৫ টি অনলাইন ইনকাম অ্যাপস

আমরা অনেকেই অনলাইনে ইনকাম করতে চাই। কিন্তু কিভাবে বা কোথা থেকে সহজে অনলাইন ইনকাম করা যায় এই বিষয়ে আমরা অনেকেই জানিনা। আজ আমি আপনাদের সাথে এমন কয়েকটি অ্যাপ নিয়ে আলোচনা করবো যেই অ্যাপ গুলোর মাধ্যমে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন।

প্রথমেই বলে রাখি আপনি অনলাইনে যেসব অনলাইন ইনকাম অ্যাপস পাবেন সেই অ্যাপস গুলো থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন না। যদি কোন অ্যাপ বেশি টাকা ইনকামের অফার করে তাহলে বুঝবেন সেটি ফেক।

আমরা আজকে যেসব অ্যাপস নিয়ে আলোচনা করবো এই অ্যাপস গুলো অফিসিয়াল এবং ট্রাস্টেড। তো চলুন আমাদের আজকের আলোচনা শুরু করি।

 

১. Current

কেমন হতো যদি আপনি গান শুনে টাকা ইনকাম করতে পারতেন! হ্যা আপনি এই অ্যাপসটির মাধ্যমে গান শুনে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপে বিভিন্ন ধরনের রেডিও স্টেশনের গান শুনে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

তাছাড়া বিজ্ঞাপন দেখে, গেম খেলে, সার্ভে পুরন করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। আবার বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড, টাস্ক পুরন করা, কুইজ খেলেও আপনি এই অ্যাপসটির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

এই অ্যাপটির আরেকটি বিশেষত্ব হলো আপনি লক স্ক্রিন রিওয়ার্ড এবং চার্জিং রিওয়ার্ড পাবেন। এই অ্যাপস থেকে ইনকাম করা টাকা আপনি বিটকয়েন, গিফট কার্ড ইত্যাদির মাধ্যমে নিতে পারবেন।

 

২. Yandex toloka

আপনি যদি ছোট ছোট সার্ভে বা অপিনিয়ন দেওয়ার মাধ্যমে অনলাইনে আয় করতে চান তাহলে এই অ্যাপসটি আপনার জন্য। রাশিয়ার টেক জায়ান্ট yandex এই অ্যাপটি পরিচালনা করে। আপনি এই অ্যাপে আপনার মতামত দিয়ে আয় করতে পারবেন।

যেমন একটি টাস্কে ধরুন কয়েকটি ছবি দেওয়া আছে। আপনাকে সেই ছবি গুলোর মধ্যে সবথেকে সুন্দর ছবিটা বাছতে বলা হলো। আপনি আপনার মন মতো বেছে নিলেন। এর জন্য আপনি টাকা পাবেন।

এখন প্রশ্ন হতে পারে শুধু ফটো বাছার জন্য তারা কেনো আপনাকে টাকা দিবে? আসলে সেই ফটো কোনো একটি কোম্পানি দিয়েছে। এখন ঐ কোম্পানিটি কয়েকটি ফটো তৈরি করে Yandex toloka অ্যাপে ছেড়েছে।

এখন সেই কোম্পানি দেখতে চায় যে মানুষ কোন ফটোটি বেশি পছন্দ করে। যেই ফটোটি মানুষ বেশি পছন্দ করবে সেই ফটোটি তারা ব্যবহার করবে। এর জন্যই আপনাকে শুধু ফটো টি বাছার জন্য টাকা দেওয়া হচ্ছে। তাছাড়া আপনি এই অ্যাপে আরোও বিভিন্ন ধরনের টাস্ক পেয়ে যাবেন।

 

৩. Clip clap

আপনি কি ভিডিও দেখে অনলাইনে ইনকাম করতে চান? তাহলে এই অ্যাপসটি আপনার জন্য। আপনি শুধু ভিডিও দেখে এই অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনি নিজে ভিডিও তৈরি করেও ইনকাম করতে পারেন।

আবার গেম খেলে, ডেইলি স্পিন করে, রেফার করেও এখান ইনকাম করতে পারেন। এই অ্যাপ থেকে ইনকাম করা টাকা আপনি পেইপাল অথবা রিচার্জ করে নিতে পারেন।

 

৪. Gamee

আপনি কি গেম খেলে টাকা ইনকাম করতে চান? তাহলে এই অ্যাপটি আপনার জন্য। বর্তমানে গেম খেলে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় অ্যাপ। আপনি এই অ্যাপে গেম খেলে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।

তাছাড়া এই অ্যাপে বিভিন্ন ধরনের অফার, সার্ভে, অ্যাপ ডাউনলোড ইত্যাদি করেও ইনকাম করা যায়। এই অ্যাপে বিভিন্ন ধরনের ইভেন্ট হয় সেই ইভেন্টে যোগ দিয়েও আপনি অনেক টাকা জিতে নিতে পারেন। এই অ্যাপস থেকে ইনকাম করা টাকা আপনার পেইপাল একাউন্টের মাধ্যমে আপনি তুলতে পারবেন।

 

৫. Blings financial

এটি কোনো অ্যাপস নয়। আসলে এটি একটি প্লে স্টোর পাবলিশার্স। এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের গেম পেয়ে যাবেন যেই গেম গুলো খেলে আপনি বিটকয়েন ইনকাম করতে পারবেন। এই পাবলিশার্স এর মধ্যে আপনি অনেক গুলো গেম পেয়ে যাবেন।

প্রত্যেকটি গেম একই জিমেইল একাউন্টের মাধ্যমে অবশ্যই খুলবেন। এর ফলে সকল গেম থেকে পাওয়া কয়েন আপনার একটি একাউন্টে যোগ হবে। আপনি এই অ্যাপ থেকে ইনকাম করা কয়েন গুলো বিটকয়েনে পরিবর্তন করে আপনার কয়েনবেজ একাউন্টে নিয়ে নিতে পারেন।

বিটকয়েনের মুল্য ভালো থাকলে এবং আপনি প্রত্যেকদিন সময় দিলে দৈনিক ৫০-৬০ টাকা এই অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন।

 

পরিশেষে

আপনি হয়তো অনলাইনে ইনকাম করতে গিয়ে অনেক ঠকেছেন। আসলে অনলাইনে ইনকাম খুব সহজ না। বিশেষ করে কোনো অনলাইন ইনকাম অ্যাপ দিয়ে। বর্তমানে অনলাইনে প্রচুর অনলাইন ইনকাম অ্যাপ আছে কিন্তু সেই অ্যাপ গুলোর মধ্যে বেশিরভাগ ফেক নতুবা ইনকাম খুব কম হয়।

আমি যে অ্যাপ গুলো একটু আগে তুলে ধরলাম এই অ্যাপ গুলো ট্রাস্টেড এবং অফিসিয়াল। তাছাড়া এই অ্যাপ গুলোর রিভিউ প্লে স্টোরে অনেক ভালো।

আশাকরি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। অনলাইন ইনকাম নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

ধন্যবাদ সবাইকে।