ওয়েব ডেভলপমেন্ট করে আয় করতে চান? তাহলে নিঃসন্দেহে একটা স্মার্ট প্রফেশন বেছে নিয়েছেন। বর্তমানে ওয়েব ডেভলপমেন্ট ক্যারিয়ার হল একদিকে সময়োপযোগী আর অন্যদিকে প্রচুর লাভজনক। তবে আপনি যদি না জানেন ওয়েব ডেভলপমেন্ট কি। কিভাবে মানুষ ওয়েব ডেভলপমেন্ট করে আয় করছে লক্ষ লক্ষ টাকা? তাহলে আপনার জন্য কিন্তু ওয়েব ডেভলপমেন্ট জব পাওয়া মুশকিল হবে।
দিন দিন অনলাইন ইনকাম করার প্রতি বাড়ছে মানুষের আগ্রহ। ওয়েব ডেভলপমেন্ট ও তেমনই একটি হাই ডিমান্ডিং জব সেক্টর। তাই ওয়েব ডেভলপমেন্ট করে আয় করা অবশ্যই একটি দারুন আইডিয়া। তবে এজন্য আপনাকে ওয়েব ডিজাইন সম্পর্কে পরিপূর্ণ ধারনা রাখতে হবে। আপনার সুবিধার্থে কিভাবে ওয়েব ডেভলপমেন্ট করে আয় করবেন ও ওয়েব ডেভলপমেন্ট এর কমপ্লিট গাইডলাইন দেয়া হল।
ওয়েব ডেভলপমেন্ট কি?
ওয়েব ডেভেলপমেন্ট হল ইন্টারনেট বা ইন্টারনেটের জন্য একটি ওয়েবসাইট তৈরির সাথে জড়িত সব রকম কাজ। অর্থাৎ এডমিন প্যানেল এর মাধ্যমে একটি ওয়েবসাইটের ফাংশনাল ম্যানেজমেন্ট করা। তাই ওয়েব ডেভেলপমেন্টের পরিসর অনেক বড়। প্লেইন টেক্সটের একটি সাধারণ একক স্ট্যাটিক পেজ তৈরি করা থেকে শুরু করে জটিল ওয়েব অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক ব্যবসা এবং সামাজিক নেটওয়ার্ক পরিষেবা পর্যন্ত সবই ওয়েব ডেভলপমেন্ট এর অন্তর্ভুক্ত।
সহজে ভাবে বলতে গেলে, ওয়েব ডেভেলপমেন্ট বলতে একটি ব্রাউজারে অনলাইনে ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা, পরিপূর্ণ নির্মাণ করা এবং রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত যাবতীয় কাজ গুলোকে বোঝায়। তবে ওয়েব ডেভলপমেন্ট অবশ্য ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং এবং ডাটাবেস ম্যানেজমেন্ট কেও অন্তর্ভুক্ত করতে পারে। বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনের উদাহরণ হল, ফেসবুক বা এর মতো সামাজিক নেটওয়ার্কিং সাইট। অথবা অ্যামাজনের মতো ই-কমার্স সাইট। আর এমন ই ইনফরমেটিভ, প্রফেশনাল কিংবা পার্সোনানাল সাইট নিয়ে কাজ করাই ওয়েব ডেভেলপারদের কাজ।
ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভলপমেন্ট এর মধ্যে পার্থক্য কি?
ওয়েব ডেভলপমেন্ট নিয়ে যখন কথা বলছি তখন ওয়েব ডিজাইন এর বিষয়টি এসেই যায়৷ অধিকাংশ বিগিনার এই দুটির মধ্যে কনফিউশান তৈরি করে ফেলে। তাই ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর মধ্যের পার্থক্য টুকু আপনাকে জানিয়ে দিচ্ছি।
ওয়েব ডিজাইন বলতে, ওয়েবসাইটের উৎপাদন এবং বাহ্যিক রক্ষণাবেক্ষণে বিভিন্ন দক্ষতা এবং ওয়েব সাইটের সৌন্দর্য ও শৃঙ্খলাকে বোঝায়। ওয়েব ডিজাইনের বিভিন্ন আলাদা আলদা ক্ষেত্র থাকে। এর মধ্যে রয়েছে ওয়েব গ্রাফিক ডিজাইন; ইউজার ইন্টারফেস ডিজাইন; প্রমিত কোড এবং মালিকানাধীন সফ্টওয়্যার সহ অনুমোদন; ব্যবহারকারীর অভিজ্ঞতা ডিজাইন; এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান ইত্যাদি। আর ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কে আপনাকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছি।
মোট কথা ওয়েব ডিজাইন বলতে বোঝায় ওয়েবসাইটগুলো বাইরের দিকে কেমন দেখায় এবং কেমন লাগে। অন্যদিকে, ওয়েব ডেভেলপমেন্ট বলতে ওয়েবসাইটের কার্যকারিতা বোঝায়। যে এটি কীভাবে কাজ করে। ওয়েব ডিজাইনিং টুলের মধ্যে রয়েছে অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, ড্রিমওয়েভার, স্কেচ ইত্যাদি। ব্যবহৃত ভাষাগুলি হল এইচটিএমএল, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, পাইথন, রুবি, jQuery।
আশা করি এবার থেকে ওয়েব ডেভলপমেন্ট আর ওয়েব ডিজাইন কে আপনি আর এলোমেলো করে ফেলবেন না।
ওয়েব ডেভলপমেন্ট কেন শিখবেন?
প্রথমেই বলি, ওয়েব ডেভেলপমেন্ট আপনাকে দেয় ইন্টারনেটে সৃজনশীলভাবে নিজেকে প্রকাশ করার সুযোগ । আর সৌভাগ্যবশত, একজন ওয়েব ডেভেলপারের চাহিদা এখন অনেক বেশি। কোডিং জ্ঞান ও ক্রিয়েটিভ কাজের অভিজ্ঞতা থাকলে লাভজনক কর্মজীবনের জন্য দুর্দান্ত একটি প্রফেশন হল ওয়েব ডেভলপমেন্ট। আপনি ওয়েব ডেভলপমেন্ট কেন শিখবেন তা বোঝার জন্য দুটি পয়েন্ট ই যথেষ্ট –
ওয়েব ডেভলপমেন্ট এর ভবিষ্যৎ কেমন?
ওয়েব ডেভেলপমেন্ট হল সবচেয়ে নির্ভরশীল ক্যারিয়ারগুলির মধ্যে একটি। এবং বাংলাদেশের মত একটি বিবর্তিত অর্থনীতির দেশে ওয়েব ডেভলপমেন্ট খুব নিরাপদ বিকল্প। বিভিন্ন সফ্ট স্কিল যেমন জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল/সিএসএস, এবং অন্যান্য ভাষা C++, সুইফট বা পাইথন জানা থাকলে হাই ডিমান্ডিং জব পাওয়া একদমই সহজ। তাই পৃথিবীর যেকোনো দেশ থেকেই দক্ষ ওয়েব ডেভলপার এর ভবিষ্যৎ সুনিশ্চিত৷
ওয়েব ডেভেলপারদের বেতন কত?
আপনি কি একজন দক্ষ ওয়েব ডেভেলপার? তাহলে আপনার জন্য রয়েছে অসংখ্য চাকরি আর হ্যান্ডসাম এমাউন্ট স্যালারি। প্রতিষ্ঠান ও দক্ষতা ভেদে বলেন বেতনের পার্থক্য থাকতে পারে। কিন্তু অ্যাভারেজ হিসেবে বাংলাদেশে একজন ওয়েব ডেভেলপার শুরুতেই বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এর মত বেতনের জব পেতে পারেন। আর দক্ষ কর্মী দের জন্য এমাউন্ট অনেক বেশি। আর ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করতে পারলে আয় করা সম্ভব আরো বেশি।
কিভাবে ওয়েব ডেভলপমেন্ট করে আয় করবেন?
এখন আসি আপনি কিভাবে ওয়েব ডেভলপমেন্ট করে আয় করবেন সেই প্রসঙ্গে। ওয়েব ডেভলপমেন্ট শুরু করার আগে কি কি বিষয়ের ওপর দক্ষতা দরকার ও কিভাবে শুরু করবেন ও আয় করবেন সেগুলো জেনে নিন
ওয়েব ডেভলপমেন্ট এর জন্য কি কি শিখতে হবে?
ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনাকে প্রাথমিক ভাবে এইচটিএমএল শিখতে হবে। কিন্তু এছাড়াও
- CSS, জাভাস্ক্রিপ্ট ও PhpPhp
- Graphical User Interface (জিউআই)
- ডেটা বেস নলেজ
- Application Programing Interface
- কিছু প্রোগ্রামিং ভাষা যেমন C++, Java, Python
- ওয়ার্ডপ্রেস অর লারাভেল
- প্রোগামিং এর জন্য শিখতে হবে গিট
- Ui / Ux এর ডিজাইন software
আমি আপনাকে সিএসএস এবং সিএসএস ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতেও সাজেস্ট করব। আর এই বেসিক নলেজ গুলো আপনাকে প্রোগ্রামিং ভাষার ওপরে দক্ষতা আনতে সাহায্য করবে। আপনি ওয়েব ডেভলপমেন্ট অনলাইন কোর্স, অফলাইন বা ওয়েব ডেভলপমেন্ট ফ্রী কোর্স করে ওয়েব ডেভলপমেন্ট শিখতে পারবেন।
ওয়েব ডেভলপমেন্ট কিভাবে শুরু করবেন?
১. লক্ষ্য শনাক্তকরণ: আপনি নিজের জন্য বা ক্লায়েন্টের ওয়েব সাইট ডেভেলপ করার আগে নির্ধারণ করুন যে এই ওয়েবসাইট এর উদ্দেশ্য কী। কি কাজের জন্য ওয়েব সাইট টি তৈরি করা হচ্ছে। সেই টপিক অনুসারে ওয়েব সাইট টি গ্রো করা শুরু করুন।
২. ব্যাপ্তি: একবার আপনি সাইটের লক্ষ্যগুলি জানলে, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। অর্থাৎ, লক্ষ্য পূরণের জন্য সাইটের কী কী ওয়েব পেজ এবং ডাটা বেজ প্রয়োজন, এগুলো ডেভেলপ করুন।
৩.সাইটম্যাপ এবং ওয়্যারফ্রেম তৈরি: এরপর আপনার সাইটটির একটি ম্যাপ ও ওয়্যারফ্রেম তৈরি করতে হবে। ভিজিটর কে এই সাইট পর্যন্ত পৌছানোর ওয়ে করে দিতে হবে।
৪. বিষয়বস্তু তৈরি: যেহেতু আপনার সাইটটি একটি নিদিষ্ট টপিকের ওপর হবে তাই পেজ গুলোকে ওই টপিকের ওপর ফোকাস রাখতে হবে। এজন্য জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) সবার আগে দরকার হবে।
৫. ভিজ্যুয়াল এলিমেন্ট: ভিজুয়াল রিপ্রেজেন্ট এর জন্য সাইটের আর্কিটেকচার এর ওপর কাজ শুরু করতে হবে। এটি আপনার ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে।
৬.পরীক্ষা করা: আপনার ওয়েবপেজ গুলো তৈরি হয়ে যাবার পর এটি টেস্ট করার পালা। অর্থাৎ সাইট ভিজিটরদের কাছে আপনি সাইট টি কীভাবে প্রদর্শন করবেন তার একটি প্রিভিউ।
৭.লঞ্চ: একবার সবকিছু সুন্দরভাবে পরীক্ষা শেষে হবার পর ই আপনার সাইট লঞ্চের পরিকল্পনা করুন! সাইট লঞ্চ করার সময় থেকেই প্রোমোশন করতে পারেন যাতে শুরুতেই পর্যাপ্ত ভিজিটর পান।
ওয়েব ডেভলপমেন্ট করে আয় করার উপায়
- ব্যাক্তিগত সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা
- ওয়েব হোস্টিং এর ব্যবসা
- অনলাইনে সরাসরি প্রোডাক্ট বিক্রি
- অনলাইনে এড স্পেস সেল করে আ
- ডিজিটাল কোম্পানি বা মার্কেটপ্লেসের ক্লায়েন্টের কাছে সাইট বিক্রি করে আয়
- ওয়েবসাইটে স্পনসরসিপ ব্যবসা করে আয়
- ওয়েবসাইটে অ্যাফলিয়েট মার্কেটিং করে আয়
- ওয়েব ডেভেলপার হিসেবে অন্যের ওয়েবসাইট প্রোমোট করে আয়
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
- Upwork.com
- Guru.com
- Peopleperhour.com
- Freelancer.com
- Fiverr.com
- Hired.con
- Toptal.com
শেষ কথা
ওয়েব ডেভলপমেন্ট করে আয় করতে চাইলে দক্ষতা ও ডেডিকেশন এর কোনো বিকল্প নেই। কারণ, যে বিষয়ের ডিমান্ড যত বেশি সেখানে কম্পিটিশন ও বেশি। তাই হাজার হাজার ওয়েব ডেভেলপার এর মধ্যে নিজের পরিচয় টা তৈরি করতে চাইলে পরিশ্রম আবশ্যক৷ তাই ওয়েব ডেভলপমেন্ট করে আয় করার সম্পূর্ণ গাইডলাইন স্টেপ বাই স্টেপ তুলে ধরছি৷ আশা করি এখান থেকেই আপনার ওয়েব ডেভেলপার হিসেবে যাত্রা শুরু হবে।