একজন নতুন ব্লগার হিসাবে, যদি আপনি আপনার ব্লগকে অর্থ উপার্জনকারী ব্লগে রূপান্তর করতে চান , তাহলে গুগল এডসেন্স হল সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত বিজ্ঞাপন নেটওয়ার্ক যা আপনি আপনার ব্লগে মনিটাইজেশন জন্য ব্যবহার করতে পারেন ।প্রত্যেক নতুন ব্লগার এডসেন্স দিয়েই কিন্তু তাদের ব্লগ মনিটাইজেশন করতে চায়, এবং তাদের মধ্যে অনেকেই গুগল অ্যাডসেন্স এর নীতি বা পলিসি গুলো সঠিক ভাবে না মানার কারণে অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পেতে ব্যর্থ হয়।
তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।গুগল এডসেন্স পাওয়ার জন্য এডসেন্স আবেদন করার পূর্বে ও পরে কী কী করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের পোস্ট পড়লে আপনি “গুগল এডসেন্স পাওয়া উপায়” সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এডসেন্স আবেদন করার পূর্বে করনীয় কি?
অনেক সহজে এবং জলদি আপনার নতুন ব্লগে adsense দ্বারা approval পাওয়ার জন্য নিচে দেয়া বিষয় গুলি অনেক মন দিয়ে দেখতে হবে।
কাষ্টম ডোমেইন
যদি আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটে একটি ফ্রি ডোমেইন নাম ব্যবহার করছেন, তাহলে এখনি সেটা বদলে ফেলুন। দ্রুত এবং জলদি এডসেন্স অনুমোদন পাওয়ার জন্য একটি প্রিমিয়াম ডোমেইন (.com, .info, .in, .org) থাকাটা অনেক জরুরি।
উচ্চ মানের এবং পর্যাপ্ত কনটেন্ট লিখুন
আপনার ব্লগ অন্য কোনো ওয়েবসাইট বা ব্লগ থেকে কোনরকম আর্টিকেল চুরি বা কপি পেস্ট করে পাবলিক করা যাবে না। আপনার টার্গেটকৃত ট্রাফিকের জন্য সব সময় চেষ্টা করবেন ভালো মানের তথ্যমূলক বিশ্বাসযোগ্যতা এবং মূল্যবান কন্টাক্ট লেখার।
সেই কন্টাক্টগুলো হতে হবে অবশ্যই 800 থেকে 900 শব্দের উপরে। গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনটেন্ট। তাই অ্যাডসেন্সে আবেদন করার আগে আপনার ব্লগে অবশ্যই 25 থেকে 30 টি কনটেন্ট রাখতে হবে। এবং প্রতিটি পোস্টে এক বা ততোধিক ছবি ব্যবহার করতে হবে।
পাশাপাশি খেয়াল রাখতে হবে ছবিগুলো যেন ইউনিক হয়। অনেকেই দেখা যায় গুগোল এবং ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে তাদের ব্লগে আপলোড করে দেয়। এই কাজটা করা যাবে না। আপনার ব্লগে যে ছবিগুলো আপলোড করবেন সেগুলো অবশ্যই আপনার নিজের হতে তৈরি অথবা কপিরাইট মুক্ত ইমেজ হতে হবে।
সুতরাং, গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করার আগে নিশ্চিত করুন যে আপনার ব্লগে কিছু পরিমাণ ভালো মানের কনটেন্ট রয়েছে রয়েছে। তাহলে খুব সহজে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন।
আবশ্যিক পেজ গুলো তৈরি করুন
কিছু গুরুত্বপূর্ণ পেজ রয়েছে যা আপনার ব্লগে অ্যাডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য অবশ্যই থাকতে হবে। এই পেজ গুলো হচ্ছে:
- About
- Contact us
- Privacy policy
- Terms and condition
About : এই পেজে আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটের লেখক দের সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। যাতে ওই লেখাটি পড়ে যে কেউ আপনার ওয়েবসাইট কি ধরনের, এখানে কি কি কনটেন্ট প্রকাশ করা হয় এবং এটি কারা পরিচালনা করে সেই বিষয়ে খুব সহজেই যেন একটি পরিষ্কার ধারণা পায়।
Contact us: এখানে আপনার সাথে পাঠকদের বা ভিজিটর দের যোগাযোগ করার কোন মাধ্যম দিয়ে দিতে হবে। সেটি হতে পারে কন্টাক্ট ফর্ম, ইমেইল এড্রেস, ফোন নাম্বার, ফেসবুক পেইজ এর লিংক ইত্যাদি ইত্যাদি।
Privacy policy: এই পেজে আপনাকে কিছু বিষয়ে ইউজারকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আপনি ইউজারের ডাটা কিভাবে কালেক্ট করছেন, কেন কালেক্ট করছেন, সেই ডাটা গুলো কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে লিখে দিতে হবে।
প্রতিটি পোস্টে পর্যাপ্ত কনটেন্ট
প্রত্যেক পোষ্টে অবশ্যই পরিমানমত লেখা থাকতে হবে। শুধু কোনো রকম ২০/২৫ টি পোষ্ট করলেই আপনি গুগল এডসেন্স পাওয়ার আশা করতে পারবেন না। গুগল বট আপনাকে এডসেন্স অনুমোদন দেয়ার আগে এটাও জেনে নেবে যে, প্রত্যেকটি পোষ্টে কি পরিমান লেখা রয়েছে। প্রতিটি পোষ্ট মিনিমাম ৫০০/৬০০ টি ভালমানের Words এর সমন্বয়ে হতে হবে।
অন্য বিজ্ঞাপন না দেওয়া
আপনার ব্লগে যদি অন্য কোন ধরনের PPC বিজ্ঞাপন ব্যবহার করেন তাহলে গুগল এডসেন্স পাওয়ার আবেদন করার পূর্বে তা সরিয়ে নিতে হবে। অন্যথায় গুগল আপনার ব্লগে AdSense অনুমোদন করবে না। কারণ Google AdSense তাদের বিজ্ঞাপনের পাশাপাশি অন্য কোন ধরনের বিজ্ঞাপন দেখাতে পছন্দ করে না। তবে এডসেন্স অনুমোদন হওয়ার পর অন্যান্য বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন।
ইউনিক ভিজিটর
প্রতিনিয়তই যখন আপনার ব্লগে নতুন নতুন ভিজিটর আসবে তখন ব্লগটি সবার কাছে পরিচিত হতে থাকবে। সাথে সাথে সার্চ ইঞ্জিনের কাছেও আপনার ব্লগের বিষয় বস্তু সম্পর্কে পরিষ্কার হতে থাকবে। ইউনিক ভিজিটর এর ভীতরেও অনেক বিষয় রয়েছে।
যেমন ধরুন- কেউ আপনার ব্লগ ভিজিট করল কিন্তু কোন ভালমানের টপিক না পেয়ে সাথে সাথে চলে গেল, এ ক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিন এ ধরনের ভিজিটরদের ইউনিক ভিজিটর হিসেবে গন্য করবে না। আপনার ব্লগে নিত্য নতুন ভিজটরদের যত বেশী সময় অবস্থান করাতে পারবেন, ব্লগের ইউনিক ভিজিটর তত বাড়তে থাকবে। গুগল এডসেন্স পাওয়ার ক্ষেত্রে ইউনিক ভিজিটর গুরুত্বপূর্ণ অবদান রাখে।
কপিরাইটমুক্ত ছবি ব্যবহার করুন
যেটা আগে বললাম আপনার ওয়েবসাইটে প্রতিটা পোস্ট অবস্যই ইউনিক থাকতে হবে কোথাও থেকে কপি পেস্ট করা যাবে না। সেই সাথে ওই পোস্টগুলোতে ব্যবহার করা ইমেজগুলো অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে।
আপনি যদি গুগল ফেসবুক অথবা অন্য কারো ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন সে ক্ষেত্রে কিন্তু গুগল এডসেন্স অনুমোদন পাবেন না। আপনার ব্যবহার করা ছবিগুলো অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন কপিরাইটমুক্ত ছবি কোথায় পাব। চিন্তা নেই নিচে দেওয়া এই ওয়েবসাইট গুলো থেকে আপনারা কপিরাইটমুক্ত ইমেজ ডাউনলোড করতে পারবেন ফ্রিতে।
উপরের প্রতিটা টিপস যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে মনে করুন আপনি গুগল অ্যাডসেন্স অনুমোদন প্রক্রিয়ার সমস্ত ধাপ সম্পন্ন করেছেন । এরপর যখন আপনার ইনকাম $100 হবে তখন এগুলো আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবে।
আপনি যদি উপরে উল্লিখিত নিয়মগুলি অনুসরণ করতে পারেন তবে আপনি অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে গুগল অ্যাডসেন্স অনুমোদন পাবেন।