আসসালামুআলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই অনেক ভাল আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে কথা বলতে চলে আসলাম, ফাইবার সম্পর্কে। ফাইবার কি এবং ফাইবারের দিয়ে আপনারা কি কি উপায়ে কিভাবে টাকা উপার্জন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত বলবো।
তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে আমরা শুরু করি।
ফাইবার কি?
আপনারা কি জানেন আসলে ফাইবার জিনিসটা কি? এখন অনেকে বলতে বলবেন ভাইয়া ফাইবার সম্পর্কে যদি নাই জানতাম তাহলে আপনার এই পোস্টে কেন ক্লিক করতাম। আমি মজা করছিলাম, আসলে সত্যি কথা কয়বার সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। ফাইবার বর্তমান সময়ে একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস। যেখানে আপনারা ঘরে বসেই বাহিরের দেশের যেকোনো লোকের সাথে কাজ করতে পারবেন যেকোন বিষয়ের উপর।
আমি আসলে আপনাদের মাঝে আজকে ফাইবার নিয়ে কথা বলতে চাই আপনারা কিভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং কি কি উপায় আছে ইনকাম করার জন্য।
মূলত আমি যদি হিসাব করি তাহলে দুইটা বিষয় আছে। যে দুইটা বিষয়ের উপর আপনারা ফাইবার থেকে ইনকাম করতে পারবেন।
এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া দুইটা বিষয় হলো কি করে? আমরা তো জানি অনেক বিষয়ে কাজ করা যায়। হ্যা ,আসলেই সত্যি কথা অনেক বিষয়ে কাজ করা যায়। কিন্তু আমি যদি এই দুটো বিষয়ের ভিতর সব বিষয়গুলো অন্তর্ভুক্ত করি তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন মূলত দুটি উপায়ে রয়েছে।
চিন্তা করার কারণ নাই আমি বুঝিয়ে বলছি, দেখুন আপনারা এখানে কাজ করতে পারেন হয়তো একজন ফ্রিল্যান্সার হিসেবে, আর না হয় একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে। এখন বলতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কিভাবে আবার কাজ করব। আপনারা অনেকেই এ বিষয়ে জানেন আবার অনেকেই জানেন না আমি দুটো উপায় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের মাঝে কথা বলব।
দেখুন আপনি চাইলে ফাইবারে ভালো দক্ষতা অর্জনের মাধ্যমে যেকোনো বিষয়ের উপর কাজ করতে পারেন। গুরুত্বপূর্ণ যেসব বিষয় গুলো রয়েছে, বর্তমান সময়ে খুব বেশি প্রচলিত আমি সেসব বিষয় আপনাদের একটু বলে রাখি ।আপনারা যদি এসব বিষয়ের মধ্যে কাজ শিখেন তাহলে তো ভালোই ,আর যদি করতে থাকেন তাহলে তো আরো ভালো।
- ওয়েব ডেভলপমেন্ট
- ওয়েব ডিজাইন
- গ্রাফিক্স ডিজাইন
- ডিজিটাল মার্কেটিং
- আর্টিকেল রাইটিং
- লিড জেনারেশন
- সিপিএ মার্কেটিং
সত্যি কথা বলতে, আমি যদি এভাবে বলতে থাকি তাহলে হয়তো কোনদিনও শেষ হবেনা কারণ অনেক কাজ আছে। কিন্তু আপনারা এর ভিতরে কোন কাজটা সবচেয়ে ভালো করতে পারবেন সেটা আপনাদের। বিষয় আপনারা কোন কাজটা শিখবেন সেটা আপনাদের বিষয়। আমি শুধু আপনাকে জানিয়ে দিতে পারি এবং বলে দিতে পারি আপনারা কোথা থেকে কাজল শিখতে পারেন।
কাজগুলো শিখা এত কঠিন কোনো বিষয় নয় ।আপনি যদি চান বাংলাদেশের অনেক বড় বড় আইটি ফার্ম রয়েছে সেখান থেকে শিখবেন ,শিখতে পারেন। এছাড়া আপনি যদি চান প্রথমত কোন টাকা খরচ না করতেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সহায়তা নিতে পারেন। বর্তমানে বাংলাদেশে অনেকেই এই কাজগুলো বিনামূল্যে শেখার পরিকল্পনায় করে থাকে সুতরাং আপনি আর টাকা খরচ কেন করবেন আপনিও করতে থাকুন। কিন্তু আমি বলব web-development এন্ড ডিজাইন এই বিষয়টার উপরে আপনাদের পোস্ট করা সবচেয়ে বেশি ভালো কারণ এই বিষয়ে আপনাদের অনেক ভালো দক্ষতা অর্জন করতে হবে।
না হলে আপনারা এই সেক্টরে কাজ পেতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর অন্যান্য যে সেক্টর গুলো রয়েছে সেগুলো এত বেশি সমস্যা হয় না। কিন্তু যদি পারেন কোর্স করার জন্য তাহলে আমি বলব সে ক্ষেত্রে আপনারা করছে জয়েন করতে পারেন।
ফাইবারের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা।
আসলে এই বিষয়টা অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে পরিচিত নয়। ফাইবার আপনাদের জন্য একটি এফিলিয়েট প্রোগ্রাম চালু করে রেখেছে অনেক আগে থেকেই। অর্থাৎ আপনি ফাইবারে থাকা যে গিগ গুলো রয়েছে সেগুলো বিক্রি করার একটি পার্টনারশিপ বলতে পারেন।
সুতরাং সে ক্ষেত্রে এটি একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অ্যাফিলিয়েট প্রোগ্রাম বিষয়টা আপনারা যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। এ ক্ষেত্রে কিছুটা অসুবিধা আছে কিছুটা সুবিধা আছে। আগে কোনটা বলব বলুন সুবিধাটা না কি অসুবিধা?
আচ্ছা ঠিক আছে ভালো জিনিস দিয়ে শুরু করি, আগে আপনাদের সুবিধার বিষয়টি বলি। এই বিষয়ে আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না অর্থাৎ আপনাকে কোন কাজ শিখতে হবে না আপনাকে কোন ক্লায়েন্ট এর জন্য বসে থাকতে হবে না। এবং আপনাকে এত সময় দিতে হবে না। আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।
এখন আসি, অসুবিধা কোথায়? অসুবিধাটা হলো, আপনাকে অবশ্যই এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং সেই সব ব্যক্তিকে আপনাকে খুঁজে বের করতে হবে যেসব ব্যক্তি তাদের কাজগুলো অনলাইনে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করে নিতে চায়। অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে। আপনি যদি এরকম ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন এবং তাদেরকে আপনার গিগের লিঙ্ক দিয়ে বলেন যে আপনি আমার এই লিংক থেকে একটি সার্ভিস কিনে নিন। আর যদি সে আপনার এই সার্ভিস গুলো কিনে নেয় তাহলে সেখান থেকে আপনি একটি কমিশন পাবেন।
আর সত্যি কথা বলতে ফাইবার আপনাকে খারাপ কমিশন দেয় না অনেক ভালো একটি টাকা আপনাকে দেওয়া হয়। এখন আপনি বলতে পারেন ভাইয়া ,আমরা কোথা থেকে এরকম ক্লায়েন্ট খুজে বের করব?
আমি বলে দিচ্ছি মূলত দেখুন যারা ক্লায়েন্ট তাদের সবারই একটি linkdin অ্যাকাউন্ট থাকে। সুতরাং আপনি যদি চান তাদেরকে খুঁজে বের করতে তাহলে সেখান থেকে খুঁজে বের করতে পারেন। বা আপনার যদি কোন পরিচিত ক্লায়েন্ট থাকে তাহলে আপনি তাদেরকে আপনার লিঙ্গ শেয়ার করতে পারেন।
আবার আপনারা এমন কাজ কইরেন না, যে আপনি এফিলিয়েট লিংক নিয়ে আপনি ওই লিঙ্ক থেকেই কাজ দিয়েছেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
সুতরাং ধন্যবাদ বন্ধুরা আশাকরি বুঝতে পেরেছেন আমি কী বলতে চাচ্ছি। দুইটা উপায় খুব ভালো ভাবে বোঝানোর চেষ্টা করেছি ।আপনারা ফলো করবেন দুইটা উপায়ের মধ্যে যে কোন একটি। আসলামুআলাইকুম।