ইমু সফটওয়্যার কিভাবে ব্যবহার করবেন? Imo ডাউনলোড করুন একদম ফ্রিতে

আমাদের পরিবারের অনেক আত্মীয়স্বজন দেশের বাইরে থাকে। যার কারণে তাদের সাথে যোগাযোগ করার একমাত্র জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে এই ইমু সফটওয়্যার। অনেকে ইমো সম্পর্কে কিছু না জেনে বিভিন্ন ক্র্যাক অ্যাপস ডাউনলোড করে হ্যাকিং এর শিকার হয়ে থাকে।

কেননা কিভাবে ইমো অ্যাপস ডাউনলোড করবেন সেটা জানেন না। আবার অনেক গুলো ইমো অ্যাপস দেখে আসল কোন টা নকল কোনটা বুঝতে পারেন না।

ইমু সফটওয়্যার কিভাবে ব্যবহার করবেন?

তো আজকে আমরা জানবো যে কিভাবে ইমু সফটওয়্যার ব্যবহার করবেন এবং কিভাবে ইমু সফটওয়্যার ডাউনলোড করবেন সেই বিষয় নিয়ে।

ইমো কি?

ইমো হলো একরি সোস্যাল মিডিয়া প্লাটফর্ম। তবে ইমো ফ্রীতে অডিও কল, ভিডিও কল, চ্যাটিং, লাইভ সহ নানা ধরনের সুবিধা সহ খুবই জনপ্রিয় একটি মেসেজিং প্লাটফর্ম। বর্তমানে প্রায় বিশ্বের ২শ মিলিয়নের ও বেশি ইমো ব্যবহারকারী রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে ২০০৫ সালে তৈরি করা ইমো অ্যাপসে প্রতিদিন প্রায় ৫০-৬০ মিলিয়নের ও বেশি বার্তা আদান-প্রদান করা হয়ে থাকে। আমাদের দেশে প্রতি ১০ জনের মধ্যে ৩ জনই ইমো অ্যাপস ব্যবহার করে থাকে।

বর্তমানে ইমো কোম্পানি তাদের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে আলাদা আলাদা চারটি ফিচারের ইমো অ্যাপস পাবলিশ করেছে। যেমন;
১. ইমো এইচডি – Imo HD
২. ইমো ভিডিও – Imo Video
৩. ইমো বেটা – Imo Beta
৪. ইমো লাইট – IMO Lite

প্রতি অ্যাপসে রয়েছে আলাদা আলাদা রকমের সুবিধা। একেকটি ইমো একেক ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা দিয়ে থাকে।

১. ইমো এইচডি – Imo HD

ইমো এইচডি হল এমন একটি ভার্সন যেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য সবচেয়ে সহজ এবং সেরা ইমো অ্যাপস। এটার মাধ্যমে হাই কোয়ালিটির ভিডিও কল সহ অডিও কল ও লাইভ করা যায়। এছাড়াও এটার মাধ্যমে বিভিন্ন গ্রুপে এড হওয়া যায়। তাদের সাথে লাইভে চ্যাটিং ও কথা বলা যায়। তাছাড়া নিজেও বিভিন্ন গ্রুপ তৈরি করে সেখানে আড্ডা দেওয়া যায়।

ইমো এইচডি অ্যাপস টি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। এরপরে ইমো এইচডি লিখে সার্চ দেওয়ার পর যে অ্যাপসটি প্রথমে আসবে সেই অ্যাপটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনার ফোনের নাম্বার দিয়ে খুব সহজেই ইমো এইচডিতে একটা  একাউন্ট হয়ে যাবে। এরপর থেকে আপনি ইমো এইচডি দিয়ে উন্নতমানে ভিডিও কল, অডিও কল ও চ্যাটিং করতে পারবেন।

২. ইমো ভিডিও – Imo Video

ইমু ভিডিও সাধারণত শুধুমাত্র ভিডিও কল এবং চ্যাট এর জন্য খুবই ভালো একটি সংস্করণ। আপনি এর মাধ্যমে খুব সহজে  ভিডিও কল দিতে পারবেন যেটা একদম লো কোয়ালিটি ও হাই কোয়ালিটি সেবা পাবেন। এছাড়াও খুব সহজে আপনি চ্যাটিং করতে পারবেন।

আপনার ইন্টারনেট যখন যেমন থাকবে তখন তেমন সার্ভিস পাবেন ইমো ভিডিও অ্যাপসে। অনেকে গ্রামে বসে বিদেশে ইমো তে কথা বলে। তো গ্রামে অনেক সময় নেট স্লো থাকে আবার নেট থাকে না বললেই চলে। তাদের জন্য শুধু ইমো অ্যাপস টা খুবই ভালো সার্ভিস দেয়।

নেট কম থাকলে অন্য ইমো অ্যাপস নেটওয়ার্ট বিজি দেখায় কিন্তু এটাতে নেট কম থাকলে ভিডিও কলের কোয়ালিটি কমে ভিডিও কল, অডিও কল, চ্যাট চালিয়ে যায়।

ইমো ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। তারপরে সেখানে গেলে শুধু ইমো লিখে সার্চ দিতে হবে। এরপর প্রথমে যেই অ্যাপসটি আসবে ঐ অ্যাপটা ইন্সটল করে আপনার নাম্বার দিলেই শুধু ইমো একাউন্ট তৈরি হয়ে যাবে।
এরপর আপনি ভিডিও কল অডিও কল সহ চ্যাট করতে পারবেন।

৩. ইমো বেটা – Imo Beta

ইমো বেটা হল এমন একটি বেটা ভার্শন যেটাতে আপনার বিভিন্ন রকম নতুন নতুন ফিচার গুলো সবার আগে পাবেন। ইমো বেটা অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আপনি ইমো এর নতুন নতুন ফিচারগুলো সবার আগে ব্যবহার করতে পারবেন।

ইমো কোম্পানি ইমো অ্যাপস এর বিভিন্ন ফিচার এড করার জন্য সবার আগে ইমো বেটা তে আপলোড করে এরপর বিভিন্ন সংস্করণে প্রকাশ করে।

ইমো বেটা ভার্শন ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ইমো বেটা লিখে সার্চ দিতে হবে। এরপর প্রথমে যে অ্যাপসটি আসবে সে অ্যাপসটি ইন্সটল করে আপনার ফোন নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।

ইমো বেটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি ভিডিও কল, অডিও কল সহ নতুন নতুন ফিচার গুলো অন্য ইমো অ্যাপস এর আগে এই অ্যাপসের মাধ্যমে উপভোগ করতে পারবেন।

৪. ইমো লাইট – IMO Lite

ইমো অ্যাপ এর ইমো লাইট ভার্সন এমন একটি ভার্সন যে ভার্সনটি আপনি খুব কম এমবির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আপনার হাতে থাকা যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে ইমো লাইট ভার্সন কাজ করবে। যাদের ফোনে অনেক অ্যাপস থাকার কারণে ইমু বেটা ভার্শন ডাউনলোড করতে পারে না তাদের জন্য সাধারণত ইমু লাইট ভার্সন সবচেয়ে ভালো কাজ করে।

ইমু লাইট ভার্সন ব্যবহার করা যেমন সহজ ঠিক তেমনি ইমু বেটা ভার্সন ফোনের র্যাম বা রম এর জায়গা খায় না। তবে ইমো লাইট ভার্সনে একটা সমস্যা হলো যে, হাই কোয়ালিটি ভিডিও কল ও বিভিন্ন ফটো শেয়ার করলে ফটোগুলো লোক্যালিটির হয়ে যাবে।

ইমো লাইট অ্যাপস ডাউনলোড করার জন্যে গুগল প্লে স্টোরে গিয়ে ইমো লাইট লিখে সার্চ দিলে প্রথমে যে অ্যাপসটি আসবে, ওই অ্যাপসটা ডাউনলোড করার পর আপনার ফোন নাম্বার দিয়ে নতুন একাউন্ট তৈরি করে, ইমো লাইট ব্যবহার করতে পারবেন।

কিভাবে imo অ্যাপস ডাউনলোড করবেন

ইমো অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এরপরে সেখানে গিয়ে সার্চ দিতে হবে ”imo’ লিখে। এরপরে প্রথমে যে অ্যাপস টা আসবে সেটাই ডাউনলোড করতে হবে। ইমো অ্যাপস ডাউনলোড করার পরে অপেন করতে হবে।

আর হ্যাঁ খেয়াল রাখবেন যেন ওয়াইফাই অথবা ডাটা কানেকশন থাকে। এরপরে ইমো অ্যাপস অপেন করলে আপনার ফোনের নাম্বার দিবেন যেটা দিয়ে ইমো একাউন্ট তৈরি করবেন। আগে থেকে ইমো একাউন্ট থাকলে সমস্যা নেই। নাম্বার দেওয়ার পরে আপনার নাম্বারে ওটিপি কোড অথবা ফোন যাবে।

ঐ ওটিপি কোড দিলে আপনার ইমো একাউন্ট তৈরী হয়ে যাবে। এখন নিজের নাম, ফটো, ভিডিও কল, অডিও কল, কন্ট্রাক্ট নাম্বার যোগ করে ইমো অ্যাপস ব্যবহার করতে পারবেন।

Imo হ্যাক থেকে বাঁচার উপায়

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা না বুঝে ইমো অ্যাপস ডাউনলোড করার পরিবর্তে অন্যান্য ক্র্যাক অ্যাপস গুলো ডাউনলোড করে ফেলে। এতে করে যে সমস্যাগুলো হয় তার মধ্যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়া বেশি সম্ভাবনা থাকে।

হ্যাক হয়ে যাওয়ার কারণে আপনার বিভিন্ন রকমের পার্সোনাল ডাটা পাবলিকলি চলে যায়। এতে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। ইমু হ্যাক থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হল সঠিক ইমো অ্যাপস টি ডাউনলোড করতে হবে।

এজন্য গুগল প্লে স্টোরে গিয়ে ‘imo’ অ্যাপস লিখে সার্চ দিবেন, তখন দেখবেন যে ইমো অ্যাপস টা আসবে সেটা অরিজিনাল যে পাবলিশার্স আছে imo.im লেখা থাকবে।

আর অন্যান্য যে ইমো লেখা অ্যাপস গুলো আছে সেগুলো আপনি কখনোই ব্যবহার করবে না। ঐ ক্র্যাক অ্যাপস ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। এর ফলে আপনার পার্সোনাল ডাটা লিক হয়ে যেতে পারে আর আপনি নানান সমস্যার সম্মুখীন হতে পারেন।

এছাড়াও সবসময় চেষ্টা করুন গুগল প্লে স্টোর থেকে ইমো অ্যাপস ডাউনলোড করার। অন্য কোন থার্ড পার্টি সাইট থেকে কখনো ইমু ডাউনলোড করবেন না।

শেষ কথা

ইমো অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন অথবা ইমো অ্যাপ টি কিভাবে ডাউনলোড করবেন এই নিয়েই নিয়েছিল আমাদের আজকের আর্টিকেল। যদি ইমো আপনি কোন কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার সমস্যাটির সমাধান করে দিবো।

এছাড়াও চাইলে আপনার বন্ধু বান্ধবের সাথে এই আর্টিকেলটি শেয়ার করতে পারেন যাতে তারা ইমো অ্যাপ কিভাবে ডাউনলোড করবে সেটা জানতে পারেন। দেখা হবে আবার নতুন কোন আর্টিকেলে নতুন কোন দিনে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Updated: March 13, 2022 — 7:07 pm