আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আজকে আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে ড্রপ শিপিং সম্পর্কে। ড্রপ শিপিং বর্তমান সময়ে অনেক জনপ্রিয় হয়ে আসছে। আপনারা যদি চান ড্রপশিপিং বিজনেস করে 2022 সালে খুব ভালো পরিমাণ ইনকাম করবেন তাহলে আপনি সঠিক চিন্তা ভাবনাই করেছেন।
এখানে অনেকে হয়তো ড্রপ শিপিং বিজনেস জানেন হয়তো অনেকেই জানেন না আমি ড্রপ শিপিং বিজনেস কি এবং কিভাবে শুরু করবেন এই বিষয়ে এই পোস্টে বিস্তারিত বলবো।
ড্রপশিপিং বিজনেস কি?
ড্রপ শিপিং বিজনেস মানে হলো আপনি অন্য কারো প্রডাক্ট আপনার ক্রেতার কাছে পৌঁছে দেবেন। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। ধরুন আমার একটি ইলেকট্রনিক দোকান রয়েছে। যেখানে আমি ইলেকট্রনিক পণ্য বিক্রি করি। এখন আপনি একটি কাস্টমারকে বুঝিয়ে ইলেকট্রনিক পণ্য টা সম্পর্কে জানালেন। এবং ধরুন আমার দোকানে ইলেকট্রিক পণ্যের দাম 500 টাকা। কিন্তু আপনি ওই ক্রেতাকে বললেন 800 টাকা।
ক্রেতা রাজি হয়ে গেল। আপনি ক্রেতার কাছ থেকে 800 টাকা নিয়ে আসলেন এবং সেখান থেকে 500 টাকা আমাকে দিয়ে ইলেকট্রিক পণ্য টা কিনে ক্রেতাকে দিয়ে দিলেন। ভাগি 300 টাকা আপনার লাভ থেকে যায়। মূলত এটাই হচ্ছে ড্রপ শিপিং। কিন্তু আমি এটা দেখা দিলাম সরাসরি কিন্তু এই সম্পূর্ণ বিষয়টি ঘটবে অনলাইনে।
এক্ষেত্রে আপনার কিছু করার প্রয়োজন পড়বে না। আপনি চাইলে বসে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আশা করছি ড্রপ শিপিং বিজনেসটা কি বুঝতে পেরেছেন। চলুন এখন বলে ড্রপশিপিং বিজনেস কিভাবে শুরু করতে পারেন।
কি কি প্রয়োজন হয় ড্রপ শিপিং বিজনেস শুরু করার জন্য?
কি কি প্রয়োজন হয় এর বিষয়ে বলার আগে আগে বলা ভালো আপনি কার সাথে বা কোন পণ্যগুলোর নিয়ে ব্যবসা বিজনেস করবেন। ধরুন আপনি amazon.com এর পণ্য গুলো নিয়ে ড্রপশিপিং বিজনেস করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার পণ্যগুলো বিক্রি হবে দেশের বাহিরে লোকজনের কাছে। সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। এবং সেখানে অনলাইন লেনদেনের ব্যবস্থা থাকতে হবে।
আপনি একটি ই-কমার্স ওয়েব সাইট খুলবেন। এবং সেখানে আপনার পছন্দের পণ্য গুলো ছবি সহ বিস্তারিত সব কিছু দিয়ে রাখবেন। এবং আপনার ওয়েবসাইট থেকে ক্রেতা পণ্যটি কিনবে এবং আপনি যে পেমেন্ট মেথড দিয়ে রাখবেন সেখানে পেমেন্ট করবে।
আপনি যখন পেমেন্ট পেয়ে যাবেন তখন আপনি ওই পণ্য টাই যেখান থেকে নিয়ে এসেছিলেন অর্থাৎ যদি আপনি amazon.com এর পণ্য আপনার ওয়েবসাইটে দেখান তাহলে আপনি amazon.com এ গিয়ে ওই একই পণ্যটি অর্ডার করবেন যে এড্রেসটি আপনাকে দেওয়া হয়েছে আপনি ওই এড্রেসে পণ্য ডেলিভারি করাবেন। বাস আপনার কাজ কমপ্লিট।
কিন্তু এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটিভ থাকতে হবে। এবং ক্রেতাদের সব রকম সুযোগ-সুবিধা দিতে হবে। এখন ধরতে পারেন আমার এইখানে বেশি দাম দিয়ে কেন তারা পণ্যটি কিনবে। তারা চাইলে তো amazon.com থেকে কিনতে পারে।
হ্যাঁ ধারণাটা ঠিক কিন্তু ভেবে দেখুন আমরা কিন্তু নিজেরাই প্রতিনিয়ত এরকম টা করে আসছি। এখন বলতে পারেন কিভাবে। দেখুন কোম্পানি যে পণ্যটা তৈরি করে সেটা আমাদের আশেপাশে দোকানদার ভাইরা পাইকারি মূল্যে কিনে নিয়ে আসে এবং সেটা আমরা কিনি খুচরা মূল্যে অতিরিক্ত টাকা দিয়ে। কেন আমরা চাইলে কোম্পানিতে গিয়ে কিনতে পারতাম না।
এখন বলবেন ভাইয়া অনলাইনের বিষয় আর অফলাইনে তো মিল পাওয়া যাবে না। হ্যাঁ তা ঠিক কিন্তু বর্তমানে পুরো পৃথিবীতে অনেক মানুষ এমন অনেক মানুষ রয়েছে যারা amazon.com সম্পর্কে জানেই না সুতরাং আপনি ড্রপ শিপিং মারকেট খুব ভালোভাবে শুরু করতে পারেন।
ড্রপ শিপিং মার্কেটিং করতে যে দুটো মূল বিষয় আপনাদের প্রয়োজন হবে সেই দুটো হল:
- একটি ড্রপশিপিং ওয়েবসাইট
- অনলাইন পেমেন্ট মেথড
আপনি যদি এই দুটো জিনিস তৈরি করে ফেলতে পারেন তাহলে চিন্তা করবেন না আপনি ড্রপ শিপিং বিজনেসের জন্য প্রস্তুত। এবং আপনাকে অবশ্যই এর জন্যে মার্কেটিংয়ের ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনাকে আপনার ওয়েবসাইটে প্রমোশন করতে হবে।
আপনি তার জন্য ডিজিটাল মার্কেটিং হায়ার করতে পারেন। এছাড়াও অনেক ই-কমার্স প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আপনি যদি ড্রপ শিপিং বিজনেস শুরু করেন তাহলে আপনার কোন প্রকার মার্কেটিং করার প্রয়োজন হবে না তারাই আপনার মার্কেটিং করে দেবে।
বর্তমান সময়ে এমন একটি জনপ্রিয় ড্রপ শিপিং বিজনেস ওয়েবসাইট হলো shopify.com বর্তমান সময়ে এর চাহিদা অনেক বেশি এবং সবাই এখান থেকে ওয়েবসাইট বানিয়ে নিয়েছে। এক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারবেন। এবং আপনারা এখান থেকে ড্রপশিপিং বিজনেস করতে পারবেন।
এতে কোন প্রকার সমস্যা হবে না। কিন্তু এক্ষেত্রে আপনাকে প্রতিমাসে তাদের একটি ব্যাক রিনিউ করতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনাকে প্রতি মাসে তাদের একটি নির্দিষ্ট এমাউন্টের পেমেন্ট করতে হবে। যদি আপনি তাদের আন্ডারে ড্রপশিপিং বিজনেস শুরু করতে চান বা চালিয়ে যেতে চান।
আপনাকে প্রথমত 14 দিনের ফ্রি টাইম দেয়া হবে। এতে করে আপনি আপনার ওয়েবসাইট বানাতে পারবেন এবং প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এবং আপনি যদি এই দিনগুলোর মধ্যে প্রোডাক্ট তৈরি করে বিক্রি করতে পারেন তাহলে আপনি খুব সহজেই তাদের পেমেন্ট করে দিতে পারবেন।
সুতরাং এই বিষয় নিয়ে কোন প্রকার চিন্তা করবেন না।
যে জিনিসটা ড্রপ শিপিং এ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
দেখুন আপনারা যে জিনিসটা সবচেয়ে বেশি ভুল করবেন ড্রপ শিপিং এ আমি সেটা বলে দিচ্ছি। বাংলাদেশে কোন প্রকার ইন্টার্নেশনাল পেমেন্ট গেটওয় নাই। সুতরাং আপনাদের সবচেয়ে বড় সমস্যা হবে এটি নিয়ে। এবং আপনাদের অবশ্যই পেমেন্ট গেটওয় এটা নিশ্চিত করতে হবে। তা না হলে আপনারা সঠিকভাবে ড্রপ শিপিং বিজনেস করতে পারবেন না।
বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড নেওয়ার জন্য আপনারা স্ক্রিল ব্যবহার করতে পারেন। এটি একটি জনপ্রিয় পেমেন্ট মেথড। এছাড়াও বাংলাদেশ ব্যাংক রয়েছে যারা ইন্টার্নেশনাল পেমেন্ট গেটওয় এর সার্ভিস দিয়ে থাকে। আপনি যদি খোঁজ করেন তাহলে সেখান থেকেও পেমেন্ট গেটওয়ে নিতে পারবেন।
আপনারা আপনাদের ওয়েবসাইটে সব সময় চেষ্টা করবেন জনপ্রিয় পণ্যগুলো আনার জন্য। এবং আপনার ওয়েবসাইট টা মার্কেটিং করার জন্য যাতে করে আপনার ওয়েব সাইটে প্রচুর পরিমাণ ক্রেতা আসে।
ড্রপ শিপিং ওয়েবসাইটের সম্পর্কে আপনাদের এই পোষ্টের মাধ্যমে বিস্তারিত বলার চেষ্টা করেছি আশা করছি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি কারো আরও জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য পোস্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ।