সেরা 5 টি সাইট ছবি তুলে ইনকাম করার জন্য

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার উপায় টা বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই তোমাদের মাঝে নিয়ে আসলাম, কিভাবে তোমরা ছবি অনলাইনে বিক্রি করে ইনকাম করতে পারো। ইতিমধ্যে জেনে ছবি বাংলাদেশের একটি যুবক ছবি তুলে লাখ লাখ টাকা ইনকাম করছে। আজকে তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব যেগুলোর মাধ্যমে মূলত ইনকাম গুলো হয়ে থাকে। আজকে পুরোটা জুড়ে আমি আছি রাকিবুল হাসান তোমাদের সাথে।

বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন প্রকার ছবি গ্রহণ করে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করে তাদের ওয়েবসাইটে কোন ধরনের সবই বেশি ডাউনলোড হচ্ছে। এছাড়াও আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমাদের কাছে প্রাকৃতিক ছবিগুলো তোলা অনেকটা বেশি সহজ হয়ে যায়। কারণ বর্তমানে যারা যারা গ্রামে বসবাস করে তারা খুব সহজে অনেক সুন্দর সুন্দর ছবি ধারণ করতে পারবে গ্রামের। এতে করে বলে রাখা ভাল একটা ক্যামেরা বা একটা ভালো এন্ড্রয়েড ফোন থাকা দরকার অন্তত এর জন্য।

এছাড়াও ছবি তোলা সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা থাকতে হবে। বিশেষ করে কালার কম্বিনেশন এই বিষয়টা খেয়াল রাখা অনেক বেশি জরুরী। একটি ছবি ফুটিয়ে তোলার জন্য কালার কম্বিনেশন টা ঠিক করতে হয়। এছাড়াও ছবির ব্যাকগ্রাউন্ড এবং ছবির নির্ধারিত সাইজ এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে।

যে যে ওয়েবসাইটের কথা আজকে বলবো সেগুলো বর্তমানে অনেক জনপ্রিয় ওয়েবসাইট এবং সেগুলোতে ছবি অ্যাপ্রুভ করিয়ে নিতে অনেক কষ্ট হয়। কিন্তু আমি যে যে টিপসগুলো তোমাদের বলব সেগুলো তোমরা যদি অনুসরণ করো তাহলে খুব সহজেই সব সাইট থেকে ছবি বিক্রি করতে পারবে।

যেসব উল্লেখযোগ্য এবং নির্ভরশীল সাইট রয়েছে আমি সেগুলো হলো:

  • Best places to sell photos online
  • Alamy
  • 500px
  • SmugMug Pro
  • Shutterstock
  • iStock Photo
  • Etsy
  • Getty Images
  • Stock

এখানে যে যে ওয়েবসাইট এর কথা উল্লেখ করা আছে সেগুলো আমার দৃষ্টিকোণ থেকে অনেকটা ভালো। এবং আমি চেষ্টা করেছি টপ 5 ওয়েবসাইট তোমাদের মাঝে দেওয়ার জন্য। এছাড়া অন্যান্য ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে। এসব ওয়েবসাইটে একাউন্ট ক্রিয়েট করা অনেকটা সহজ।

তোমরা খুব সহজেই এসব ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলতে পারবে। এবং অ্যাকাউন্ট খোলার পরে তোমরা তোমাদের ছবিগুলো আপলোড করতে পারো। এবং আপলোড করার পরে অবশ্যই তোমাকে কিছুদিন ওয়েট করতে হবে। তারা তোমার ছবিগুলো আপলোড করবে।

এইসব সাইট এ কিভাবে কাজ করবেন। কিভাবে পেমেন্ট নিবেন এ নিয়ে বিস্তারিত কথা বলব পরবর্তী আরেকটি পোস্ট এ। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

 

Updated: April 12, 2022 — 5:26 pm