২১৭৫২ জনের বেশি।

ড্যাফোডিল ইউনিভার্সিটি সরকারি না বেসরকারি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান এটি একটি বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। অনেকে হয়তো সরকারি ভেবে ভুল করে থাকেন। আবার এই বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী একটি বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে।

আর এই বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর এই কারণেই বাংলাদেশের অনেক ইত্যাদি এই বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন দেখে থাকে।

আরো পড়ুন: গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া

আপনিও যদি স্বপ্ন দেখে থাকেন এ বিশ্ববিদ্যালয়ে পড়ার তাহলে অবশ্যই প্রাথমিক পর্যায়ে থেকে ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং ভালো ফলাফল করতে হবে তাহলে এই বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পাওয়া যেতে পারে। আশা করছি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে।

আমাদের শেষ কথা

ড্যাফোডিল ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা এ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আপনাদেরকে জানানো হলো। তো এগুলো তথ্য জানতে পেরে আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং আপনারা যারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন তারা সেভাবে প্রস্তুতি নিয়ে ভর্তি হতে পারবেন।

যদি আজকের পোস্ট পড়ে আপনারা যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বা আপনাদের কোন জানার বিষয় থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন।

Leave a Comment